হিমালয়ের দেশে (ধারাবাহিক ভ্রমণকাহিনী, পর্ব-১)

লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুর রহমান তারিক ০৩ মার্চ, ২০১৩, ০২:১৫:৪১ দুপুর

মনে বাজে হিমালয়, এভারেস্ট

মুসা ইব্রাহীম যখন প্রথম বাংলাদেশী হিসেবে হিমালয়ের সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করে এলেন পুরো দেশে হৈ চৈ পড়ে গেল। ছোট বেলায় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মুখস্থ করতে করতে মুখে কত ফেনা তুলেছি তার ইয়ত্তা নেই। হিমালয়ের দেশ নেপাল, এভারেস্টের দেশ নেপাল। মনে সাধ ছিল একবার ঘুরে আসার। গত এপ্রিলে একদিন আমার ইউনিভার্সিটির ক্লাসমেট এবং বর্তমানের কলিগ যোবায়ের ভাই এসে আমার অফিসে উপস্থিত। জানালেন, ট্যুরিজম মেলা ২০১২ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বিভিন্ন আন্তর্জাতিক রুটে টিকেটের উপর ২৫% ছাড় দিচ্ছে। এই ঢাকা শহরে কত সব বিচিত্র মেলার আয়োজন হচ্ছে তার ক‌টার খবর ক‌‌‌'জনে রাখে বা রাখা সম্ভব! ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং একুশের বই মেলা মোটামোটি অনেকের কাছেই পরিচিত। এর বাইরে আরো কত মেলা! কোন সময় খোঁজ-খবর নেয়া হয় না। ভাবলাম এই লেখা উপলক্ষ্যে একটু খোঁজখবর নিয়ে দেখি দেশে কতরকম মেলা বসে। খোঁজ নিতে গিয়ে তো আমার অবাক হওয়ার পালা। জানা গেল, দেশের প্রতিটি জেলায় সারা বছর জুড়ে কোন না কোন উপলক্ষ্যে মেলা বসে। মেলা গুলো একদিন, তিনদিন, ৭ দিন কিংবা মাসাধিককাল ধরেও চলে। সারা বছর জুড়েই মেলা থাকে। এই সব মেলার প্রধান আকর্ষন এক স্থানে অনেক প্রতিষ্ঠান, অনেক পন্য পাওয়া যায় আর মেলায় থাকে বিশেষ আকর্ষনীয ও হ্রাসকৃত মূল্যের পণ্য কেনার সুবিধা। গার্মেন্টস মেশিনারি ও প্রযুক্তি মেলা, লোক ও কারুশিল্প মেলা, প্লাস্টিক মেলা, সফ্টওয়্যার মেলা, জাতীয় বাউল মেলা, ফার্নিচার মেলা, পোল্ট্রি মেলা, নির্মাণ সামগ্রী মেলা, বৈশাখী মেলা, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা, ুদ্র ও মাঝারি শিল্প মেলা, জাতীয় বৃ মেলা, বস্ত্র ও তাত শিল্প মেলা, ডিজিটাল উদ্ভাবনী মেলা, জাতীয় নদী মেলা, বৈদ্যুতিক পণ্য ও প্রকৌশল মেলা, আয়কর মেলা, কৃষি মেলা, পর্যটন মেলা, লালন মেলা, আইসিটি মেলা, বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপজিশন (বাটেক্সপো), রিহ্যাব ফেয়ার/আবাসন মেলা, প্রজাপতি মেলা, আদিবাসী মেলা, এস এম ই মেলা, কম্পিউটার সিটির মেলা, ল্যাপটপ মেলা, মোবাইল মেলা ইত্যাদি মেলা (অনেক) রকমের মেলা। (মেলা বিষয়ে আগ্রহীগণ মুক্তবাংলার ব্লগার হাফিজের সাথে যোগাযোগ করতে পারেন। (httphttpClick this link) কবে জানি আবার শুনব বসবে জামাই মেলা, বই মেলা, বিবাহ মেলা। আলু মেলা, পটল মেলা ইত্যাদির আয়োজনও হতে পারে। যোবায়ের ভাই যখন খবরটি আমাকে জানালেন ট্যুরিজম মেলার তখন আর একদিন বাকি। শুভ কাজে দেরি করতে নেই। সুযোগ জীবনে বার বার আসে না। তাই দুজনে দৌড়ালাম হোটেল রূপসী বাংলায় খোঁজ খবর নেয়ার জন্য। মেলায় ঢুকতে প্রবেশ মুখেই বাংলাদেশ বিমানের সুদৃশ্য প্যাভিলিয়ন। খবর মিথ্যা নয়। বিমানের সব আন্তর্র্জাতিক রুটে টিকেটে ২৫% ছাড়। ব্যস্! বর্শিতে আটকে গেল মাছ। সিদ্ধান্ত হয়ে গেল নেপালে যাওয়ার।

বিষয়: বিবিধ

১৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File