ইমাম শাফিয়ী যখন বিরহী প্রেমিকদের ডাক্তার!

লিখেছেন লিখেছেন দেশের ছেলে ১১ জুন, ২০১৪, ০৪:১৩:১৬ বিকাল

এক বিরহী প্রেমিক ইমাম শাফিয়ীর (রহ.) কাছে প্রেমপীড়ার সমাধান চেয়ে চিঠি পাঠালো। চিঠিতে নিম্নের কবিতা পঙতিটি লিখা ছিল:

سـَـلِ المُفتِــي المكـيّ مِـنْ آل هَاشـم

إذا اشتـدَّ وَجدٌ بالفتى ماذا يصنع؟

মক্কী, হাশিমী বংশের মুফতী (ইমাম শাফিয়ী) কে জিজ্ঞেস করো। কোন প্রেমিক যুবক বিরহ-কষ্ট সহ্য করতে না পারলে, কী করবে?

উত্তরে ইমাম শাফিয়ী লিখলেন:

يٌــداوِي هَــوَاه ثُــمّ يَكتُـــمُ وَجْـــدَه

ويَصبِــر فـــي كــلِّ الأمـور ويَخضَـــع

প্রবৃত্তিকে দমনের সর্বোচ্চ চেষ্টা করবে। এবং প্রেমের উম্মদনা লোকচক্ষুর আড়ালে রাখবে। (এরূপ) প্রত্যেক বিষয়ে ধৈর্যধারণ করবে এবং আল্লহ তা'য়ালার বিধানের অনুসরণ করে চলবে।

উত্তর পেয়ে যুবক পুন:রায় লিখলো:

فَكيفَ يُداوِي وَالهوى قَاتِلُ الفَتَى

ُوفـــي كـــلِّ يـــومٍ غُصَّــــة يَتَجَـــرَّع

কিভাবে সে প্রবৃত্তিকে দমন করবে বলুন?

অথচ বিরহ-ব্যাথা তাকে খুঁড়ে খাচ্ছে! এবং প্রতিদিন তাকে বিরহের তিক্ত স্বাদ নিতে হচ্ছে!

উত্তরে ইমাম শাফিয়ী (রহ.) লিখলেন:

فَإِنْ هُو لـمْ يَصبـِـر علــى مـــا أَصابَــه

ُفليــس لــه شيـئ سِوَى الموت أَنْفَع

(বিরহের কঠিন যাতনা) যদি সে সহ্য করতে না পারে। তবে আমার কাছে তার জন্য উত্তম একটি ব্যবস্থা রয়েছে। আর তা হলো: মৃত্যু!

পুনচ: বিরহ থেকে বাচার উত্তম ব্যবস্থা হচ্ছে মৃত্যু। যেমনটা ইমাম শাফিয়ী রহ. উত্তরে বলেছেন। এর অর্থ এ নয় যে, ইমাম বিরহী প্রেমিকদের আত্মহত্যার অনুমোদন দিয়েছেন। বরং এখানে প্রশ্ন-উত্তর উভয়টি ছিল, কবিদের পরস্পরের মধ্যে চলমান মুসাজালাত বা উপস্থিত বুদ্ধি পরিক্ষা। তাই ভুল বুঝার কারণ নেই।

বিষয়: বিবিধ

১৪৮৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233768
১১ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
আবদুস সবুর লিখেছেন : কবিদের ব্যবহৃত শব্দের সরাসরি পরিভাষা গ্রহন করলে বিপদ আছে !!!

ধন্যবাদ।
১১ জুন ২০১৪ বিকাল ০৫:২২
180384
দেশের ছেলে লিখেছেন : আসলেই তাই। আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
233791
১১ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ জুন ২০১৪ বিকাল ০৫:৩৭
180394
দেশের ছেলে লিখেছেন : জেনে প্রীত হলাম জনাব। আপনাকেও আন্তরিক শুকরিয়া।
233799
১১ জুন ২০১৪ বিকাল ০৫:৪৬
হতভাগা লিখেছেন : বিবাহপূর্ব প্রেম কি ইসলাম সমর্থন করে ?
১১ জুন ২০১৪ বিকাল ০৫:৫৬
180408
দেশের ছেলে লিখেছেন : নাতো।
১১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০১
180411
দেশের ছেলে লিখেছেন : নাতো। তাইতো ইমাম বলেছেন: " আল্লাহ তা'য়ালার বিধানের অনুসরণ করে চলবে।"
233968
১১ জুন ২০১৪ রাত ১১:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিরহ যাতনা ভুলার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আরেকটি প্রেমে পড়া!
১২ জুন ২০১৪ রাত ১২:২৪
180614
ভিনদেশী লিখেছেন : দ্বিতীয় ভুলার জন্য তৃতীয়টি। এভাবে চলতে থাকবে! হাহাহাহা।
234196
১২ জুন ২০১৪ দুপুর ০৩:১২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আত্মহত্যার অনুমোদন দেন নাই ঠিক...... তবে কি রাস্তাটা দেখিয়ে দিলেন্না?....... আর আপনিইবা কি বুঝাতে চেয়েছেন, কি মেসেজ দিতে চাইলেন এই পোস্ট দিয়ে তা ঠিক বুঝতে পারলাম না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File