মারফীর প্রেমসূত্র-৪

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৪ জুন, ২০১৩, ০৩:৩১:০১ দুপুর



১৯) আপনি কোনো রমণীকে যত বেশি কামনা করবেন, সেই রমণী ঠিক তত কম আপনার প্রতি আকৃষ্ট হবে।

২০) হৃদয় ফেটে চৌচির হয়ে গেলে চূর্ণগুলো সব ঝেড়ে ফেলুন। নিশ্চয়ই কোনো একজন এসে ঐ চূর্ণগুলোকে জড়ো করে জোড়া লাগাতে সচেষ্ট হবে।

২১) হাইস্কুল পার না হয়ে কখনো প্রেম করতে নেই।

২২) কেউই এতোখানি আকর্ষণীয় নয় যতোখানি সে নিজেকে মনে করে।

২৩) কারো সাথে সম্পর্কের স্থায়ীত্ব আপনার কাছে তার গুরুত্বের বিপরীত আনুপাতিক। সম্পর্ক টিকিয়ে রাখতে হয় আপনি সচেষ্ট থাকবেন, অথবা অন্যজন, কিন্তু দুজনে একত্রে নয়। তাই দেখবেন, ধনে-মানে-জ্ঞান-গরিমায় আপনার চেয়ে বহুলাংশে নিম্নতর বন্ধু/প্রতিবেশী/ আত্মীয় স্বজনেরা আপনার সাথে অহরহ ঘেঁষাঘেঁষি করছে, অথচ আপনি তাদেরকে মোটেও কদর করছেন না, বা অল্প-বিস্তর করছেন। আপনার চেয়ে যারা শ্রেয়তর, তাদের সাথে আপনার আচরণ আপনার আগের বন্ধুদের মতো হবে।

২৪) পুরুষেরা কখনোই দুটি জিনিস বুঝতে পারে না : ক. নারী এবং খ. নিগূঢ় রহস্য যা পুরুষকে রমণীদের জন্য হিতাহিত জ্ঞানশূন্য করে তোলে।

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File