গোলাবী হোটেল
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৯ এপ্রিল, ২০১৩, ১২:৪১:০৬ দুপুর
গোলাপী এখন ট্রেন হতে নেমে সিলেটে। ইষ্টেশন থেকে হাঁটতে হাঁটতে সে সুনামগঞ্জ রোডে চলে আসল। শাবিপ্রবির সাইনবোর্ড দেখে একটু থামল, জিরোতে বসল, ওকে দেখে জমে গেল জমায়েত। এক, দুই, চার, ষোল করে অনেক লোক। গোলাপীর গাল লাল-গোলাপের মত, ঠোঁট ডালিমফুলের মত, চুল শাবির এককিলো রাস্তার মত দীঘল, খাড়া নাক যেন শহীদ মিণার, আর চোখ জুড়ে যেন গোলচত্বর। একদল ছেলে গীটারে গলা মিলিয়ে গান শুরু করল। কোথা হতে এক পাগল এসে ডাকল- 'এই গোলাবী! তুই আমারে থুয়ে কোথায় গেছিলি? চল তাড়াতাড়ি ঘরে, ভাত রাইন্ধা দে, ক্ষুধায় পরান যায়'। বাধ্যবধূর মত ও চলে গেল। কিন্তু গোলাবী নামটা পড়ে রইল শাবিপ্রবির সামনে একটি হোটেলে! হা: হা:
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন