আমাদের চারপাশ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ আগস্ট, ২০১৬, ০২:৫৯:৪৯ দুপুর
সমাজকে সুশৃঙ্খল করার জন্য প্রথমেই ঐক্যের ডাক আবশ্যক। গ্রাম - গঞ্জ, শহর - বন্দর, পাড়া - মহল্লার মধ্যে ঐক্য বিরাজ করলে অশান্তি প্রবেশ করতে পারেনা। কিন্তু বর্তমান সময়ে শুধু শহরে নয় পল্লীতেও ক্ষমতারোগ বিচরণ করছে মানুষের মনে। সেই ক্ষমতা হতে পারে আর্থিক, সামাজিক কিংবা রাজনৈতিক। মনের পশু জাগলেই দেখা দেয় অপরাধ করার প্রবণতা ।অশান্ত সমাজে মাথাচাড়া দিয়ে গতি পায় হিংসা। হিংসার কবলে মন মজে গেলে যা হবার তাই হচ্ছে। শান্ত পরিবেশ হচ্ছে অশান্ত, ভাতৃত্ব হারিয়ে যাচ্ছে, একে অন্যের প্রতি মায়া মহব্বত পালিয়ে যাচ্ছে।
মানসিক, শারীরিক ক্ষতিসাধন করা হচ্ছে হিংসার চূড়ান্ত ফলাফল। সেই ক্ষতি প্রাণনাশের পর্যায়ও হতে পারে। হিংসার ফলে বা ক্ষমতার অপব্যবহারের ফলে মানুষ হয়ে যায় হিংস্র। তখন শুরু হয় মারামারি, কাটাকাটি, খুনাখুনি নষ্ট হয় সমাজের সুন্দর পরিবেশ, এবং শুরু হয় অন্যায়ের প্রতিযোগিতা।
আফসুসের বিষয় হচ্ছে মানুষ ভুলে যায় সময় বদলায়। একটি গ্রামকে বা একটি পরিবেশকে অশান্তের পরিণাম কিন্তু ভালো হয়না। কারো ক্ষতিসাধন করে কোনো লাভ হয়না। কারো সন্তানকে এতীম করে কিছু পাওয়া যায়না বরং আগামীর জন্য খারাপ পরিবেশ নিজের করে যত্বন করে রাখা।
আমরা চাই একটি সুন্দর গ্রাম, শহর বা সমাজ, একটি আদর্শিক পরিবেশ । সমাজের সবাই ঐক্যবদ্ধ ভাবে সমাজের পরিবেশ শান্তিময় করার লক্ষে কাজ করা সময়ের দাবি। যে বা যারা সমাজের পরিবেশ নষ্ট করতে চায় তাদের প্রতিহত করা সবার দায়িত্ব । রাজনৈতিক, সামাজিক মতপার্থক্য আলাদাভাবে রেখে নিজের চারপাশ সুন্দর করে সাজানো আমাদের নৈতিকতার অন্যতম একটি। কারো সন্তানের মুখের মলিন মুখ নয়, কারো সন্তানের বুকফাটা আর্তনাদ নয়, কারো বাবা -মায়ের যন্ত্রণাদায়ক চিৎকার নয় আমরা চাই সবার মুখের হাসি।
বিষয়: বিবিধ
১০৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, দোয়া করি স্বপ্ন সত্য হোক
জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন