নৌঘাঁটির মসজিদে হামলা এবং ভারত ইসরাইলি পত্রিকার খবর

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৯ ডিসেম্বর, ২০১৫, ১২:২৭:১৫ রাত



ইসরাইল এবং ভারত মিডিয়ায় বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনার প্রকাশ পেয়েছে একদম পরিষ্কার ভাবে।যদিও বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই ভারতের নজরদারি এবং বিশ্বের মুসলিম দেশের প্রতি ইসরাইলের শত্রুতা সবার জানা। ইসরাইল বিশ্ব মানবতার শত্রু। ইসরাইল তাদের গুয়েন্দার মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বিশ্বের নানান দেশে। বিশেষ করে আরব বিশ্বে ইসরাইলি সন্ত্রাসী কর্মকান্ড দেখতে পাচ্ছে সারা বিশ্ব। নিরীহ শিশু থেকে শুরু করে লক্ষ্য লক্ষ্য ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করে যাচ্ছে দিনের পর দিন। ভারত এমন একটি দেশ তাদের দেশের মধ্যে প্রতিদিন ধর্মীয় দাঙ্গা হচ্ছে সেই দাঙ্গায় হাজার হাজার মুসলমান খুন হয়েছে এবং হচ্ছে। ভারত দক্ষিন এশিয়ায় দাদাগিরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে যার প্রমান নেপালের সংবিধান প্রণয়নের চেষ্টা এবং আমাদের দেশীয় বিষয় নাক গলানো।

বাংলাদেশের জন্মের পর এই প্রথম গত দুই মাসের মধ্যে তিনটি মসজিদে হামলা হয়েছে। দুই মাস পূর্বে পুরান ঢাকার হোসেনী দালানের ইমামবাড়ায় আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে গ্রেনেড হামলায় দুইজন নিহত হন।তারপর পুনরায় বগুড়া জেলার শিবগঞ্জের হরিপুরে শিয়া মুসলমানদের মসজিদে হামলা হয়। ইমামবাড়ার ওই ঘটনার পরও সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল জড়িত বলে দাবি করেছিল ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’। বগুড়া জেলার শিবগঞ্জের হরিপুরে শিয়া মুসলমানদের মসজিদে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের ওয়েব পোর্টালে দাবি করেছে যে ,আইএসআইএল ওই হামলার দায় স্বীকার করেছে।

শুক্র বার ১৮ ডিসেম্বর নৌবাহিনীর একটি মসজিদে গ্রেনেড হামলা করা হয়েছে। উক্ত গ্রেনেড হামলায় অন্তত ছ’জন আহত হয়েছে। পতেঙ্গায় ঈশা খা ঘাঁটিতে আজ শুক্রবার জুম্মার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবারের গ্রেনেড হামলা নিয়ে প্রথম আলো, কালের কণ্ঠসহ একাধিক পত্রিকা এ খবর প্রকাশ করে পরে তাদের ওয়েব সাইট থেকে সরিয়ে ফেলেছে। আবার বাংলানিউজ এবং সমকালের মত কিছু পত্রিকা খবরটি প্রকাশ করছে না।আবার কিছু মিডিয়া বলছে হামলার দায় শিকার করে নিয়েছে দুই নৌ বাহিনীর কর্মকর্তা। তারা হলেন- নৌবাহিনীর ব্যাটম্যান রমজান ও বলপিকার মান্নান। বিবিসি বাংলা বলতেছে গ্রেনেড হামলায় আহত ৬ ব্যক্তির মধ্যে কারো শরীরে বাধা ছিল গ্রেনেড।

নৌঘাঁটির মসজিদে সাধারণ কেউ যেতেও পারেনা বলে মনে করা স্বাভাবিক। কারণ নিরাপত্তার চাদরে ঢাকা থাকে এসব এলাকা। সাধারণ লোকজনের এসব মসজিদ ও এলাকায় প্রবেশাধিকার নেই। আমরা দেখেছি ঢাকা এবং বগুড়া মসজিদে হামলা হওয়ার পর সরকারের পক্ষ থেকে বারবার একাদিক মন্ত্রী বলেছেন দেশে আইএসআই কিংবা কোনো রকম জঙ্গি নেই।আবার অনেক মন্ত্রীর দাবি দেহ্সে অনেক জঙ্গি রয়েছে। দেশে যদি জঙ্গি না থাকে তাহলে এসব হামলা কে করতেছে ? কারা ব্রিফিং দিয়ে দায় শিকার করে নিচ্ছে ? সরকার কেন প্রেস বির্ফিং দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনা ? তাহলে কি দেশের নাগরিকের ধারণা ঠিক যে ,দেশে জঙ্গি জঙ্গি স্লোগান তুলে ক্ষমতা ধরে রাখার পায়তারা করা হচ্ছে ?

