প্রত্যেক পুলিশের পকেটে গুঁজে দিব কবিতার ককটেল
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ এপ্রিল, ২০১৩, ০৭:৪০:০১ সন্ধ্যা
রাস্তার জ্যাম, ধুকে ধুকে চলা
বাজারের দাম, যাবে না কিছু বলা
সময়ের অফিস, অফিসে কড়াকড়ি
মানি না আমি! কোমড়ে বেঁধেছি দড়ি
আমি জেলে যেতে চাই!
নিজের ইচ্ছায়- আমি জেলে যেতে চাই!
দিনে মাছি রাত্রে মশা
দৈনন্দিনের দৈন্যদশা,
কথার করাতে হচ্ছি ফালাফালা
কথায় কথায় কান ঝালাপালা
আমি জেলে যেতে চাই!
বিনাশ্রমে বা সশ্রমে- আমি জেলে যেতে চাই!
বাইরের বাড়াবাড়ি
ভেতরে ভেতরে ভাঙা হাঁড়ি,
অবসর নেই অফিসে-বাসায়
কিছু কল্যাণ লাভের আশায়
আমি জেলে যেতে চাই!
ডিভিশন হোক, না হোক- আমি জেলে যেতে চাই!
বুড়ো বয়সে পেনশন
সংসারের টেনশন
টেনশনে টেনশনে পালপিটিশন
ভাল্লাগে না এ নাটক, টেলিভিশন
আমি জেলে যেতে চাই!
সাধারণ বা নিরাপত্তা বন্দী হয়ে আমি জেলে যেতে চাই!
রাগে দুঃখে অপমানে ক্ষোভে
অন্যরকম স্বাধীনতার লোভে,
সমাজসুখীদের হারিয়ে দিতে
জীবনের বাকিটুকু জানতে
আমি জেলে যেতে চাই!
যাবজ্জীবনের জন্য আমি জেলে যেতে চাই!
দায়িত্বের দৈত্য হতে বাঁচতে চাই!
নিজের জন্য সারাটা সময় চাই!
হট্টগোল, ঝৈ-ঝামেলা এড়াতে
মনবাড়িতে ইচ্ছামত বেড়াতে
আমি জেলে যেতে চাই!
বিচারের রায় বা চুয়ান্ন ধারায়- আমি জেলে যেতে চাই!
ও জেলার সাহেব! সুযোগসন্ধানী নেতাগুলোকে মারতে আমি কবিতা লিখেছি
হাঃহাঃ হেহেঃ হৈহৈ জীবনগুলোকে হারিয়ে দিতে
আমি কবিতা লিখেছি
অর্থহীন অর্থনৈতিক সংসদ ভবন উড়িয়ে দিতে
আমি কবিতা লিখেছি
আমাকে তাড়াতাড়ি গ্রেফতার করুন!
তা না হলে,
এ্যাম্বুসের ছলে-
প্রধানমন্ত্রী হাঁটবে আর বোমা ফাঁটবে
হঠাৎ হাঙ্গামায় রাস্ট্রস্বামীর মাথা ফাঁটবে!
কিল খেয়ে কিল চুরি হয়েছে ফটিকছড়িতে
সারাদেশে আরও অনেক ছড়ি রয়েছে- সেসবের ছড়াছড়িতে
যদি অমৃতের ইট ছোঁড়েন খাবেন তাচ্ছিল্যের পাটকেল
প্রত্যেক পুলিশের পকেটে গুঁজে দিব কবিতার ককটেল
কবিতা লিখেই আমি জেলে যেতে চাই!
আমাকে তাড়াতাড়ি গ্রেফতার করুন
তা নাহলে খবর আছে!
বিষয়: বিবিধ
১৪৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন