বজ্রপাত
লিখেছেন লিখেছেন মেঘদূত ১৮ এপ্রিল, ২০১৩, ০৬:৪৮:৪৬ সন্ধ্যা
এক ঝড়ের দিনে খ্রিস্টান বিশপ তার গীর্জায় ছিলেন। এক অখ্রিস্টান মহিলা তার সামনে এল এবং দাঁড়িয়ে বলল, আমি খ্রিস্টান নই। নরকের আগুন থেকে আমার পরিত্রাণের উপায় কী?
বিশপ মহিলার দিকে তাকালেন এবং বললেন, না, যারা পানি ও আত্মা দীক্ষিত করেছে, শুধু তাদেরই পরিত্রাণ হয়। এ কথা শেষ হতে না হতেই গীর্জার উপর বজ্র পড়ল এবং গীর্জাজুড়ে আগুন ছড়িয়ে পড়ল।
শহরের মানুষ ছুটে এল। তারা মহিলাকে বাঁচাতে পারল, কিন্তু বিশপকে বাঁচাতে পারল না। বিশপ, আগুনের খাদ্য হয়ে গেল।
“যাযাবর “
কাহ্লিল জিবরান
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন