বাংলাদেশে চলমান গণহত্যার সমান্তরালে গুপ্তহত্যা

লিখেছেন লিখেছেন নাবিল ১০ মার্চ, ২০১৩, ০৪:৩৯:১৪ বিকাল

গুপ্তহত্যা শুরু হয়েছে। যেহেতু পুলিশ কিছু জানেনা, পুলিশকে বিশ্বাসও করা যায় না, সুতরাং সবার আগে দেখতে হবে বেনিফিশিয়ারী কে বা কারা।

খেয়াল করার মতো বিষয় হলো, যারা মারা যাচ্ছে তারা কিন্তু সরাসরি লীগের লোক বা লীগের সক্রিয় লোকের আত্মীয় না। তারা হলো সহযোগী বাম সংগঠনের বলির পাঠা। তাই বামদের উচিত নিজ প্রাণ বাঁচানোর স্বার্থেই এসব হত্যার সত্যিকার খুনীদের খুঁজে বের করার চেষ্টা করা।

আমি কেবল আশা করতে পারি নারায়নগঞ্জের রফিউর রাব্বি চাইবেন তাঁর ছেলেকে যারা সত্যি খুন করেছে তাদের শাস্তি। আমি বিশ্বাস করি, কোন মানুষ এতো নিচ হতে পারেনা যে রাজনৈতিক এজেন্ডা পূরণের জন্য অন্ধ হয়ে যারে তারে দোষারোপ করবে না।

আমি কেবল আশা করি আহমদ ইমতিয়াজ বুলবুল তাঁর ভাইয়ের সত্যিকার খুনীদের চিহ্নিত করতে চেষ্টা করবেন। রাজনৈতিক প্রতিহিংসায় অন্ধ হয়ে আপন ভাইয়ের খুনীদের কোন সুযোগ দিয়ে পার পেয়ে যাওয়ার অবকাশ দেবেন না।

আমার বিশ্বাস, মানুষ এত ছোটলোক হতে পারে না যে নাম যশ বা প্রতিপত্তি বা দলীয় স্বার্থ এসবের জন্য স্বজনের রক্তের সাথে বেঈমানী করবে।

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File