পাকা জামের মধুর রসে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ মে, ২০১৩, ০১:০৬:৩০ দুপুর

গতকাল গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে। সব স্যার-ম্যাডামদের সাথে দেখা হল, আড্ডা হল, কিছু কাজও সারলাম- ফেরার পথে একটা মজার ঘটনা দেখলাম।

ঢাবি সেন্ট্রাল মসজিদের দক্ষিন পাশ দিয়ে যে রোডটা গেল কলাভবনের দিকে, সেখানে একটি জামগাছে বেশ টসটসে কালোজাম পেকেছে একথোকা। একজন পথচারী কিছুক্ষন দেখার পরে লোভ সামলাতে না পেরে হাতের চাবিগোছা ছুড়ে মারল উপরে, সেটা আটকে গেল- কোন জাম পড়ল না! চাবির জন্য বুকপকেটের কলমটি দিয়ে নিশানা করা হল, কিন্তু কপাল মন্দ, সেটিও আটকাল। প্যান্টের পকেট হতে মানিব্যাগ বের করে ছোঁড়ার ভঙ্গি করে আবার পকেটে ঢুকিয়ে রাখল, যেন মাঝপথে কি মনে পড়ল। লোকটির বামহাতে লম্বা ডান্ডিঅলা ছাতা ছিল, সেটিই অবশেষে খোঁচা মারার মত করে ছোঁড়া হল। মন্দ ঘটনা নাকি সদলবলে আসে, এক্ষেত্রেও তাই হল। ছাতার বাঁকান মাথাটি জামের ডালে আটকাল, লাভ হল, একটি পাকা জাম পড়ল। যেই সে এটা তুলতে যাবে অমনি একটা রিক্সা এসে রসাল জামটিকে কালোপিচের সাথে লেপ্টে দিয়ে গেল। রাগে দুঃখে অপমানে বেচারা লোকটি দাঁত খিটমিট করে রিক্সাঅলাকে ডাকল। শেষমেষ রিক্সার সিটের উপর দাড়িয়ে ছাতার নাগাল পাওয়া গেল, ঝাকাঝাকিতে কলম পড়ল, চাবির গোছাটি পাওয়া গেল, এবং যার জন্য এতকিছু সেই জামের থোকাটি হস্তগত হল। শেষে রিক্সাঅলা আর ওই লোকটি ভাগ করে জাম খেল। কি পরিতৃপ্তির সে খাওয়া আর হাসি! ওদের হাসিতে ভাগ বসিয়ে আমিও হাটতে হাটতে শাহবাগ মোড়ে, এরপর বাসে করে বাসায় ফেরা।

বিষয়: বিবিধ

১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File