আমি দেখি নাই ১৯৭২ থেকে ১৯৭৫ সাল।

লিখেছেন লিখেছেন থার্ড্আই ০১ মার্চ, ২০১৩, ০৫:৪২:২৪ সকাল

আমি ১৯৭১ সাল দেখিনাই, আমি দেখি নাই ১৯৭২ থেকে ১৯৭৫ সাল। তবে আমি শুনেছি ১৯৭২ থেকে ১৯৭৫ সালের গল্প। তাজা গল্প। যে গল্পে ছিলনা কোন মিথ্যার মিশ্রণ। শুনেছি শেখ মুজিব দ্বারা কায়েম করা বাকশাল আর রক্কি বাহিনীর গল্প। শুনেছি, কিভাবে বন্ধ করে দেয়া হয়েছিল সব সংবাদ পত্র তার গল্প। আরও শুনেছি, কিভাবে ফ্যাসিবাদী শাসন চলছিল তার গল্প। কিন্ত আমি ঐ সব গল্প সম্পূর্ণ বিশ্বাস করি নাই। কারণ, আমার মনে হয়েছিল হয়তোবা তাঁরা বাড়িয়ে বলছে ঐ গল্প

কিন্তু না, ২০১০ এবং ২০১৩ সালের ঘটনা আমাকে বিশ্বাস করতে বাধ্য করছে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের গল্প।

মানুষ কি পরিমান নির্যাতিত হলে পরে, একজন রাষ্ট্র প্রধান সহ তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করার পরিকল্পনা গ্রহন করে!! আমি তা কখনই বিশ্বাস করতাম না, যদি বর্তমান শাসনামল আমি না দেখতাম।

আল্লাহ্‌ তাকে মনে হয় বাঁচিয়ে রেখেছিলেন আমাদেরকে শিক্ষা দেয়ার জন্য যে আওয়ামীলীগ কি জিনিস তা Understand করার জন্য!!!

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File