ইরাকে জিহাদীদের বিস্ময়কর যুদ্ধজয় ও আতংক সাম্রাজ্যবাদি শিবির। ফিরোজ মাহবুব কামাল

লিখেছেন লিখেছেন স্বপন২ ২৩ আগস্ট, ২০১৪, ১১:৪৭:২৭ রাত

বিস্ময়কর যুদ্ধজয়

রীতিমত ঝড়ের বেগে এগিয়েছে দা্ওলাতে ইসলামিয়া ইরাক ও শাম (ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড সিরিয়া -সংক্ষেপে আইএসআইএস)এর মুজাহিদগণ। তাদের মাত্র ৮০০জন যোদ্ধা ইরাকী সেনাবাহিনীর ৩০ হাজার নিয়মিত সৈন্যকে পরাজিত করে দখল করে নিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মোসল। মোসলে মোজাহিদের যুদ্ধটি ছিল ৩৭ জন ইরাকী সৈন্যের বিরুদ্ধে এক জন মোজাহিদের। কিন্তু সেখানে যুদ্ধ হয়নি। যুদ্ধ না লড়েই সরকারি ইরাকী বাহিনী ভয়ে পালিয়েছে। তারা পলায়ন করেছে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মস্থান তিকরিত শহর থেকে। পলায়ন করেছে কিরকুক শহর থেকেও। তবে কিরকুকে মোজাহিদগণ পৌঁছার আগেই সুযোগসন্ধানি কুর্দিরা শহরটি দখল করে নিয়েছে। তেলসমৃদ্ধ কিরকুকের উপর বিচ্ছিন্নবাদি কুর্দিদের বহুদিনের দাবী। তারা শহরটিকে কুর্দিস্থানে রাজধানি বানাতে চায়। এবার সুযোগ বুঝে দখল করে নিল। তবে এর ফলে দা্ওলাতে ইসলামিয়ার সাথে কুর্দিদের যুদ্ধটিও ভয়ানক রূপ নিবে। বর্তমানে যুদ্ধ হচ্ছে বাগদাদ শহর থেকে মাত্র ৪০ মাইল দূরের বাকুবা শহরের দখল নিয়ে। প্রচন্ড যুদ্ধ শুরু হয়েছে কিরকুকের দখল নিয়ে। যুদ্ধ হচ্ছে স্ট্রাটেজীক শহর তালাওয়ারের চারপাশে। সেখানে রয়েছে বিমান বন্দর। যুদ্ধ চলছে বেয়জী শহরের চারপাশে। মুজাহিদদের দাবি তারা শহরটি দখল করে নিয়েছে। সেখানে অবস্থিত দেশের সর্ববৃহৎ তেলশোধনাগর -ইরাকের শতকরা ৪০ ভাগ তেল আসে এই তেলশোধনাগার থেকে।

মুজাহিদগণ যেভাবে বিদ্যুৎ বেগে একের পর এক শহর দখল করে সামনে এগিয়েছে তাতে আতংক বেড়েছে সমগ্র পাশ্চাত্য মহলে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন গত ১৮ই জুন তারিখে পার্লামেন্টে বলেছেন ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড সিরিয়ার এর বিজয় ব্রিটিশ নিরাপত্তার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি। একই ভয় মার্কিনীদের। তাদের ভয়, মুজাহিদদের অগ্রগতি রুখার সামর্থ ইরাকী সেনাবাহিনীর নেই। তারা যুদ্ধজয় দূরে থাক, যুদ্ধ লড়তেই রাজী নয়। অথচ মার্কিন বাহিনী যখন ইরাক ছাড়ে তখন বলেছিল, ইরাকী সেনাবাহিনী নিজেরাই দেশের নিরাপত্তার জন্য যথেষ্ট। দখলদার মার্কিনীগণ বহু বছর ধরে বহু বিলিয়ন ডলার ব্যয়ে দুই লাখের বেশী সৈন্য নিয়ে সেনাবাহিনী গড়ে তুলেছিল। কিন্তু সেটি যে আদৌ কোন সেনা বাহিনীই নয় –সেটিই রণভঙ্গ দিয়ে তারা প্রমাণ করলো। মার্কিন যুক্তরাষ্টসহ পাশ্চাত্যের শক্তিবর্গ চায়, মধ্যপ্রাচ্যে শক্তিশালী সেনাবাহিনী থাকবে একমাত্র ইসরাইলের, কোন মুসলিম দেশের নয়। মার্কিনী যুক্তরাষ্ট তাই চায়নি, ইরাক কোন শক্তিশালী সেনাবাহিনীর অধিকারি হোক। সেটিই এখন প্রমাণিত হলো।

যুদ্ধের অভিজ্ঞতার তো আসে যুদ্ধলড়ার মধ্য দিয়ে। ইরানের সাথে ৮ বছর যুদ্ধ লড়ে ইরাকী সেনাবাহিনী বিপুল দক্ষতা অর্জন করেছিল। কিন্তু মার্কিনীগণ ইরাক দখলে নেয়ার প্রথম সুযোগেই সে অভিজ্ঞ সেনাবাহিনীর বিলুপ্তি ঘোষণা করে। ইরাকের জন্য তারা যেমন শক্তিশালী সেনাবাহিনী চায়নি, তেমনি বিমান বাহিনী বা নৌবাহিনীও চায়নি। মার্কিনীদের হাতে গড়া এ ইরাকী সেনাবাহিনীর কোন যুদ্ধ-অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা যা আছে তা হলো অফিস-আদালত, মন্ত্রীদের ঘরবাড়ি ও বিদেশী দূতাবাস পাহারা দেয়ার। সে সাথে রাস্তায় গাড়ি থামিয়ে সাধারণ মানুষের দেহতল্লাশি করার। বিগত দশবছর যাবৎ ইরাকের সেনাবাহিনী সে কাজগুলিই দিবারাত্র করেছে। ফলে মোসল, তিকরিত বা কিরকুকে যখনই তারা যুদ্ধের পদধ্বনি শুনেছে তখনই গায়ের পোষাক, বুট ও অস্ত্র ফেলে রণাঙ্গণ থেকে দ্রুত পলায়ন করেছে। তাদের পলায়নের ফলে যুদ্ধ পৌঁছে গেছে বাগদাদের দোরগড়ায়। ভয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসগুলি এখন বাগদাদ থেকে দ্রুত লোক সরাচ্ছে। সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দূতাবাসটি হলো বাগদাদে। সেখানে কাজ করে সাড়ে ৫ হাজার মার্কিনী। তাদের পাহার দিতে ওবামা সরকার মার্কিন নৈ-বাহিনীর কয়েক শত সৈন্য পাঠিয়েছে। অপর দিকে ইরাকী প্রধানমন্ত্রি নূরী মালেকী নিজ সৈন্যদের উপর ভরসা না করে রণাঙ্গণে শিয়া মিলিশিয়াদের নামাচ্ছে।

কেন আতংক পাশ্চাত্য শিবিরে?

জিহাদীদের এত দ্রুত যুদ্ধজয়ের ব্যাখ্যা সামরিক বা রাজনৈতিক ভাবে দেয়া সম্ভব নয়। এমন যুদ্ধজয় চোখে আঙুল দিয়ে যা দেখিয়ে দেয় তা হলো, জনবল, অস্ত্রবল ও অর্থবলের বাইরেও মহাবিস্ময়কর বল আছে। যুদ্ধজয়ে সেটিই মূল ভূমিকা রাখে। সে মহাশক্তির বলে মানব ইতিহাসে বহু নিঃস্ব ও ক্ষুদ্র জনশক্তিও বড় বড় যুদ্ধজয় করেছে। এমনকি বিশ্বশক্তিতে পরিণত হয়েছে। ইসলামের মুলশক্তি তেলগ্যাস, সামরিক শক্তি বা জনশক্তি নয়। সেটি মহান আল্লাহতায়ালার শক্তি। এটি ঈমানের এতটাই বুনিয়াদি বিষয় যে, এরূপ বিশ্বাস না থাকাটাই শিরক। এমন শিরকের গুনাহ নিয়ে কোন ব্যক্তিই জান্নাতে প্রবেশ করতে পারে না। মুসলমানগণই যখনই আল্লাহর বাহিনীতে পরিণত হয় তখনই তারা অপ্রতিরোধ্য শক্তিকে পরিণত হয়। তাদের জীবনে তখন লাগাতর বিজয়ও শুরু হয়। কারণ, সে বাহিনীর বিজয়ে মহান আল্লাহতায়ালা নিজেই দায়িত্ব নিয়ে নেন। পবিত্র কোরআনে মহান আল্লাহতায়ালা সে সত্যটি বার বার বর্ণনা করেছেন। মহান আল্লাহতায়ালার শক্তির বলেই বিশ্বশক্তি রূপে ইসলামের উত্থান হয়েছিল আরবের নিঃস্ব মরুপ্রান্তর থেকে। সেখানে না ছিল কোন জনশক্তি, না ছিল কোন সামরিক বা অর্থনৈতিক শক্তি। কিন্তু তাতে তাদের শক্তির অভাব হয়নি। তাদের সাহায্যে মহান আল্লাহতায়ালার ফেরশতাগণ রণাঙ্গণে নেমে এসেছেন। রণাঙ্গনে যখন এমনটি ঘটে তখন ৩০ হাজার সৈন্যের বিরুদ্ধে ৮শত সৈন্যের বিজয়ও সম্ভব হয়। একই কারণে মাত্র ১৭ জন সৈন্যের হাতে অতীতে বিশাল বাংলা বিজয়ও সম্ভব হয়েছে। মুসলমানের জীবনে ঈমান আসলে, বার বার মোজেজাও আসে –এটিই হলো ইতিহাসের শিক্ষা। ইসলামের শত্রুশিবিরে এত ভয় ও আতংকের কারণ হলো এ মোজেজা। কারণ শয়তান আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী হলেও তাঁর অপ্রতিরোধ্য শক্তি নিয়ে অজ্ঞ নয়। শয়তানের কাজ তাই মুসলমানদের মহান আল্লাহতায়ালার সৈনিক হতে বাধা দেয়া।

মুসলিম দেশে জাতিয়তাবাদি, সমাজতন্ত্রি, রাজতন্ত্রি, স্বৈরাচারি ও সেক্যুলারদের সংখ্যা কোটি কোটি। তাদের শাসনও চলছে যুগ যুগ ধরে। নিজেরা মুসলিম রূপে দাবী করলেও তাদের হাতে মুসলিম বিশ্বের কোথাও কি কোন বিজয়, কল্যাণ বা শান্তি এসেছে? আসেনি; বরং এসেছে পরাজয়, বিভক্তি ও অপমান। তাদের আনন্দ তো ইসলামকে পরাজিত দেখার মধ্যে। তাদের নেতৃত্বে মুসলিমদেশের সেনাবাহিনী তাই নিজ জনগণের উপর চাপিয়ে দিয়েছে বর্বর গণহত্যা ও নির্যাতন। লক্ষ লক্ষ মানুষকে বাধ্য করেছে দেশত্যাগে। সেটি যেমন পাকিস্তান ও আফগানিস্তানে হয়েছে। তেমনি হচ্ছে সিরিয়া, ইরাক, মিশরে। সিরিয়ার শতকরা ৪০ ভাগ মানুষ আজ দেশত্যাগী তো তাদের কারণে। বাংলাদেশে তারা যেমন দুর্নীতি বিশ্বে প্রথম হওয়ার অপমান এনেছে, তেমনি অর্জন করেছে ভিক্ষার ঝুলির অপবাদও। বার বার প্রতিষ্ঠা করেছে ইতিহাসের নিষ্ঠুরতম স্বৈরাচার। দেশজুড়ে আজ চলছে শাপলা চত্বরের নিষ্ঠুরতা। আরব বিশ্বে এ শ্রেণীর লোকেরাই জন্ম দিয়েছে ২২টুকরায় বিভক্ত ভূগোল, এবং অস্ত্র ধরেছে সে বিভক্ত ভূগোলের প্রতিরক্ষায়। এনেছে ক্ষুদ্র ইসরাইলের হাতে বিশাল আরব বাহিনীর অপমানজনক পরাজয়। এনেছে বর্বর স্বৈরাচার। এনেছে নিষ্ঠুরতম গণহত্যা। প্রতিষ্ঠা পেয়েছে অসংখ্য রাজা-বাদশাহর দুর্বৃত্ত শাসন। কিন্তু দা্ওলাতে ইসলামিয়া ইরাক ও শাম মুসলমানদের সামনে যে পথের কথা বলছে সেটি ভিন্ন পথ। এ পথে যেমন লাগাতর জিহাদ আছে, তেমনি শরিয়তের প্রতিষ্ঠা আছে এবং খেলাফতের অঙ্গিকারও আছে। ফল তাতে চমকও আছে। তাদের হাতে তাই আসছে উপর্যপরি বিজয়ও। ইসলামের সমগ্র ইতিহাসে একমাত্র এ পথেই মুসলমানগণ অতীতে বিজয়ী ও গৌরবের অধিকারি হয়েছে; এবং পরাজিত করতে পেরেছে পারস্য ও রোমান সাম্রাজ্যের ন্যায় দুই স্বৈরাচারি বর্বর বিশ্বশক্তিকে। নবীজী ও সাহাবায়ে কেরামের পথ তো এটিই। ইরাক ও সিরিয়ার কিছু লোক সে পথেই যাত্রা শুরু করেছে। আর তাতেই ভয় বেড়েছে ইসলামের শত্রুপক্ষের।আর সে সাথে প্রকাশ পাচ্ছে মুসলিম বেশী মুনাফিকদের চরিত্র।

ইসলামের শত্রুপক্ষটিও জানে ইসলামের শক্তির উৎস্য কোথায়? তারা জানে, ইরাক ও সিরিয়া জুড়ে ইসলামি খেলাফত হলে ঘুমন্ত ইসলামি শক্তি আবার জেড়ে উঠবে। সেখানে মোজাহিদগণ তখন নিরাপদ আশ্রয় পাবে। এবং সংগঠিত হবে লাগাতর জিহাদ। অগণিত মানুষ তখন নিজেই অপ্রতিরোধ্য মিজাইলে পরিণত হবে। পাশ্চাত্যের ভয়, সে মিজাইল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। তখন একের পর এক বিলুপ্ত হতে থাকবে সাম্রাজ্যবাদিদের গড়া মুসলিম বিশ্বে বিভক্তির সীমারেখা। সিরিয়া ও ইরাকের মাঝের সীমারেখাটি ইতিমধ্যেই বিলুপ্ত হয়েছে। এরূপ চলতে থাকলে তাতে শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, পাল্টে যাবে সমগ্র মুসলিম বিশ্বের মানচিত্রও। ফলে পাশ্চাত্য শিবিরের অবস্থান এজন্যই খেলাফত ও শরিয়তের প্রতিষ্ঠার বিরুদ্ধে। বারাক ওবামার ঘোষণা, মার্কিন যুক্তরাষ্ট কখনোই চাইবে না জিহাদীরা সিরিয়া বা ইরাকের কোথাও শক্ত ঘাঁটি গড়ে তুলুক। মেনে নিবে না শরিয়তের প্রতিষ্ঠা। জিহাদীদের উপর হামলার বাহানা রূপে খাড়া করা হচ্ছে, ইরাকে জিহাদীরা গণহত্যা করছে। কিন্তু মুজাহিদের হাতে কোথায় ঘটেছে সে গণহত্যা? গণহত্যা তো চলছে সিরিয়ায়। গণহত্যা তো হয়েছে ইরাক ও আফগানিস্তানে। মার্কিনীরা শুধু ড্রোন হামলায় বহু হাজার মানুষকে হত্যা করেছে পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন ও সোমালিয়াতে। মার্কিন আগ্রাসনে কারণে একমাত্র ইরাকেই ৫ লাখ ইরাকীর মৃত্যু হয়েছে এবং ৪০ লক্ষ ইরাকী ঘরছাড়া হয়েছে। বহু লক্ষ মানুষকে তারা হত্যা ও ঘরছাড়া করেছে আফগানিস্তানে। অথচ গণহত্যার এ নায়কগণ এখন গণহত্যার অভিযোগ আনছে ইসলামি রাষ্ট্রের প্রতিষ্ঠাকামি মোজাহিদদের বিরুদ্ধে। সিরিয়ায় স্বৈরাচারি বাশারের বাহিনী ১লাখ ৬০ হাজার মানুষকে হত্যা করেছে। ঘরছাড়া করেছে ৬৫ লাখ মানুষকে অর্থাৎ দেশের শতকরা ৪০ ভাগ জনগণকে। বাশার আল আসাদের বাহিনী যেমন রাসায়নিক বোমা ব্যবহার করেছে, তেমনি লাগাতর ব্যারেল বোমাও ব্যবহার করছে। কিন্তু পাশ্চাত্যশক্তিবর্গ তার গায়ে একটি আঁচড়ও দেয়নি। অথচ তাদের আক্রোশ ও সে সাথে সকল রণপ্রস্তুতি মোজাহিদদের বিরুদ্ধে। তাদের কাছে অতি অসহনীয় হয়ে পড়েছে মুজাহিদদের জিহাদ, শরিয়ত ও খেলাফত।

সাম্রাজ্যবাদীদের অপরাধ

মুসলমানদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদি শক্তির অপরাধ বহু। অপরাধ শুধু এ নয় যে, মুসলিম দেশগুলিকে তারা দখল নিয়েছে এবং ব্যাপক লুন্ঠন করেছে। বরং সবচেয়ে বড় অপরাধ হলো মুসলিম ভূমিতে তারা শরিয়তের বিধানকে নির্মূল করেছে, এবং নির্মূল করেছে খেলাফতকে। বিলুপ্ত করেছে মুসলিম চেতনা থেকে শরিয়ত, খেলাফত ও জিহাদের ধারণাকেও। এভাবে অসম্ভব করেছে বিশুদ্ধ ইসলামী চেতনা নিয়ে বেড়ে উঠা। মুসলিম দেশগুলি দখলে নেয়ার পর পরই জনগণকে খৃষ্টান বানাতে তারা বিপুল সংখ্যক ধর্মপ্রচারক নামায়। কিন্তু খৃষ্টানধর্মে ধর্মান্তরিত করার সে প্রজেক্ট কোন মুসলিম দেশেই সফলতা পায়নি। কিন্তু বিপুল সফলতা পেয়েছে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরানোর কাজ। এটি হলো ডি-ইসলামাইজেশন। কিন্তু প্রশ্ন হলো, হিন্দু বা খৃষ্টান হয়ে যাওয়া অথবা অন্য ধর্মে দীক্ষা নেয়া আর ইসলামের থেকে দূরে সরার মধ্যে পার্থক্য কোথায়? উভয়ই তো সিরাতুল মোস্তাকীম থেকে দূরে সরা। উভয়ই তো জাহান্নামের পথ। ঢাকার শাপলা চত্বরে মুসল্লিদের রক্তে যারা হোলি খেললো ও তাদের লাশকে ময়লার গাড়িতে তুলে যারা গায়েব করে দিল বা কায়রোর রাজপথে যারা প্রায় ২ হাজার নিরাপরাধ মুসলমানদের যারা ঠান্ডা মাথায় খুন করলো তারা কি খৃষ্টান ক্রসেডার বা বিজেপী-আরএসএস-শিবসেনার গুন্ডা? তারা তো ইসলাম থেকে দূরে সরা সামরিক ও রাজনৈতিক বাহিনীর লোক। একজন মুর্তিপুজারি হিন্দু যেমন তার মুর্তিপুজা ছাড়তে রাজি নয়, তেমনি ইসলাম থেকে দূরে সরা লোকগুলোও অনৈসলামের পথ ছাড়তে রাজী নয়। মুসলিম দেশগুলিতে মহান আল্লাহতায়ালা ও তাঁর রাসূলের প্রধানতম শত্রু হিন্দু, খৃষ্টান বা ইহুদীরা নয়, বরং ইসলাম থেকে দূরে সরা এ সেক্যুলার লোকগুলো। বাংলাদেশ ও পাকিস্তানের ন্যায় প্রতিটি মুসলিম দেশে এরাই রুখছে শরিয়তের প্রতিষ্ঠা। মুসলমানদের নিজ ঘরে ইসলামের এমন শত্রুর উৎপাদন নিয়ে পাশ্চাত্য দেশে প্রতিদিন উৎসব হবে সেটিই কি কাম্য নয়? ইসলামের এরূপ শত্রুদের সাহায্য করতে তারা প্রস্তুতও।

কারারক্ষির দায়িত্ব হলো জেলের মাঝে গড়া দেয়ালগুলোকে বাঁচিযে রাখা। মুসলিম বিশ্বে তেমনি কারারক্ষির ভূমিকা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। তাদের কাজ, মুসলমানদের মাঝে গড়া বিভক্তির প্রাচির গুলোকে বাঁচিয়ে রাখা। এজন্যই তারা বিভিন্ন মুসলিম দেশের অভ্যন্তরে নিজেদের সামরিক ঘাঁটি বহাল রেখেছে। সেটি যেমন সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত এবং ওমানে, তেমনি আফগানিস্তানে। মুসলমানদের শক্তিহীন ও মর্যাদাহীন বিভক্ত অবস্থাকে তারা বলছে স্থিতিশীলতা। আর শত্রুর গড়া বিভক্তির দেয়াল ভাঙ্গার কাজকে বলছে অস্থিতশীলতা। বলছে সন্ত্রাস। মুসলমানদের বিভক্ত মানচিত্র বিলুপ্ত হলে তাতে যে সাম্রাজ্যবাদিদের বিপদ বাড়বে -সেটি তারা জানে। এজন্যই ইরাক ও সিরিয়ার মোজাহিদের পক্ষ থেকে সিরিয়া ও ইরাকের সীমান্ত বিলুপ্তিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। মনের সে কথাটি তারা গোপনও রাখছে না। এখন নিজেদের গড়া ভূগোল পাহারা দিতে নিজেরা নামতে চায়। সে অজুহাতে তারা এখন যুদ্ধে নামার প্রস্তুতিও নিচ্ছে। ২৫ জুন খবরে প্রকাশ মার্কিনী সৈন্যরা মোজাহিদদের প্রতিযোগিতায় ইতিমধ্যে ইরাকে ফ্রন্টলাইনে পৌঁছে গেছে। সিরিয়াতে নিরাপরাধ মানুষের উপর ব্যারেল বোমা ও রাসায়নিক বোমা নিক্ষিপ্ত হচ্ছে বিগত তিন বছর যাবত। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইতিমধ্যেই সেখানে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। হত্যাকান্ড দিন দিন আরো তীব্রতর হচ্ছে। কিন্তু গণহত্যার এ বর্বর নায়ক বাশার আল আসাদ ও তার সৈন্যদের গাযে আঁচড় না দিয়ে তারা বোমা ও মিজা্ইল নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইসলামি রাষ্ট্রের মোজাহিদদের বিরুদ্ধে। ইরাকী সেনাবাহিনীকে সহায়তা দিতে মার্কিন সরকার ইতিমধ্যেই ৩০০ জন সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে। এবং বিমানবাহি বিশাল নৌ-বহর পাঠিয়েছে পারস্য উপসাগরে।

শয়তানে বুজুর্গের পাশে ইরান

ইরান বিপ্লবের নেতা ইমাম খোমিনী “শয়তানে বুজুর্গ” বা সবচেয়ে বড় শয়তান বলে অভিহিত করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। সে মার্কিনীদের পাশে এখন ইরান। মার্কিনীগণ এখন সে অভিন্ন মার্কিনীই আছে, তাদের রাজনীতি ও দর্শন যেমন পাল্টায়নি, তেমনি পাল্টায়নি মুসলমানদের সাথে তাদের দুষমনিও। ইমাম খোমেনি যখন মার্কিনীদের “শয়তানে বুজুর্গ” বলেছেন তখনও তাদের হাতে আফগানিস্তান ও ইরাক অধিকৃত হওয়ার ন্যায় অপরাধ ঘটেনি। তাদের হাতে দেশদুটিতে যেরূপ বহু লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সেটিও তখন হয়নি। আবু গারিব ও গোয়ান্তোনামার বে’ কারাগারের ন্যায় বীভৎস ইতিহাসও রচিত হয়নি। এরপরও তিনি মার্কিনীদের “শয়তানে বুজুর্গ” বলেছিলেন। এখন বেঁচে থাকলে তিনি কি বলতেনে সেটি ভাববার বিষয়। তাঁর আমলে মেহদী বাজারগান প্রধানমন্ত্রী পদ হারিয়েছেন এবং ড. ইব্রাহীম ইয়াজদী পররাষ্ট্র মন্ত্রীর পদ থেকে উৎখাত হয়েছেন শুধু মার্কিনীদের সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়ার অপরাধে। কিন্তু ইরানের বর্তমান সরকার সে “শয়তানে বুজর্গ”এর সাথে এখন শুধু হাতই মিলাচ্ছে না, তাদের দুষ্টকাজে সহায়তাও করছে। লক্ষ্য স্রেফ ইরাক ও সিরিয়ায় ইসলামি খেলাফত প্রতিষ্ঠার যে জিহাদ শুরু হয়েছে সেটি নস্যাৎ করা। ব্রিটিশ সরকার তাদের বহু বছরের তালাবন্ধ তেহরানস্থ দূতাবাসকে আবার খোলার ঘোষণা দিয়েছে। এখানেও উদ্দেশ্য অভিন্ন। ইরাক ও সিরিয়ায় ইসলামি খেলাফত প্রতিষ্ঠার জিহাদকে প্রতিহত করার কাজে ইরানের সাথে সহযোগিতা বৃদ্ধি করা। তবে ইরানের এরূপ ইসলাম ও মুসলিম বিরোধী ভূমিকাটি নতুন নয়। শিয়ারা কখনই খেলাফতের পক্ষে ছিল না। ওসমানিয়া খলিফার বাহিনী যখন ইউরোপে যুদ্ধ নিয়ে ব্যস্ত তখন তাদের পিঠে ইরান চাকু বসিয়েছে পূর্ব সীমান্তে হামলা করে। সে কাজে ইন্ধন ছিল ইউরোপীয় খৃষ্টানদের। ইরান তাদের থেকে শুধু উৎসাহ নয়, বিপুল সামরিক সহযোগিতাও পেয়েছে। অস্ত্রের পাশাপাশি তারা ইরানী সৈন্যদের প্রশিক্ষণের কাজে সামরিক এ্যাকাডেমিও খুলেছে। একারণেই ইউরোপীয় রণাঙ্গণ ছেড়ে উসমানিয়া খলিফাদের বার বার পূর্ব সীমান্তে মনযোগ দিতে হয়েছে।

সিরিয়াতেও ইরান স্বৈরাচারি বাশার আল আসাদের নৃশংস নিষ্টুরতার পক্ষ নিয়েছে। সেখানে ইসলামপন্থিদের বিরুদ্ধে লড়বার জন্য বিপুল সংখ্যক সেপাহে পাসদারানের সৈন্য পাঠিয়েছে। লেবানন থেকে হাজির করেছে শিয়া যোদ্ধাদের। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদ ১৯৮২ সালে হোমস নগরীতে হামলা চালিযে ইখওয়ানূল ইসলামের ৩০ হাজারের বেশী নেতা-কর্মী ও সমর্থকদের হত্যা করেছিল। কামান ও ট্যাংকের গোলায় ধ্বংসযজ্ঞ ডেকে আনে শহরটির উপর। লক্ষ্যণীয় হলো, ইমাম খোমিনী বেঁচে থাকা কালে ইরান সমর্থণ দিয়েছিল সিরিয়ার এ বর্বরতাকে। ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফিগানিস্তান হামলা করে তখনও ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে গোপনে সাহায্য করেছে। তখন মার্কিনীদের হাতে তুলে দেয় তালেবান ঘাটিগুলোর অবস্থান। ফলে এটি সুস্পষ্ট যে, ইরান চায় না কোন দেশে সূন্নীগণ ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করুক।

জিহাদ কি জঙ্গিবাদ?

ইসলামের শত্রুপক্ষ বা সেক্যুলারিস্টদের চেতনায় শরিয়ত ও খেলাফত বলে কিছু নাই। তেমনি জিহাদও নাই। জিহাদ তাদের কাছে কিছু ধর্মপাগলের পাগলামি। কারো কাছে সেটি জঙ্গিবাদ। জিহাদের ধারণা তো সে চেতনাতে স্থান পায় যেখানে আল্লাহর প্রতি ঈমান ও ইবাদতের পাশাপাশি তাঁর নির্দেশিত কোরআনি বিধান প্রতিষ্ঠা নিয়ে আপোষহীন অঙ্গিকার আছে। জিহাদ তো ইসলামি সমাজ বিপ্লবের হাতিয়ার। তাই যেখানে জিহাদ নেই সেখানে সমাজ বিপ্লবও নাই। এ দর্শনের মূল কথা, আল্লাহর প্রতিটি হুকুমের প্রতিষ্ঠায় আজীবন লড়াই নিয়ে বাঁচা। মু’মিন ব্যক্তি সে চেতনার প্রকাশট ঘটায় জান ও মালের কোরবানি দিয়ে।

মুসলমানদের জীবন থেকে যখন থেকে জিহাদ বিলুপ্ত হয়েছে তখন থেকে সমাজ বিপ্লবও বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে নফসের বিরুদ্ধে জিহাদও। এর ফলে বন্ধ হয়ে গেছে আধ্যাত্মীক বা রুহানি বিপ্লব। এবং বাঁচা শুরু হয়েছে উপর্যপরি পরাজয়, অপমান ও দুর্বৃত্তি নিয়ে। কারণ মু’মিনে নফসের বিরুদ্ধে জিহাদটি কখনোই মসজিদ, মাদ্রাসা বা সূফী-দরবেশের খানকায় বসে হয়না, সেটি হয় দুষমণের অস্ত্রের সামনে নিজের জানের কোরবানী পেশ করতে হাজির হওয়ায়। তাই মুসলিম ইতিহাসে সবচেয়ে বড় আধ্যাত্মীক বিপ্লব এসেছে নবীজী (সাঃ) ও সাহাবায়ে কেরামের আমলে -যখন সমাজে কোন পীরের খানকাহ ও সূফিতরিকা ছিল না। ছিল জিহাদের পর জিহাদ। যে রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা দখল এবং নিজ ভাষা, নিজ দল, নিজ গোত্র ও নিজ বর্ণের অহংকার নিয়ে বাঁচা -সে রাজনীতিতে কি জিহাদ স্থান পায়? সেক্যুলার রাজনীতিতে যুদ্ধ-বিগ্রহ আছে, লাগাতর খুনখারাবীও আছে, কিন্তু জিহাদ নেই। চুরি-ডাকাতি ও সন্ত্রাসের ন্যায় ক্ষমতালিপ্সার এ রাজনীতিতে অর্থ, শ্রম ও জানমালের বিপুল বিনিয়োগ আছে। আছে গভীর রক্তপাত। কিন্তু নাই ইবাদত ও পূণ্যতা। বরং আছে পরম স্বার্থপরতা ও দুর্বৃ্ত্তি। প্রকৃত জঙ্গিবাদ তো এমন সেক্যুলার যুদ্ধবিগ্রহ ও খুনখারাবী। ইসলামের শত্রুদের সনাতন রীতি হলো মহান আল্লাহতায়ালার নাযিলকৃত সত্যের বিরুদ্ধে লাগাতর মিথ্যা বলা। তেমনি রীতি হলো, শরিয়ত ও খেলাফতের প্রতিষ্ঠার জিহাদকে জঙ্গিবাদ বা সন্ত্রাস রূপে চিত্রিত করা। সেটি যেমন বিদেশী কাফের শত্রুরা বলে, তেমনি মুসলিম নামধারি স্বৈরাচারি জালেম শাসকেরাও বলে। নমরুদের কাছে হযরত ইব্রাহীম (আঃ) এবং ফিরাউনের দরবারে হযরত মূসা (আঃ)ভাল কখনোই মানুষ রূপে চিহ্নিত হননি। তাদের কাছে মানব ইতিহাসের এ শ্রেষ্ঠ ব্যক্তিরা চিহ্নিত হয়েছিলেন দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার শত্রু রূপে। সে মিথ্যা অভিযোগে নমরুদ ও ফিরাউন তাদের প্রাণনাশের পরিকল্পনা করেছিল। নমরুদ ও ফিরাউনের মৃত্যু হয়েছে। কিন্তু তাদের বিচারবোধ, মূল্যবোধ ও ইসলামের বিরুদ্ধে শত্রুতা আজও বেঁচে আছে ইসলামের আজকের দূষমনদের মাঝে। তবে ইসলামের প্রতিষ্ঠাকামিদের বিরুদ্ধে এমন শত্রুতা ও গালিগালাজ এখন আর শুধু ইসলামের চিহ্নিত শত্রুদের মাঝে সীমাবদ্ধ নয়, একই রীতি তাদেরও যারা নিজেদের মুসলামন রূপে জাহির করে।

ইবাদত ও রাজনীতি

মুসলমান হওয়ার অর্থ হলো আজীবন মহান আল্লাহতায়ালার অনুগত গোলাম রূপে বাঁচা। এরূপ গোলামীই হলো ইবাদত। গোলামী এখানে পবিত্র কোরআনে ঘোষিত মহান আল্লাহতায়ালার প্রতিটি হুকুম পালন। মুসলমানের ইবাদত তাই স্রেফ নামায-রোযা বা হজ-যাকাত পালন নয়। ইবাদত যেমন ব্যবসা-বাণিজ্যে, তেমনি রাজনীতি, শিক্ষা-সংস্কৃতি ও যুদ্ধবিগ্রহে। রাজনীতির অঙ্গণে সে গোলামীটি হলো খেলাফত ও শরিয়ত প্রতিষ্ঠার জিহাদ। ইসলামে এটি ফরজ। তাই যেদেশেই মুসলমান থাকে সে দেশে শুধু নামায-রোযা ও হজ-যাকাতই থাকে না, শরিয়ত ও খেলাফত প্রতিষ্ঠার জিহাদও থাকে। প্রাথমিক যুগের মুসলমানগণ জানমালের বিপুল কোরবানী দিয়েছেন এ কাজে। তাদের সে কোরবানির বদৌলতেই মুসলিমগণ বিশ্বমাঝে বিশ্বশক্তি রূপে মাথা তুলে দাঁড়াতে পেড়েছিল।

মু’মিনের জীবনে মহান আল্লাহতায়ালার প্রতি গভীর আনুগত্যের প্রবল প্রকাশটি ঘটে তার সার্বভৌমত্ব, খেলাফত ও শরিয়তি আইনের প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এ কাজ শুধু নামায-রোযা বা হজ-যাকাত নয়, জান ও মালের বিনিয়োগ চায়। জান ও মালের এমন বিনিয়োগের ফলেই মু’মিনের জীবনে জিহাদের জন্ম দেয়। তাই জিহাদের চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? মুসলিম তো শহীদ হয় ও বিনাহিসাবে জান্নাতের প্রতিশ্রুতি পায় তো সে জিহাদে আত্মদানের কারণে। একারণেই মু’মিনের রাজনীতি পবিত্র ইবাদত। মহান আল্লাহতায়ালার দরবারে মু’মিনের প্রতিটি কর্মে যা সর্বপ্রথম হিসাবে আনা হয় তা হলো তার নিয়েত। মু’মিনের প্রতি কর্ম তো ইবাদতে পরিণত হয় আল্লাহতায়ালার ইচ্ছাপূরণের নিয়েত থাকার কারণে। জায়নামাজে দাড়িয়ে খেলা-তামাশা, কুমন্ত্রনা বা ব্যবসাবাণিজ্যের নিয়েত করলে কি নামায হয়? একজন আলেমের রাজনীতিও স্রেফ আলেম হওয়ার জন্য ইবাদত হয় না যদি সে রাজনীতিতে মহান আল্লাহতায়ালার হুকুম পালনের নিয়েত না থাকে। বরং সে রাজনীতি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ বা অবাধ্যতার পথেও হতে পারে। রাজনীতিতে ইবাদতের নিয়েতটি হলো শরিয়ত ও খেলাফত প্রতিষ্ঠার নিয়েত; নিয়েত এখানে আল্লাহর দ্বীনের বিজয় ও মুসলমানের শক্তিবৃদ্ধি এবং আল্লাহর দ্বীনের শত্রুদের পরাজিত করার। কিন্তু রাজনীতির নিয়েত যখন জাতিয়তাবাদ, সমাজতন্ত্র, সৈরতন্ত্র, রাজতন্ত্র বা দলীয় শাসনের প্রতিষ্ঠা হয় তখন সে রাজনীতি পরিণত হয় আল্লাহর বিরুদ্ধে অবাধ্যতা ও বিদ্রোহের রাজনীতিতে। এমন রাজনীতি ইসলামে হারাম। কোন মু’মিন সে রাজনীতিতে যোগ দিতে পারে? দেয় কি অর্থ, শ্রম ও জানের কোরবানি? এ রাজনীতি প্রাণ গেলে কি জান্নাত জুটে? অথচ অধিকাংশ মুসলিম দেশে সুদী ব্যাংক, মদজুয়া, অশ্লিলতা ও পতিতাবৃত্তির ব্যাভিচার যেমন বেঁচে আছে, তেমনি বেঁচে এ হারাম রাজনীতিও। মুসলমানগণ এমন রাজনীতিতে শুধু ভোটই দেয়না, জানমালের কোরবানিও দেয়।

অথচ ইসলামের শত্রুপক্ষের কাছে রাজনীতিতে জিহাদের নিয়েত রাখাটিই অপরাধ। সেটিকে তারা সন্ত্রাস বলে। ব্রিটিশগণ তাদের শাসনামলে জিহাদকে মাদ্রাসার সিলেবাস থেকেই বাদ দিয়েছিল। আর আজকের মুসলমানগণ বাদ দিয়েছে তাদের চেতনা থেকে। ফলে ইরাক ও সিরিয়ার মোজাহিদের শরিয়ত ও খেলাফত প্রতিষ্ঠার জিহাদকেও তারা মেনে নিতে পারছে না। সাম্রাজ্যবাদি শক্তির সাথে সুর মিলিযে তারাও তাদেরকে সন্ত্রাসী বা জঙ্গি বলছে। সিরিয়া ও ইরাকের মোজাহিদের বড় কৃতিত্ব যে, নির্ভয়ে তারা জিহাদের নিয়েতটির প্রকাশ্য ঘোষণা দিয়েছে এবং সে পথে তারা জান ও মালের বিপুল কোরবানিও দিচ্ছে। তারা নিয়েত বেঁধেছে, সাম্রাজ্যবাদী শক্তিগুলি বিভিন্ন রাষ্ট্রের নামে মুসলিম বিশ্বে বিভক্তির যে প্রাচীরগুলো গড়েছে সেগুলি সরানোর। অথচ বহু মুসলিম দেশে এমন খালেছ নিয়েত বহু ইসলামি দলের নেতাকর্মীদেরও নাই। বরং এমন বিভক্তিকে তারা বিনা প্রতিবাদে মেনে নিয়েছে, যেমন মেনে নিয়েছে মুসলিম পল্লিতে পতিতাদের ব্যাভিচারের বাজার। নামাযী ও রোযাদার হলেও তাদের নিয়েতের ক্ষেত্রটুকু দখল করে নিয়েছে সেক্যুলারিস্টদের সাথে একত্রে রাজনীতি করে নেতা হওয়া, সংসদ-সদস্য হওয়া বা মন্ত্রি হওয়ার লড়াই। তাদের থেকে ইরাক ও সিরিয়ার মোজাহিদগণ এজন্যই ভিন্নতর।

