*****পারলে ঠেকা*****

লিখেছেন লিখেছেন দুরন্ত ঈগল ০৬ এপ্রিল, ২০১৩, ০১:৪১:৫৯ রাত

জামাত-শিবির হরতাল ডাকে,লাইন উপড়ে ফেলে কিন্তু ট্রেন চলাচল তারপরেও স্বাভাবিক থাকে।

অথচ আজ হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চে নাশকতার আশংকায় ঢাকাগামী ১০টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। বুঝলাম না এই হিজড়া সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো কবে থেকে এতো 'দুর্ধর্ষ' হলো।তিন স্তর বিশিষ্ট পুলিশি নিরাপত্তা বেষ্টনীর বাইরে যাদের নেতা ইমরান সরকার যাইতে ভয় পায়,চট্রগ্রাম যাইতে গিয়ে ফেনী হতে ঘুরে আসে তারা নাকি আবার রেলে নাশকতা করতে পারে।এতো বড় জোকস মনে হয় না একবিংশ শতাব্দীতে আর কেহ শুনিয়াছে।

আরও একটি মজার বিষয় হলো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো কিন্তু ঠিকই স্ব-স্ব গন্তব্যে পৌছাবে।তাহলে ঢাকা থেকে ট্রেন ছেড়ে গেলে নাশকতা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু সেই একই সময়ে অন্যান্য যায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছাড়লে সমস্যা।

শালারা মনে করেছে আমরা তো আবাল কিছু বুঝি না,তারা এই কাজটা করেছে যাতে হেফাজতের লক্ষাধিক মানুষ ঢাকা যেতে না পারে।

তবে শুনে রাখ হে কাঙালের দল,

কুমিল্লা থেকে হেঁটে হাজারো মানুষ ঢাকার পথে

ফেনী থেকে ৪০ হাজার মুসল্লি ঢাকার পথে

হাটহাজারীর ৪০ হাজার মুসল্লি ঢাকায়

বগুড়া থেকে হেফাজতের ‘শহীদ ব্রিগেডের’ ১৫০ জন ঢাকায়

চট্রগ্রামের ওয়াসা মোড়ে বানানো হয়েছে ইসলামি মঞ্চ।

একটা কথাই বলবো শাহবাগে পুলিশ প্রহরায় ও প্রশাসনের সহযোগিতায় চলছে নৃত্তন-কুণ্ডন।

আর হেফাজতে ইসলামের দিকে তাকিয়ে দেখ,কথা একটাই "পারলে ঠেকা"



বিষয়: রাজনীতি

১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File