জানা গেছে হামলার সাথে জড়িত দুজন নৌ বাহিনীর কর্মকর্তা এক বছর এবং ছয়মাস পূর্বে নৌবাহিনীতে যোগ দেয়। দেশের বিরুদ্ধে ,ইসলাম ও ইসলামী আন্দোলন বিরোধী ষড়যন্ত্র হচ্ছে কিনা ভাবনার বিষয় ।

শুক্রবারের গ্রেন্ড হামলা সম্পর্কে ভারতের টাইমস অব ইন্ডিয়া, ইকোনোমিক টাইমসের পাশাপাশি ইসরাইলি পত্রিকা জেরুজালেম পোস্ট খবরটি গুরুত্বের সাথে প্রকাশ করেছে।

জেরুজালেম পোস্ট তাদের Six wounded in blasts at mosque in Bangladesh naval base শিরোনামের খবরে দাবি করেছে, এ হামলায় আটককৃত দুইজন জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

পত্রিকাটি পুলিশের বরাতেই জানাচ্ছে, “Two people were arrested in connection with the blasts. Police said they had confessed to being members of banned militant group Jama'atul Mujahideen Bangladesh.”

বাংলাদেশ সম্পর্কে ভারত এবং ইসরাইলি মিডিয়ার মায়া কান্না দেখে কি প্রমান হয় না এসব গ্রেনেড হামলা কার কাজ ? বাংলাদেশ মিডিয়া জানার আগে ইহুদি দেশ ইসরাইল এবং ভারতের মিডিয়া কি করে জানে নৌঘাঁটির মসজিদে হামলা করেছে জেএমবি ? তাহলে কি এই হামলা ভারত ইসরাইলির সৃষ্টি? যদি তাই হয় তাহলে কি বলতে বাকি থাকে যে ,বাংলাদেশের নৌ বাহিনীতে ইসরাইলি এবং ভারতের গুয়েন্দা ঢুকে গেছে ? আজ যদি সত্যি দুই নৌ বাহিনীর কর্মকর্তা দায় স্বীকার করে নেন তাহলে বলতে পারি দেশের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ইসরাইলি গুয়েন্দা এবং ভারতের "র " যদি নৌ বাহিনীতে থাকতে পারে থাহলে সেনাবাহিনীতে থাকবে না বলে গ্যারান্টি কোথায় ?

এই মুহুর্তে দেশের সরকারের উচিত হবে ভারত এবং ইহুদি দেশ ইসরাইলের কাছে জানতে চাওয়া জঙ্গি হামলা বলে কিভাবে জানলো তারা ।বাংলাদেশ সরাকরের একটি বড় হাতিয়ার হচ্ছে জামায়াত শিবির ,দেশের মধ্যে কিছু হলেই জাময়াত করেছে শিবির করেছে। এসব ছেড়ে দেশ রক্ষার জন্য আসল রহস্য খোজে বের করা জরুরি। বাংলাদেশের সেনা বাহিনী ,নৌ বাহিনী সহ সকল নিরাপত্তা বাহিনীর প্রতি নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি। আর যদি জঙ্গি না হয় তাহেল এরকম জঙ্গি প্রমান করতে গিয়ে দেশের ক্ষতি করা থেকে দুরে থাকুন। আমিরিকা ,রাশিয়া সহ বিশ্বের নিরাপত্তা বাহিনী সুযোগ বুঝে বাংলাদেশের সবুজ পরিবেশের দেশ রক্তে লাল করা দিতে পারে। যেমনটা করেছে ইরাক ,আফগানিস্তান ,সিরিয়া ,লিবিয়াকে।

বিষয়: বিবিধ

১৮১০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354572
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৬
শেখের পোলা লিখেছেন : কার কি ইচ্ছা তা আল্লাহই ভাল জানেন৷ জনগনের মার খাওয়া ছাড়া আর কিছু জানা নাই৷
২০ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৫৭
294520
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জনগনের এখন বড়ই বিপদ
354602
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সারা মুসলিম জাহানের শান্তি বিনষ্টে ইসাইলেরই একটি ভাড়াটিয়া বাহিনি হচ্ছে আই এস...,আল্লাহ মুসলমানদের হেফাজত করুন। অনেক ধন্যবাদ
২০ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৫৭
294521
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি সঠিক বলেছেন ভাইয়া ,,অনেক ধন্যবাদ
354609
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিউজটাতেই গোলমাল আছে। গ্রেনেড অনেক শক্তিশালি জিনিস। আসলে ককটেল বিস্ফোরিত হয়েছ।
২০ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৫৮
294522
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ককটেল বা গ্রেনেড করেছে করা সেটা ছিল মূল বিষয় ,,ধন্যবাদ
354620
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৫৮
জ্ঞানের কথা লিখেছেন : গ্রেনেড হামলা হলে মাত্র ৬ জন আহত হয়!! পুরাই ভুয়া খবর। একটা গ্রেনেড মসজিদের ভিতর ফুটলে মসজিদের ছাদ সহ ধ্বসে পড়বে মানুষের হাড়গোড় খুজে পাওয়া দুস্কর হবে।
২০ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৫৮
294523
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ককটেল বা গ্রেনেড করেছে করা সেটা ছিল মূল বিষয় ,,ধন্যবাদ
354681
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০২:০৮
প্রবাসী মজুমদার লিখেছেন : তলাবিহীন কান্ডজ্হানহীন এ জাতির স্বার্থপর নেতাদের নিয়ে কথা বলা নিরর্থক। দেশ প্রেমহীন স্বাধীনতার চেতনার মানুষগুলোর নিজের চেতনাই নেই। এসব আমাদের হাতের কামাই।
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২২
294580
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সঠিক বলেছেন সম্মানিত ভাইয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File