দুপক্ষই প্রমাণিত দুর্জন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ জুন, ২০১৩, ০৮:৪২:২০ সকাল
জাতির কাছে এখন প্রশ্ন হল জোঁক না বাইত্যা ইঁদুর; কাকে কাছে রাখব, কাকে বাদ দিব? সাধারণ একজন সংসারী হিসেবে আমি বলি কি- দুটোকেই ঝেটিয়ে বিদায় করতে পারলে গেরস্থের জন্য মঙ্গল।
পাকিস্তানীরা পাক-পাঞ্জেগানার দাওয়াত নিয়ে আসলেও ভাল ভাবার কারন যেমন দেখি না, আবার ভারতীয় কেউ ভাত ও ভোটের অধিকার নিয়ে ওকালতি করতে আসলে বাংলাদেশী হিসেবে ভরসা করার যুক্তি পাই না। দুপক্ষই প্রমাণিত দুর্জন! আমরা ধর্মশেখার জন্য বরং পশ্চিম এশীয়দের আমন্ত্রণ জানাব, আর অধিকার বিষয়ে জানার জন্য ইউরোপীয়দের নিয়ে আসব।
কি বলেন আপনারা?
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন