বিপর্যস্ত স্বাধীনতা তুমি
লিখেছেন লিখেছেন আমপাবলিক ০১ জানুয়ারি, ২০১৫, ০৬:৩৫:১৫ সন্ধ্যা
স্বাধীনতা তুমি বিনা ভোটে নির্বাচিত সংসদ।
স্বাধীনতা তুমি বাকশালের সেইপুরোনো বোতলে নতুন মদ।
স্বাধীনতা তুমি পিলখানার গণহত্যার বৈধতা।
স্বাধীনতা তুমি নির্লজ্জ জাতীরদিকে তাকিয়ে লজ্জিত বিধাতা।
স্বাধীনতা তুমি শাপলা চত্তরে নিরীহ মানুষের বুকফাটা কান্না।
স্বাধীনতা তুমি সেইদিন কত হত্যা হয়েছিল জানতে মানা।
স্বাধীনতা তুমি নদী-নালায় বেওয়ারিশ লাশের গন্ধ।
স্বাধীনতা তুমি বিচারবিহীন রাজনৈতিক হত্যাকাণ্ড।
স্বাধীনতা তুমি শেয়ার বাজারলুটপাট।
স্বাধীনতা তুমি সবভুলে মন চলে যায় খেলার মাঠ।
স্বাধীনতা তুমি সোনালী ব্যাংক থেকে হলমার্কের হাজার কোটি টাকা চুরি।
স্বাধীনতা তুমি সেই চুরির টাকায় বেড়ে যাওয়া অর্থমন্ত্রীর ভুড়ি।
স্বাধীনতা তুমি কাঁটা তারের বেড়ায় ঝুলন্ত ফেলানি।
স্বাধীনতা তুমি সেই হত্যার বিচার আজও মন থেকে চাইনি।
স্বাধীনতা তুমি নিজের দেশের রাখতে পারি না মান।
স্বাধীনতা তুমি আজও তর্ক করি আমরা পাকিস্থান না হিন্দুস্থান।...
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাধীনতা বানানটা ভুল , ঠিক করে নিন।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
কবিতায় ভুল বানান কি ইচ্ছাকৃত?
মন্তব্য করতে লগইন করুন