নিশ্চয় কষ্টের পর স্বস্তি আসবে

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ আগস্ট, ২০১৬, ০৮:১৮:২১ রাত

কষ্ট পেয়ে ভয় পাওয়ার কিছু নেই।বরং নিজের মনকে আনন্দের সংবাদ দিয়ে শান্ত রাখা ভালো। আনন্দের সংবাদ মহান আল্লাহ কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন যে, নিশ্চয় কষ্টের পর স্বস্তি আসবে।

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا, إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ( সূরা আল - ইনশিরাহ ৫,৬ )

মহান আল্লাহ যেখানে কষ্টের পর স্বস্তির নিশ্চয়তা দিয়েছেন সেখানে কষ্টের স্টিম রোলারের নিচে পৃষ্ট হলেও ঈমানদার কখনো হতাশ হবেনা। দুর্বল ঈমান থাকলে কষ্ট পেয়ে ভয় পাবে। কষ্টের পাহাড় দেখে মহান রবের আরশের শান্তির কথা ভুলে যাবে। অন্যতায় জুলুমের চূড়ান্ত রুপ দেখেও হতাশ হবেনা।

দুনিয়ার কোন কষ্ট চিরস্থায়ী নয়। সামাজিক, পারিবারিক, মানসিক, শারীরিক, কষ্টের স্তর যেখানেই থাকুক সমাপ্তি হবেই হবে এমনটাই বলা হয়েছে। উক্ত আয়াত থেকে আমরা আরো জানতে পারলাম কষ্ট করেই কেবল স্বস্তি পাওয়ার মনোবাসনা জাগাতে হয়। কষ্টের মাধ্যমেই শান্তির সন্ধান করতে হবে।

আমরা জানি আমাদের নবী রাসুলদের কষ্টের ইতিহাস।সুতরাং আমরা কষ্ট পেয়ে থমকে যাওয়ার কিছুই নেই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে একই ভাবে কষ্টের পর স্বস্তি আসবে। বিপদ - আপদ মহান রবের পরিক্ষা সরূপ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই স্বস্তি পাওয়া সম্ভব।

তবে কষ্টকে শান্তিতে রূপ দিতে চাইলে ঈমান মজবুদ করতে হবে। মহান রবের প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে।

বিষয়: বিবিধ

১৮১১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375875
০৪ আগস্ট ২০১৬ রাত ১০:২০
কুয়েত থেকে লিখেছেন : কষ্টের পাহাড় দেখেও মহান আরশের মালিকের শান্তির কথা ভুলে যাবে না। এবং জুলুমের চূড়ান্ত রুপ দেখেও হতাশ হবেনা। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
375879
০৪ আগস্ট ২০১৬ রাত ১০:৪০
তবুওআশাবা্দী লিখেছেন : মনটা ভালো হয়ে গেলো আপনার লেখাটা পড়ে|ধৈর্য ধরে আছি দেশের অনেক ঝামেলা কাটিয়ে আল্লাহ নিশ্চই স্বস্থির দিন ফিরিয়ে দেবেন|অনেক দিন পর লিখলেন মনে হলো|আশাকরি ভালো আছেন|এবার রোজা নিয়ে আমার একটা লেখায় আপনার কথা লিখেছিলাম|অনেক ধন্যব্যাদ লেখাটার জন্য|
375883
০৪ আগস্ট ২০১৬ রাত ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। সবর একজন মুমিনের প্রধান অস্ত্র।
375895
০৫ আগস্ট ২০১৬ রাত ০১:৪৬
আফরা লিখেছেন : কষ্টের সময় গুলো দীর্ঘ মনে হয় কিন্ত আল্লাহর প্রতি আটুট বিস্বাস রেখে আমাদের চেষ্টা ও সবুর করতে হবে ।অবশ্যই কষ্টের পর স্বস্তি আসবেই । ইনশা আল্লাহ !

ধন্যবাদ ভাইয়া ।
375900
০৫ আগস্ট ২০১৬ সকাল ০৬:৩৮
ফারদিন ইসলাম লিখেছেন : নিশ্চয় কষ্টের সাথে স্বস্থি রয়েছে ! আল্লাহ আমাদের সহায় হোন !
375908
০৫ আগস্ট ২০১৬ সকাল ১১:০৫
দ্য স্লেভ লিখেছেন : নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি,মুমিনদের জন্যে হতাশার কোনো সুযোগ নেই। দৃঢ়পদ হতে হবে আল্লাহর পথে
375916
০৫ আগস্ট ২০১৬ দুপুর ০৩:২৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহতুল্লাহি ওয়া বারাকাতাহু।

অনেক দিন পর গুরুত্বপূর্ণ ও উপকারী একটি প্রাণ শীতল করা লিখা নিয়ে হাজির হওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
375919
০৫ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৫৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

তাদের ওপর নেমে এসেছিল কষ্ট-ক্লেশ ও বিপদ-মুসিবত, তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল ৷ এমনকি সমকালীন রসূল এবং তাঁর সাথে যারা ঈমান এনেছিল তারা চীৎকার করে বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে!!অবশ্যিই আল্লাহর সাহায্য নিকটেই ৷


সমকালীন রসূল পর্যন্ত কষ্ট ও অস্থিরতা প্রকাশ করেছেন!!
যদিও আল্লাহতায়ালার ওয়াদা সত্য!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
375926
০৫ আগস্ট ২০১৬ রাত ০৯:৩৩
জেদ্দাবাসী লিখেছেন : “ তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” (সূরা আল-ইমরান, আয়াত-১১০)
“ তার চেয়ে ভাল কথা আর কি হতে পারে, যে মানুযকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে যে, আমি সাধারণ মুসলমানদের মধ্য হতে একজন। (সূরা হা মীম সিজদা আয়াত-৩৩)

collected

জাযাকাল্লাহ খায়ের।

১০
375974
০৭ আগস্ট ২০১৬ সকাল ০৮:৪৮
হতভাগা লিখেছেন : ইন্নাল্লাহা মা'আছ্‌ছোয়াবেরিন
১১
375981
০৭ আগস্ট ২০১৬ দুপুর ১২:৩৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জীবনে কষ্ট না করলে সুখের মরযাদা বুঝা যায় না। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File