মারফীর প্রেমসূত্র-৫

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৬ জুন, ২০১৩, ১১:৫৭:৩৫ সকাল



২৫) ভালোবাসা আমাদেরকে পরস্পরের প্রতি বিশ্বাসী করে তোলে। ভালোবাসা সাধারণ বুদ্ধির অন্তরায়।

২৬) আপনি বিয়ে করে ফেললে আপনার ভালোবাসার রমণী (পরকীয়া) আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হতে থাকবে। যখনই বিয়ে ভেঙ্গে যাবে, ঐ রমণী আপনাকে যমের মতো এড়িয়ে চলবে।

২৭) যদি কোনো মেয়ের পেছনে ছোটেন, নিশ্চয়ই কোনো ঝামেলার সম্মুখীন হবেন।

২৮) ভালোবাসা অন্ধ। বিয়ে মানুষের চোখ খুলে দেয়।

২৯) ভালবাসার মানুষের সাথে সৎ ব্যবহার করবেন, পরিণামে সে-ই আপনার শত্রুতে পরিণত হবে।

৩০) প্রেমিকাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না, যেদিন এ কথাটি তাকে বলবেন বলে স্থির করবেন, তার পরের দিনই সে আপনাকে ছেড়ে চলে যাবে।

বিষয়: বিবিধ

৮১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File