মারফীর প্রেমসূত্র-৭

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১০ জুন, ২০১৩, ১০:৫৪:৩২ সকাল



৩৭) কোনো একজনের সাথে আপনার বন্ধুত্বের স্থায়ীত্ব নির্ভর করে আপনার অন্য ঘনিষ্ঠ বন্ধুর প্রতি আপনি কী পরিমাণ টান অনুভব করেন তার ওপর। মনে করুন, আপনার নাম পাখি। আমার প্রিয়তমা বান্ধবীর নাম রাখি। রাখির প্রতি আমার টান যতো বেশি থাকবে পাখির প্রতি ঐ টান ততো কম অনুভূত হবে। রাখির প্রতি যদি আমার আকর্ষণ ধীরে ধীরে কমতে থাকে, দেখা যাবে সেই একই অনুপাতে পাখির প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে।

৩৮) জীবনে যে মুহূর্তে রোমান্সের উন্মেষ, তখনই কমন সেন্সের প্রস্থান।

৩৯) ভালবাসার আদালতে বিপরীত পক্ষের কৌসুলি সর্বদাই শ্রেয়তর।

৪০) আপনি যাকে চাইবেন সে আপনাকে চাইবে না। আবার যারা আপনাকে পেতে চায় আপনি কিন্তু তাদের কাউকে চান না।

৪১) প্রেমের ক্ষেত্রে কোনো 'কেন'র-ই উত্তর নেই, যদিও বা থাকে তা যুক্তিসঙ্গত নয়।

৪২) ভালোবাসা মানুষকে বাজে ও বিশ্রী কাজ করায়।

বিষয়: বিবিধ

৯২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File