আল্লাহতায়ালার হুশিয়ারি

মহান আল্লাহতায়ালার কাছে তাঁর বন্ধু রূপে স্বীকৃতি পেতে হলে শয়তানি শক্তির কাছে শত্রু রূপে স্বীকৃতি পাওয়াটি জরুরী। নবী-রাসূলদের সেটিই সূন্নত। শয়তানি শক্তির বন্ধুকে আল্লাহতায়ালা কখনোই নিজের বন্ধু রূপে গ্রহণ করেন না। সেটি মহান আল্লাহতায়ালার সূন্নত। তাই পবিত্র কোরআনে মহান আল্লাহতায়ালার হুশিয়ারি, “হে মু’মিনগণ! তোমরা আমার ও তোমাদের শত্রুদের বন্ধু রূপে গ্রহণ করো না।” –(সুরা মুমতাহিনা আয়াত ১)। নবী-রাসূলগণ তাই কখনোই শয়তানি শক্তির বন্ধু বা তাদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করেননি। অথচ আজ বহু ইসলামি দল ইসলামের কথা বললেও তারা ভিন্ন পথ ধরেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রসহ শয়তানি শক্তির কাছে গ্রহণ যোগ্যতা বাড়ানোর গরজে শরিয়ত ও খেলাফতের নাম মুখে আনতে রাজি নয়। রাজি নয় সাম্রাজ্যবাদি শক্তির গড়া বিভক্ত মানচিত্রের বিরুদ্ধে কথা বলতেও। এমনকি নরেন্দ্র মোদীর ন্যায় ভারতের মুসলিম-দুষমন নেতার কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে তারা তার নির্বাচনি বিজয়কে অভিনন্দিত করে। কারণ তারা জানে, সাম্রাজ্যবাদিদের চোখে দুষমণ রূপে চিত্রিত হওয়ার জন্য তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধে নামার প্রয়োজন নাই। খেলাফত, শরিয়ত ও জিহাদের পক্ষে কথা বলাই যথেষ্ট। সাম্রজ্যবাদিরা তখন ড্রোন নিয়ে হাজির হয়। এদিক দিয়ে দাওলাতে ইসলামিয়া ইরাক ও শাম (ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড সিরিয়া)এর অর্জন বা কৃতিত্বটি বিশাল। সাম্রাজ্যবাদি, জাতিয়তাবাদি, সমাজবাদি, রাজতন্ত্রি, নাস্তিক, সেক্যুলারিস্টসহ সকল জাতের ও সকল মতের শয়তানি শক্তির কাছে তারা চিহ্নিত হয়েছে সবচেয়ে বড় শত্রু রূপে। ইসলামের এ চিহ্নিত শত্রুগণ বাংলাদেশ, পাকিস্তানসহ মুসলিম দেশের মাদ্রাসা ও ইসলামি দলের অফিসগুলিতে বন্ধুর বেশে হাজির হলেও জিহাদীদের মাথার উপর মূল্য ধার্য করে। তাদের হত্যায় ড্রোন হামলা চালায়, নিক্ষেপ করে মিজাইল। আল্লাহর দরবারে জিহাদীদের বিরুদ্ধে শয়তানী শক্তির এরূপ মূল্যায়ন যে অতিশয় গুরুত্ব পাবে তা নিয়ে কি সন্দেহ আছে? মুসলিম বিশ্বে আলেম ও আল্লামাদের সংখ্যা প্রচুর। কিন্তু তাদের ক’জনকে শয়তানি শক্তিবর্গ শত্রু বলে গণ্য করে? প্রতিটি মুসলিম দেশ ইসলামের শত্রুপক্ষের হাতে অধিকৃত। ইসলামের এ শত্রুদের কারণে কোন মুসলিম দেশেই শরিয়তের প্রতিষ্ঠা সম্ভব হয়নি। কিন্তু এসব আলেম ও আল্লামাগণ এ দখলদারির বিরুদ্ধে কোন জিহাদ না করে প্রমাণ করেছে শয়তানি শক্তির বিরুদ্ধে তাদের কোন দুষমনি নাই। এবং আল্লাহর দুষমনদের দখলদারির বিরুদ্ধে তাদের কোন যুদ্ধও নাই। এটি কোন ঈমানদারি?

হযরত ইব্রাহীম(আঃ)র আদর্শ

ঈমানের অর্থ শুধু মহান আল্লাহতায়ালার উপর বিশ্বাস নয়, তাঁর উপর পরিপূর্ণ ভরসাও। আর মহান আল্লাহতায়ালাকে যে ব্যক্তি সাহায্যকারি বন্ধুরূপে গ্রহণ করে সে কি কোন শত্রুকেও ভয় পায়? মহান আল্লাহতায়ালা যার পাশে দাঁড়ান তাকে কি কেউ সামান্যতম ক্ষতি করতে পারে? প্রকৃত মু’মিনের জীবনে ঈমান তাই একাকী প্রবেশ করে না, বিস্ময়কর সাহসও প্রবেশ করে। হযরত ইব্রাহীম (আঃ)র সাথে বিশাল বাহিনী ছিল না। নমরুদের বিশাল লোক-লশ্করের সামনে তিনি ছিলেন একা। কিন্তু একাই যুদ্ধ শুরু করেছিলেন স্বৈরাচারি নমরুদ ও তার বিশাল বাহিনীর বিরুদ্ধে। তিনি একাই ছিলেন বিশাল এক মিল্লাত বা জাতি –পবিত্র কোরআনে সে স্বীকৃতিটিও এসেছে মহান আল্লাহতায়ালা থেকে। শত্রুর বিশাল বাহিনীর বিরুদ্ধে তিনি বীরদর্পে ঘোষণা দিয়েছিলেন, “তোমদেরকে আমরা মানি না; তোমাদের ও আমাদের মাঝে শুরু হলো চিরকালের শত্রুতা ও বিদ্বেষ, যদি না ঈমান না আনো” –(সুরা মুমতাহানা, আয়াত ৪)। যারা আল্লাহতায়ালার করুণা ও জান্নাতের পুরস্কার চায়, তাদের জন্য হযরত ইব্রাহীম (আঃ)এর সে সাহসী ও সংগ্রামী আদর্শকেই অনুকরণীয় আদর্শ রূপে ঘোষণা দেয়া হয়েছে। আল্লাহর হুকুমের গোলামী ভীরু ও কাপুরুষের জীবনে আসে না। রাজনীতির স্রোতে ভাসা শিকড়হীন কচুরিপানা ও খড়-কুটোর চরিত্রেও আসেনা। ঈমান তো বেড়ে উঠে অকুতোভয় সাহসী মনে। মহান আল্লাহতায়ালার কাছে মু’মিনের পরিচয়টি হলো “আশাদ্দু আলাল কুফ্ফার ওয়া রুহামাঁও বায়নাহুম” অর্থাৎ “কাফেরদের বিরুদ্ধে কঠোর এবং পরস্পরে দয়াশীল”। হযরত ইব্রাহীম (আঃ) তো ছিলেন সে কঠোরতা, আপোষহীনতা ও সাহসীকতার প্রতীক। প্রতিটি মু’মিনের জন্য তিনি অনুকরণীয় আদর্শ। আল্লাহতায়ালার ঘোষণা, “তোমরা যারা আল্লাহ ও আখিরাতের প্রত্যাশা কর নিশ্চয়ই তাদের জন্য রয়েছে তাদের তথা ইব্রাহীম আঃ ও তাঁর অনুসারিদের মাঝে উত্তম আদর্শ। –(সুরা মুমতাহানা আয়াত ৪)। ইব্রাহীম (আঃ)এর জন্মভূমি ইরাকে তাঁরই পথ প্রদর্শিত ধরেছে সে দেশেরই কিছু সাহসী মু’মিন। তাদের জিহাদের পক্ষে একটি মুসলিম দেশও নাই। তাদের জনবল, অর্থবল ও অস্ত্রবলও নাই| তারপরও তারা যুদ্ধ ঘোষণা করেছে শুধু নূরী আল মালিকী বা বাশার আল আসাদের বিরুদ্ধে নয়, বরং সকল সাম্রাজ্যবাদি শক্তি ও তাদের ভৃত্যদের বিরুদ্ধে।

মানুষের যেমন খাদ্যপানীয়তে নেশা থাকে, তেমনি নেশা থাকে যুদ্ধবিগ্রহেও। মানব জাতির ইতিহাসের সিংহভাগ তাই যুদ্ধবিগ্রহের ইতিহাস। মার্কিনীরা সে নেশাতেই নিজ দেশ ছেড়ে বহু হাজার মাইল দূরের ইরাক ও আফগানিস্তানে ছুটে এসেছে। এবং মুসলিম দেশগুলোতেও যুদ্ধ ও রক্তক্ষয় যে হচ্ছে না -তা নয়। কিন্তু মু’মিনের জিহাদে যে পবিত্রতা থাকে এসব যুদ্ধে সেটি নেই। বরং বহু যুদ্ধ হয়েছে ভাষা, বর্ণ, ভূগোল, গোত্র ও দলভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। কোথাও কি যুদ্ধ হচ্ছে খেলাফত ও শরিয়তের প্রতিষ্ঠা এবং মুসলিম রাষ্ট্রগুলির একতা গড়ার লক্ষে? বাংলার মুসলিম ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধটি হলো একাত্তরে। কিন্তু সেটি ইসলামের প্রতিষ্ঠা বা মুসলমানের গৌরব বাড়াতে হয়েছে? সেটি হয়েছে ভারতের পৌত্তলিক কাফেরদের শুধু আঞ্চলিক শক্তি রূপে নয়, বিশ্বশক্তির মর্যাদা দেয়ার লক্ষ্যে। সেটি হয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে ক্ষুদ্রতর করার মধ্য দিয়ে। মুসলমানরা হাতে নিয়েছে কাফেরদের অস্ত্র। আর কাফেরগণ কি কখনো মুসলমানদের কল্যাণে অস্ত্র দেয়? বাংলার মাটিতে ইসলামের পক্ষের শক্তির কোমর ভাঙ্গা ও ইসলামবিরোধীদের প্রতিষ্ঠা দেয়ার কাজটি তো ভারত এভাবেই একাত্তরে অতি সফল ভাবে সমাধা করেছে। মুর্তিপুজারির জীবনে সবচেয়ে পূণ্যকর্মটি হলো পুতুল নির্মাণ ও পুতুল পুঁজা। তেমনি ইসলামের বিপক্ষশক্তির বড় অহংকারটি হলো রাষ্ট্রের অঙ্গণ থেকে ইসলামকে নির্বাসন ও মুসলিম শক্তির কোমর ভাঙ্গা। একাত্তরের যুদ্ধজয় নিয়ে তাই উৎসব শুধু ভারতীয় কাফেরদেরই নয়, বাঙালী সেক্যুলারিস্টদেরও।

বিকল্প নেই একতার

বিজয়ের পথে একতার বিকল্প নেই। ইউরোপীয়রা আজ একতাবদ্ধ, ফলে বিশ্বশক্তিও। তারা গড়েছে ইউরোপীয় ইউনিয়ন; এবং গড়তে যাচ্ছে ইউনাইটেড স্টেটস অব ইউরোপ। ভাষার বিভক্তি ভূলে ভারতীয় হিন্দুরাও জন্ম দিয়েছে ঐক্যবদ্ধ ভারতের। ইংরেজ, জার্মান, স্পানিশ, ফরাসী, ডাচ -এরূপ নানা ভাষাভাষীর মানুষে বাস উত্তর আমেরিকায়। কিন্তু তারা নিজ নিজ ভাষার পরিচয় নিয়ে মুসলমানদের ন্যায রক্তাত্ব যুদ্ধ লড়েনি। বরং জন্ম দিয়েছে একতাবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের। একতার বলেই তারা আজ বিশ্বশক্তি। অথচ এরূপ একতাবদ্ধ হওয়াটি তাদের উপর ধর্মীয় ভাবে ফরজ ছিল না। কিন্তু বিভক্তিকে আঁকড়ে ধরেছে মুসলমানগণ। অথচ ভাষা, বর্ণ, ভৌগলিক সীমানা ডিঙ্গিয়ে একতাবদ্ধ হওয়াটি ইসলামে ফরজ। সে হুকুমটি তো খোদ মহান আল্লাহতায়ালার। “লা তাফাররাকু” অর্থাৎ বিভক্ত হয়ো না সে হুকুমটিই এসেছে পবিত্র কোরআনে। বিভক্তি গড়া তাই আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ। তাই সেটি কবিরা গুনাহ। অথচ মুসলমানেরা স্বেচ্ছায় বেছে নিয়েছে কবিরা গুনাহর পথ। এ পথ তো আযাবের পথ। স্রেফ নামায-রোযায় কি এরূপ কবিরা গুনাহর আযাব দূর হয়? আজকের মুসলমানদের পতন ও পরাজয়ের মূল কারণ তো এ বিভক্তি। ফলে খেলাফত, শরিয়ত ও মুসলিম রাষ্ট্রগুলির একতা গড়ার লক্ষ্যে যে যুদ্ধ, তার চেয়ে পবিত্র যুদ্ধ আর কি হতে পারে? অতীতে ইসলামের বিজয় তো এ পথেই এসেছে। মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনের কোথায়ও কি ভাষা, বর্ণ বা ভূগোলের জন্য যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন? বরং নির্দেশ একতাবদ্ধ হওয়ার। এবং হুশিয়ার করেছেন অনৈক্যের বিরুদ্ধে।

মহান আল্লাহতায়ালা মু’মিনকে সংজ্ঞায়ীত করতে গিয়ে বলেছেন, “নিশ্চয়ই আল্লাহতায়ালা মু’মিনে জান ও মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা ইসলামের শত্রুদের হত্যা করে এবং নিজেরাও নিহত হয়।” –(সুরা তাওবা, আয়াত ১১১)। তাই মু’মিন হওয়া ও জান্নাত লাভের শর্ত হলো আল্লাহর কাছে নিজের জান ও মাল বিক্রয়ের প্রস্তুতি। সে প্রস্তুতি আল্লাহর পথে জিহাদের। আল্লাহর দ্বীনের বিজয় আসে তো এমন জিহাদের বরকতে। নামায-রোযা ও হজ-যাকাত পালনে লোকসংখ্যা যতই বৃদ্ধি হোক তাতে ইসলামের বিজয় আসে না। হজে প্রতিবছর ৩০ বা ৩৫ লাখ লোক যোগ দেয়। বিশ লাখের বেশী জমায়েত হয় তাবলিগ জামায়াতের ইজতেমাতে। কিন্তু সে সংখ্যা যদি ৩০ বা ৪০ কোটিতে গিয়ে পৌঁছে তাতে কি ইসলামের বিজয় আসবে? ইসলামের বিজয় কি কোন কালেও হজ, দোয়া বা ওয়াজের জমায়েতে এসেছে? সে জন্য তো মুসলমানদের জিহাদের ময়দানে ছুটতে হয়েছে। শত্রুদের পরাজিত করতে হয় তো রণাঙ্গণে। নবীজী (সাঃ) ও সাহাবায়ে কেরামকে তাই মসজিদের জায়নামায ছেড়ে বদর, ওহুদ, হুনায়ুনের ময়দানে ছুটতে হয়েছে। ইসলামের শত্রুগণ কি কখনো হজের বা তাবলিগের এজতেমায় এসে শক্তি পরিক্ষায় নামে?

সম্ভাবনার পথে

দুনিয়ার বুকে প্রায় ১৫০ কোটি মুসলমান। কিন্তু ইসলামের শত্রুগণ কি তাদের কাউকে শক্তি রূপে গণ্য করে? তাদের মতামতের কি গুরুত্ব আছে? জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কত বিষয়ে কত বৈঠক বসে। কোন সময় কি ১৫০ কোটি মুসলমানের কাউকে ডেকে কিছু জিজ্ঞেসা করা হয়? অথচ সোয়া ৬ কোটি ব্রিটিশ বা সাড়ে ৬ কোটি ফরাসীদের মতামত না নিয়ে জাতিসংঘে কোন সিদ্ধান্তই হয় না। এমন এক প্রেক্ষাপটে ইরাক ও সিরিয়ার প্রায় ৭ হাজার বা ১০ হাজার মোজাহিদ রাতারাতি বিশাল শক্তিতে পরিণত হয়েছে। ঝাঁকুনি দিয়েছে সমগ্র মধ্যপ্রাচ্যের মানচিত্র ধরে। ইরাকের সরকার তাদের মোকাবেলায় ব্যর্থ হয়ে ডাকছে শুধু মার্কিনীদের নয়, সকল সাম্রাজ্যবাদি শক্তিকে| জিহাদীরা বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছে খেলাফত, শরিয়ত ও মুসলিম রাষ্ট্রগুলিকে একতাবদ্ধ করার লক্ষ্যে জিহাদ ঘোষণা করে। আজকের মধ্যপ্রাচ্যের বিভক্ত মানচিত্রটি গড়া হয়েছিল পাশ্চাত্যের সাম্রাজ্যবাদি স্বার্থকে পাহারা দেয়ার জন্য। লক্ষ্য, তেল-গ্যাস লুন্ঠন ও ইসরাইলের নিরাপত্তা-বিধান। পাহারা দেয়ার সে কাজে তারা নিয়োজিত করেছে নিজেদের বিশ্বস্থ গোলামদের। এ বিভক্ত মানচিত্রে মুসলমানদের অকল্যাণ ছাড়া কোন কল্যাণ নেই। মুসলমানদের বিরুদ্ধে শয়তানের কৌশল বহু। কৌশল শুধু ইসলাম থেকে দূরে সরানো নয়, মূল কৌশলটি হলো, নানা বর্ণ, নানা ভাষা ও নানা ভৌগলিকতার নামে বিভক্ত করে তাদেরকে শক্তিহীন রাখা। ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্দান ও সৌদি আরবের মাঝে কোন কালেই বিভক্তির সীমারেখা ছিল না। জনগণের চলাচলে কোন কালেই কোন বাধা ছিল না। উমাইয়া খলিফাদের আমলে যেমন ছিল না, আব্বাসীয় খলিফাদের আমলেও ছিল না। ছিল না উসমানিয়া খলিফাদের আমলেও। সে সময় খেলাফত ছিল, শরিয়তের প্রতিষ্ঠা ছিল, এবং মুসলিম উম্মাহর একতাও ছিল। মাঝে মাঝে সরকারি উদ্যোগে তখন জিহাদের বিশাল বিশাল আয়োজনও হতো। একারণেই মুসলমানেরা তখন বিশ্বশক্তি ছিল। বিশ্বজুড়া ইজ্জতও ছিল। এখন কোনটাই নাই।

দশটি টাকা চুরি হলেও আফসোস হয়। অথচ মুসলমানদের যে এত কিছু ডাকাতি হয়ে গেল তা নিযে মাতম কই? কোন ঈমানদার ব্যক্তি কি এত কিছু হারানোর বেদনা নিয়ে স্থির থাকতে পারে? আনন্দচিত্তে কি ঘুমোতে পারে? মৃতব্যক্তির হাতপা কেটে নিলেও তা নিয়ে ব্যাথা-বেদনা থাকে না। তেমনি ঈমানের মৃত্যু হলে খেলাফত, শরিয়ত বা ইসলামি রাষ্ট্র বিলুপ্ত হলেও তা নিয়ে দুঃথ হয় না। ঈমান যে বেঁচে আছে তার আলামত স্রেফ নামায-রোযা নয়। বহু নামায-রোযা তো মুনাফিকের জীবনেও থাকে। বরং ঈমানের পরিচয় হলো, এত কিছু হারানোর মর্মবেদনা নিয়ে মাতম। ইসলামের পরাজয় নিয়ে প্রচন্ড দুঃখবোধ। তবে মু’মিন শুধু মাতম ও দুঃখবোধ নিয়ে বাঁচে না। বাঁচে হারানো গৌরব পুনঃপ্রতিষ্ঠার জিহাদ নিয়ে। মাতম ও দুঃখবোধ তখন প্রচন্ড শক্তিতে পরিণত হয়। সিরিয়া ও ইরাকের বহু হাজার মুসলমানদের মাঝে ঈমান যে এখনো প্রচন্ড ভাবে বেঁচে আছে তার আলামত হলো খেলাফত ও শরিয়ত প্রতিষ্ঠার এ জিহাদ। সে জাগ্রত ঈমান নিয়ে বিশ্বের নানা কোন থেকে হাজার হাজার মুসলমান যোগ দিচ্ছে জিহাদের ময়দানে। ঈমানের এ জাগরনের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইসলামের শত্রুশিবিরে এত ভয়। অপর দিকে মুসলিম বিশ্বজুড়ে দেখা দিয়েছে এক বিপুল সম্ভাবনা।

তথ্যসূত্রে:http://www.drfirozmahboobkamal.com/http://www.drfirozmahboobkamal.com/

বিষয়: বিবিধ

১৭০৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257559
২৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৫
মনসুর আহামেদ লিখেছেন : লেখকের গভীর পড়াশুনা রয়েছে।
২৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৭
201237
স্বপন২ লিখেছেন : আমিও আপনার সাথে একমত।
257574
২৪ আগস্ট ২০১৪ রাত ০১:২৭
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ স্বাগতম
257590
২৪ আগস্ট ২০১৪ রাত ০৩:২০
আবু সাইফ লিখেছেন : লেখকের প্রচুর পাঠাভ্যাস ও কলমচর্চা এবং বিশ্লেষণশক্তির ব্যাপারে আমার ভালো ধারণা আছে!

কিন্তু তিনি বোধ হয় এ লেখায় আবেগকে বেশী গুরুত্ব দিয়ে বসেছেন, যে কারণে দা্ওলাতে ইসলামিয়া ইরাক ও শাম (ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড সিরিয়া -সংক্ষেপে আইএসআইএস)এর ব্যাপারে বেঠিক উপসংহার টেনেছেন!

হয়তো মূল ছক থেকে আইএসআইএসএর খানিকটা বিচ্যূতি ঘটেছে এবং ইংগো-মার্কিন পোষ্যদের গায়ে আঘাত লেগেছে বলেই মুরুব্বীদের মাথাব্যথা ও হৈচৈ!

সময়ই বলে দেবে যে, আইএসআইএস একটি ইংগো-মার্কিন প্রজেক্ট যার উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে ইসলামী জাগরণের পথে বিভ্রান্তি ও বাধার পাহাড় খাড়া করা!

আল্লাহতায়ালাই ভালো জানেন!
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
201470
স্বপন২ লিখেছেন : আমি আপনার সাথে একমত না ।লেখক ৫০-৬০ বছর লেখালেখির পিছনে সময় দিয়েছেন। এখনও লিখে যাচ্ছেন।
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
201476
আবু সাইফ লিখেছেন : আমার সাথে একমত হওয়া জরুরী নয়!

আমার এ বাক্যটি বোধ হয় খেয়াল করেননি-
লেখকের প্রচুর পাঠাভ্যাসকলমচর্চা এবং বিশ্লেষণশক্তির ব্যাপারে আমার ভালো ধারণা আছে!

নিচের মন্তব্যগুলোও আমার মতের কাছাকাছি

নিজের জ্ঞান ও বিবেক দিয়ে বুঝতে চেষ্টা করি-
প্রকৃত বিষয় আল্লাহতায়ালাই ভালো জানেন
257618
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৭:৪০
বুড়া মিয়া লিখেছেন : আমি অবশ্য লেখকের লেখার ব্যাপারে যে খুব গভীরভাবে জানি তা না! তবে যেটা মনে হচ্ছে এখন – কুফুফারদের সাথে একবার হাত মিলিয়ে শিয়াদের পিছনে সুন্নীরা নামে, আবার শিয়ারা কুফুফারদের সাথে হাত মিলিয়ে সুন্নীদের পিছনে নামে! মুসলিমদের বড় দুইটা যে বিভক্তি – দুই দলেরই মোড়ল দেখা যাচ্ছে সেই কুফুফার-ই! খিলাফত এবং এরকম কিছু করার চান্স মনে হয় কুফফাররাই তাদের কিছু সময়ের জন্য দেয় মারার এবং মরার জন্য – সময়মতো একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছে!

আমার আরও মনে হচ্ছে – শিয়া এবং সুন্নী যতোদিন মিলতে না পারবে, ততদিন দুই দলই মাইর খেতে খেতে নিঃশেষ হতে হতে একটা মুসলিম দল না হওয়া পর্যন্ত কোন মুক্তি নাই এ থেকে!
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২২
201471
স্বপন২ লিখেছেন : একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছে! এটা বলা ঠিক না।
আপনি কখন ইরানে গিয়েছেন?শিয়া এবং সুন্নী
ব্যবধান কাছ থেকে জানতে পারতেন।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:০৬
201518
বুড়া মিয়া লিখেছেন : নাহ! ইরান এর বাস্তব অভিজ্ঞতা আমার নেই; পত্র-পত্রিকা, অন্যান্য মিডিয়া এবং আপনাদের কাছ থেকেই ঘটনা জেনে, আমি আমার অভিমত প্রকাশ করেছি; এমন বলেছি এ জন্য যে – যখন মাহদী(আঃ)-ইসা(আঃ) এর যুগ আসবে, তখন সমস্ত মুসলমান একটা দলই হবে; এ জন্যই মনে হয়েছে যতোদিন আমরা বিভেদ ধরে রাখবো – হয়তো বা মুক্তি নাই!

বাদ বাকী আল্লাহ ভালোই জানেন, আমার মত অবশ্যই ভুল হতে পারে।
257720
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪২
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আমিও মহান আল্লাহর কাছে প্রার্থনা করি , মুসলমানদের বড় একটা বিজয় আসুক, আর সেই আতংকে সাম্রাজ্যবাদিরা নিঃশ্ব হয়ে যাক । কিন্তু কেন জানি ভয় হয়, এদের সম্পর্কে যে ধরনের রিপোর্ট প্রকাশ হচ্ছে, আর তাই যদি সত্যি হয়,তাহলে মুসলিম বিশ্বের ইসলামি আন্দোলন ও দ্বীনি দাওয়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে । আরো অনেক বছর পিছিয়ে যাবে। কারন এরা এক একবার এক একটা তৈরি করে মুসলিম দের ধোকায় ফেলে দিয়েছে । আল্লাহ তুমি মুসলিমদের হক আন্দোলনকে বিজয় দান কর। ধন্যবাদ স্বপন২ ভাই .।।
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
201472
স্বপন২ লিখেছেন : বিশ্বের ইসলামি আন্দোলন ও দ্বীনি দাওয়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে। সব কিছু আল্লাহের
উপর ছেড়ে দেওয়া ভাল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File