জুনাইদ এবং নুরুল্লাহ দুজনই আমাদের ভাই
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ এপ্রিল, ২০১৬, ০৬:৪২:১৭ সকাল
জুনাইদ অন্যায় করেছে যা দিনের আলোর মত পরিষ্কার। জুনাইদ যেদিন ছিল জালিম নুরুল্লাহ সেদিন ছিল মজলুম। নুরুল্লাহ মজলুম ছিল বলেই দেশ ছিল তার পক্ষে। দেশের জনগণ, মজলুম নুরুল্লাহ, সর্বোপরি ন্যায়ের পক্ষে রায় দিয়েছে দেশের আদালত। ১৪ বছরের জেল হয়েছে যুবক জালিম জুনাইদের। ন্যায় বিচার পেয়েছে মজলুম নুরুল্লাহ।
জুনাইদের অন্যায়ে আমরা কেউ দায় এড়িয়ে যেতে পারিনা। সমাজের দুষ্ট পরিবেশ জুনাইদের অন্যায়ের জন্য কম দায়ী নয়। তার পরিবার, শিক্ষক,স্বজন কেউ এড়িয়ে যেতে পারেননা এই অন্যায়ের দায়ভার। নুরুল্লাহের উপর প্রতিটি কিল - ঘুসি আমাদের সবার পক্ষ থেকে জুনাইদ মেরেছে।
জুনাইদের শাস্তি হয়েছে আমাদের নারাজ হওয়ার কিছু নেই বরং স্থানীয় প্রশাসন এবং আদালতকে ধন্যবাদ দেওয়া জরুরি। কিন্তু জুনাইদ আমাদেরই ভাই। সে যুবক বা কিশোর যে বয়সেরই হোক সে কিন্তু ছাত্র। জুনাইদের অপেক্ষাকৃত ভবিষ্যৎ এখন অন্ধকার। আমরা ( সমাজ, রাষ্ট্র, আদালত) যদি চাই আমাদের এই ভাইটিকে কিছুটা ছাড় দিতে পারতাম, তবে বাধ্যতামূলক নয়।
মহামান্য আদালত, শিক্ষা মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, শিশু কিশোর অধিদফতর চাইলে জুনাইদকে জেলের ভেতরেই মানুষ হিসেবে তৈরি করতে পারে। নতুবা শাস্তি কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারেন তাও বাধ্যতামূলক নয়। শুধু মাত্র আমি এই সমাজের অংশ সে জন্য জুনাইদের অপরাধ সামান্য হলেও আমার গায়ে লাগে। আর গায়ে লাগে বলেই হয়তো আবেগ থেকে অহেতুক ফেসবুক পোস্ট দিলাম। জুনাইদের মত আর কোন ভাইকে এমন অপকর্মে দেখতে চাইনা। আমরা আমাদের জুনাইদদের সঠিক পথের পথিক হিসেবে দেখতে চাই। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত জুনাইদদের জন্য ভালো পরিবেশ তৈরি করার দায়িত্ব। আমরা যদি প্রতিটি সেক্টরে দায়িত্বের সাথে কাজ করি ইনশাল্লাহ জুনাইদ জালিম নয় জুনাইদ বন্ধুকে দেখতে পাব প্রতিটি ঘরে।
সবশেষে সঠিক বিচার হওয়ার কারনে স্থানীয় প্রশাসন এবং মহামান্য আদালতকে আন্তরিক মোবারক।
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন