আসুন আল্লাহর কাছে ধর্ণা দেই.

লিখেছেন লিখেছেন মুহাম্মদ মোহেব্বুর রহমান ০১ মার্চ, ২০১৩, ১২:৪০:৫৩ রাত

সরকার সুপরিকল্পিতভাবে দেশের এক উত্তপ্ত পরিবেশের মধ্যে আল্লামা সাঈদী'র এই জুলুমবাজ রায় ঘোষণা করে দেশকে আরো উত্তপ্ত করে জামায়াত শিবিরকে নিশ্চহ্ন করা, জরুরী অবস্থা জারীর পরিবেশ সৃষ্টি করে ক্ষমতা কুক্ষিগত করা, বিএনপিসহ সকল বিরোধি দল দমন করা সবর্বপরি ভারতের স্বার্থ সুনিশ্চিত করার বহুমুখী উদ্দেশ্য সফল করতে চায়।

আমরা ভীত বা আতংকিত নই। আমরা অধৈর্য নই। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাই। শত অবিচার হলেও আমরা বিন্দু মাত্র অবিচার করা বা অবিচারকে প্রশয় দেয়া সমর্থন করি না। তাহলে যে আমাদের আদর্শিক পরাজয় হবে। আল্লাহর সাহায্যই তো আমাদের সবচাইতে বেশি প্রয়োজন

আসুন সবাই সিজদায় লুটাই। তাওবা করি নিজেদের গুনাহের। তারপর সাহায্য চাই আল্লাহর দরবারে। তিনিই তো সবকিছুর পরিকল্পনাকারী। তিনি নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দিবেন।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File