স্বাধীন রাষ্ট্র কাশ্মীর
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ আগস্ট, ২০১৬, ০৪:২৮:১৬ রাত
মরছে মরুক কাশ্মীরে
আমরা আছি শান্তিতে।
মারছে মানুষ জালিমে
আমরা আছি নীরবে।
মানবতা নেই বিশ্বতে
তাতে কি যায় আসে?
ব্যস্ত আছি তাঁবেদারিতে
কি লাভ সত্য জেনে?
কাশ্মীরের বোন কাঁদছে
প্রাণের স্বামী হারিয়ে।
শিশুরা সব পথেঘাটে
মা বাবাকে হারিয়ে।
স্বাধীন রাষ্ট্র কাশ্মীর
নয়তো ভারত কিংবা পাকিস্তানীর।
বিশ্ব দেবে সমর্থন
এই আশায় কাশ্মীরের জনগণ।
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জাতিসংঘ পারতো এখানে গণভোটের আয়োজন করতে যেখানে কাশ্মীরের জনগনই বেছে নেবে তারা কি চায় ।
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন