গরম ছড়ড়া
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ জুন, ২০১৩, ০৯:১৮:১৬ সকাল
বিছনা জুড়ে শীতল পাটি
লুঙির গিট খোলা,
গরম বালিশ হত যদি
ঠান্ডা কোকাকোলা!
রাতে যখন ঘুম ভাঙে
টিকটিকি আরশোলা
জিজ্ঞেস করে, কেমন আছিস?
ওই মাঙের পোলা!
কানে আঙুল, হজম করি-
ব্যাম্বু চাছাছোলা,
কিলং খেয়ে কিলং চুরি
পিঠটা থাকে ফোলা!
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন