ডঃ কেদারাবাবু
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৭ এপ্রিল, ২০১৩, ০৬:৪৫:৩৩ সকাল
বছর দেড়েক পার হয়ে গেছে পরীক্ষা দেবার পর, এখনও রেজাল্ট হয়নি। বেশি বিলম্বিত প্রসবে নানান ধরণের ভয় বাড়ে, এক্ষেত্রেও একই অবস্থা। শিক্ষার্থীরা ভয়কে জয় করার জন্য গেলেন কেদারাবাবুর কাছে, স্যার! আমাদের রেজাল্টটা কবে দিবেন?
উনি বললেন- এই তো দুএকদিন লাগতে পারে বড়জোর, রেজাল্ট তো শুধু এখন কন্ট্রোলার সেকশন এন্ট্রি দিবে, আমাদের সবকাজ কাজ শেষ, একটি সাইনও বাকি নেই! বাবারা তোমরা হাসিমুখে যাও এবং ক্লাশরুমের তালাগুলো খুলে দিয়ে যাও! উনার কথায় খই ফোটে, আর মনে হয় আসলেই কাজ এগিয়েছে। কিন্তু এরকমই চলছে দুই-তিন মাস ধরে।
হাতুড়েডাক্তারের মত আন্দাজে হাত চালিয়ে আর যাই হোক রেজাল্ট করা যায় না। উনি জানেনই না কিভাবে কাজ করতে হবে, অথচ টার্মিনাল ডিগ্রির সভাপতি তাকে হতেই হবে! ভার্চু অব পোষ্টের দোহাই দিয়ে উনি আর কত ভোগাবেন শিক্ষার্থীদের? আশা করছি উনার শুভবুদ্ধির উদয় হবে।
বিষয়: বিবিধ
৮৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন