মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা Love Struck Good Luck Rose ( পর্ব- ২৫) প্রবাসীর প্রবাস যদি হয় সর্বনাশ

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ আগস্ট, ২০১৬, ০৩:৩০:১৮ রাত

null

মায়ের স্বর্ণ বন্ধক রেখে, ফসলের জমি বিক্রি করে, ঘরের ভিটে বন্ধক রেখে ছেলে আসে প্রবাসে। প্রবাসে কেউই আনন্দ করার জন্য আসেনা বরং শারীরিক পরিশ্রমের মাধ্যমে সচ্ছল হওয়ার জন্য আসে।

প্রবাসীর প্রবাস যদি হয় সর্বনাশ তাহলে আর উপায় নেই। ছেলে প্রবাসে পাঠিয়ে প্রবাসীর পরিবার নিশ্চিন্তে দিনযাপন করা একদম উচিৎ নয়। প্রবাসী সন্তানের জীবনযাপন সম্পর্কে তদারকি করতে হবে। বর্তমান আধুনিক বিশ্বে দেশ থেকে প্রবাসীর তদারকি করা আহামরি কিছু নয়।

এসব কথা লিখার একমাত্র কারণ মদপান করা কিছু প্রবাসীর ঘৃণিত জীবনযাপন নিজ চোখে দেখে খারাপ লেগেছে। কিছু যুবক প্রবাসে এসে মদপান করে রক্তের বিনিময়ে উপার্জিত টাকা নষ্ট করে দিচ্ছে।' বিয়ার ' নামের ড্রিংক দিয়ে নেশার প্রথম শুরু করে । এমন কিছু প্রবাসী আছে বিয়ার পানে বাধা দিতে চাইলে বলে এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। আরো বলে বিয়ার এটা একটা স্টাইল। বিয়ারের পরেই শুরু হয় ফেন্সিডিল, ইয়াবা, বিদেশী মদ। মদপান করে শুধু নিজের শারীরিক ক্ষতি করছেনা সাথে পরিবারের জন্য কষ্টের কারণ হচ্ছে। পরিবারের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিচ্ছে। নিজের রক্তের সাথে বেইমানি করে যাচ্ছে। পাশাপাশি বিদেশের মাটিতে দেশের নাম খারাপ করা হচ্ছে।

বলা বাহুল্য নেপাল এবং ভারতীয়রা তাদের সংস্কৃতির একটি অংশ মনে করে মদপান করা। প্রবাসে এসেও তারা তাদের বস্তাপচা সংস্কৃতি লালন করে যাচ্ছে। আর এই বস্তাপচা সংস্কৃতির লালনকারী নেপালি এবং ভারতীয় মদ্যপায়ী ব্যক্তিদের সাথে অতিরিক্ত মাখামাখির ফলে কিছু বাংলাদেশী প্রবাসীরা নেশাখোর হচ্ছে। তবে এটাও সত্য যে, কিছু বাংলাদেশী ভাই দেশ থেকেই মদপানে আসক্ত।

অল্পসংখ্যক মদ্যপায়ী প্রবাসির জন্য সকল প্রবাসীর দুর্নাম মেনে নেওয়া যায়না। পারিবারিক তদারকীর মাধ্যমে, প্রবাসী কমিউনিটির সঠিক পদক্ষেপের মাধ্যমে মদপান থেকে সরিয়ে আনতে হবে প্রিয় জন্মভূমির প্রিয় মানুষদের। দেশের সম্মান রক্ষার্থে, দেশীয় ভাইকে নেশার হাত থেকে বাঁচাতে সকল সচেতন প্রবাসীকে এগিয়ে আসতে হবে। কথার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে বুঝাতে হবে মদপানের কুফল।

" প্রবাসী প্রবাসী ভাই ভাই

সুন্দর পরিবেশে থাকতে চাই "

বিষয়: বিবিধ

১২৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376212
১৪ আগস্ট ২০১৬ সকাল ১১:০৬
দ্য স্লেভ লিখেছেন : দারনু মাশাআল্লাহ। সুন্দর লিখেছেন
376218
১৪ আগস্ট ২০১৬ দুপুর ০১:৩১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সত্যি দুঃখজনক
376226
১৪ আগস্ট ২০১৬ দুপুর ০২:১১
কুয়েত থেকে লিখেছেন : বিয়ারের পরেই শুরু হয় ফেন্সিডিল ইয়াবা বিদেশী মদ তার পরেই ওরা শয়তানের চেলা হয়ে যায়। ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ
376241
১৪ আগস্ট ২০১৬ বিকাল ০৫:০৮
কাব্যগাথা লিখেছেন : গোলাপে কাঁটা থাকবেই|
কাজ যার যার,
পরিণতি তার তার |
কিছু নেই শঙ্কার !
376276
১৪ আগস্ট ২০১৬ রাত ১১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। দেশে থাকতেই উপযুক্ত শিক্ষা না পেলে এমন হওয়া স্বাভাবিক।
376278
১৫ আগস্ট ২০১৬ রাত ১২:২৬
তবুওআশাবা্দী লিখেছেন : আমেরিকাতেও আঠারো/ বিশ বছরের বাংলাদেশের ছেলেরা পড়তে এসে স্টোর থেকে বিয়ার কিনছে সেটা আমি দেখেছি | আমি বেশ কিছু আগের কথা বলছি | তখন বাংলাদেশেও কোথাও প্রকাশ্যে মদ বিক্রি হতো না | কিন্তু তখনই বাংলাদেশ থেকে এখানে এসে ছোট ছোট ছেলেরা বিয়ার কিনছে এটা দেখেছি | কিছু মানুষের নষ্ট হয়ে যাওয়া কেউ মনে হয় কখনো থামাতে পারে না | এটা নিয়ে মন খারাপ আর হয় না এখন | ভালো লাগলো অনেক ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File