মারফির প্রেমসূত্র-২

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ জুন, ২০১৩, ০৫:০২:২৭ বিকাল



৭) কোনো মহৎ প্রেমেরই অনুরূপ-মহৎ প্রতিক্রিয়া হয় না।

৮) সুদর্শন/নাগণ সবশেষে বিলীন হয়।

৯) ভালো প্রেমিক সর্বাগ্রে মৃত্যুবরণ করে।

১০) ভালোবাসা হল হৎপিণ্ডের মাঝখানে একটা গর্তের মতো।

১১) কারো স্ত্রী যখন তাঁকে বুঝে ফেলেন, সচরাচর তিনি তখন থেকেই তাঁর স্বামীর কথা শোনা বন্ধ করে দেন।

১২) পুরুষের যে গুণগুলো কোনো নারীকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, পরপবর্তীতে সচরাচর সেই গুণগুলোই ঐ রমণীর কাছে সবচেয়ে দুর্বিষহ হয়ে ওঠে।

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File