মারফীর প্রেমসূত্র-৩

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ জুন, ২০১৩, ১১:১৬:৫৩ সকাল



১৩) সুদর্শন/নাকে পাওয়ার জন্য আপনাকে বহু কুৎসিতের চুম্বন গ্রহণ করতে হবে।

১৪) ভালোবাসা হল বুদ্ধির ওপর কল্পনার জয়। অর্থাৎ, প্রেমে পড়লে বুদ্ধি হ্রাস পায় বা লুপ্ত হয়।

১৫) জীবনে কাউকে কখনো না ভালোবাসার চেয়ে কাউকে ভালোবেসে তাকে হারানো অনেক বেশি ভালো।

১৬) কোনো পুরুষ যখন তাঁর স্ত্রীকে তাঁর কথা শুনতে বলেন, স্ত্রী মোটেও কর্ণপাত করেন না। ঐ ব্যক্তির যখন এক বিন্দু কথা বলার আগ্রহ নেই, তখনই স্ত্রী স্বামীর কথা শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠেন।

১৭) যখন একজন সঙ্গী (নী) পেয়ে গেছেন, দেখবেন দ্বিতীয়জন হাতের নাগালে (অনায়াসলব্ধ)।

১৮) আপাতত দৃষ্টিতে সুখী মনে হলেও নিঃসঙ্গ কেউই কিন্তু সুখে নেই।

বিষয়: বিবিধ

১০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File