[b]আ'লীগ ও বামদের শত্রুতা কাদের সাথে??[/b]
লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম ০৫ মার্চ, ২০১৩, ০২:২৭:১২ দুপুর
গতকাল রাতে এক বন্ধুর কম্পিউটারের সমস্যা সমাধানে গেলাম। উনার বস কাম বন্ধু এক কালের তুখোড় ছাত্রলীগ নেতা। চাঁদপুর (ফরিদগঞ্জ) কলেজের ছাত্রনেতা কাজী আবদুর রউফ সহ একই রুমে থাকেন। প্রতিদিনের মত উনার মুখখানা হাসিমাখা ছিলনা। যদিও আমি প্রথমে খেয়াল করিনি। কিন্তু আমার বন্ধু বলল চাচার মন খারাপ কেন জানেন?? কেন? উনার ছেলে মেয়ে দুইজন পড়ে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুলে। স্কুলের সামনেই উনার বাসা। রাতে যখন বাসায় কল দিল। কেবল ঠুস ঠাস শব্দ হচ্ছে। স্ত্রী-মেয়েকে জিজ্ঞেস করল কিসের শব্দ! যা শুনল তাতেই উনার মনটা খারাপ হয়ে গেল। আওয়ামী-যুব-ছাত্রলীগ সবাই মিলে বাচ্ছাদের স্কুলে আক্রমণ করেছে। কথাটা শুনার পর আমার সাথে থাকা নরসিংদী সরকারী কলেজের সাবেক ছাত্রলীগ ক্যাডার নুরুজ্জামান (এখন তওবা করে দ্বীনের পথে আছে, যদিও স্বভাব কিছুটা আগেরটা রয়েই গেছে।) বলল আচ্ছা ভাই, তাদের সমস্যা যুদ্ধাপরাধী-জামায়াত নিয়ে কিন্তু এসকল প্রতিষ্ঠানের কি দোষ? তাকে যা বললাম তার সংক্ষেপ হচ্ছে বর্তমানে শাহবাগ ও তাদের পক্ষ নিয়ে যারাই আন্দোলন করছে তাদের মূল লক্ষ্য জামায়াত ইসলামী বা যুদ্ধাপরাধী নয়; তাদের লক্ষ্য ইসলাম। সুদমুক্ত ইসলামী ব্যাংকিং এর সুবিধা পেয়ে সাধারণ মানুষ সুদী ব্যাংকগুলোতে যাচ্ছেনা তাই ইসলামী ব্যাংককে ধ্বংস করতে চায়। ইসলাম পন্থীদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে শালীনতা আর অশ্লিলতাকে ছড়িয়ে দেয়ার পথে বাধা মনে করছে তাইতো এগুলোতে হামলা করছে। আর ব্যক্তি মাওলানা সাঈদী তাদের শক্রু নয়। তাদের শক্রু ইসলামী আন্দোলনের সিপাহসালার মাওলানা সাঈদী। আমার কথাগুলো শুনে আর কিছুই বলেনি শুধু মাথা নাড়ানো ছাড়া।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন