হারিয়ে যেতে নয় হারিয়ে দিতে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১২ জুন, ২০১৩, ১১:৩৮:৩৪ সকাল
নিম-চিরতার চেয়েও সত্য তিতে
জানিনা আমার মুখ মিঠা হবে কি তে,
জন্ম থেকে যারা শুধু চলেছেন জিতে
গ্রীস্মের দাবদাহে অথবা হিমহিম শীতে
যারা বড় করে চলেছেন সাফল্যের ফিতে
এসেছি কাঁপন ধরাতে তাদের ভিতে,
এসেছি- হারিয়ে যেতে নয়, হারিয়ে দিতে!
বিষয়: বিবিধ
৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন