বার্থ সার্টিফিকেট থেকে ডেত সার্টিফিকেট

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৭ নভেম্বর, ২০১৫, ০২:১৭:১২ রাত

বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ডেত সার্টিফিকেট পেতে হলে আপনাকে দুর্নীতির কালো অধ্যায় নিজ চোখে দেখতে হবে। আপনার জন্মের পর আপনার বাবা যাবেন ইউনিয়ন অফিসে বার্থ সার্টিফিকেট আনার জন্য যা সরকার আপনার জন্য ফ্রি করে রেখেছে কিন্তু না আপনাকে টাকা দিয়ে আনতে হবে। টাকার পরিমান সবার বেলায় এক নয় ইউনিয়ন অফিসে বসে থাকা চেয়ারম্যানের সেক্রেটারি যার কাছ থেকে যত নিতে পারে ( সব ইউনিয়ন চেয়ারম্যানের সেক্রেটারি কিন্তু খারাপ নয় ) ।

আপনি যখন একটু বড় হবেন স্কুলে পাঠানোর জন্য আপনার বাবা পরে যাবেন কিছু শিক্ষা ব্যবসায়ীদের হাতে যারা আধুনিকতার নাম ব্যবহার করে ইংলিশ স্কুল ( ? ) করেছে ব্যবসার জন্য ( সাবর বেলায় ব্যবসা নয় )। প্রাইভেট পড়ানোর জন্য আবার কিছু নামদারী শিক্ষিতদের খপ্পরে পড়তে হবে আপনার বাবাকে ( সবার চিন্তা এক নয় অনেকে কুচিং করান শিক্ষা দেওয়ার জন্য ) ।

তারপর কলেজে যাবেন সেখানেও খানিক দুর্নীতি কিংবা সন্ত্রাসীদের হাতে আপনি জিম্মি হতে পারেন। কলেজ শেষ করে ভার্সিটিতে পড়তে হলে মোটা অঙ্কের টাকা লাগেব। যদি ডাক্তার হতে চান ২০ লক্ষ্য টাকা শুধু শুরুতে লাগবে ( চিন্তা করেন ২০ লক্ষ টাকা ,যদি আপনার বাবা অবৈধ ব্যবসায়ী হোন তাহলে চিন্তার প্রয়োজন নেই ) ।

পড়াশুনা শেষ করলেন চাকুরী করবেন ? না কাকু এতো সহজ নয় এবার আপনাকে আরো কিছু টাকা রেডি করে রাখতে হবে।চাকুরী শুরু করলেন কিংবা প্রবাস চলে গেলেন।

এবার বিয়ে করবেন চিন্তা করতেছেন হবে না আপনার বিয়ে , কারণ আপনি কালো কিংবা আনস্মার্ট আর যদি করতে চান তাহলে টাকার বস্তা দেখান। আপনি যদি মেয়ে হোন তাহলে যৌতুক রেডি রাখার জন্য বাবাকে বলতে হবে। অনেকে বলে বর্তমানে যৌতক নেই আরে ভাইজান যৌতক এখন বলে নেয় না কলে নেয়। আপানর বিয়ে হয়ে গেল মেয়ে হলে বাবার বাড়ি থেকে আম্ভখচি আনেন সন্তান জন্মের পূর্বে কাপড় আনেন স্বামীর বাড়ির ১৪ গুষ্টির জন্য। আপনি যদি ছেলে হন তাহলে বিয়ের পর শালা শালির জন্য মাসে মাসে কিছু সালামি রেডি করেন মাসে শুরুতে এবং নিউ মডেলের মোবাইল। আপনি যদি প্রবাসী হোন শশুর শাশুড়ির জন্য মাসিক একটা এমাউন্ট সিলেক্ট করে রাখতে হবে।

আপনি সংসার করলেন জগত দেখলেন এবার মরবেন সময় হয়ে গেছে হাসপাতাল যাবেন ডাক্তার সাহেব আদর করে এই টেস্ট সেই টেস্ট কত কিছু করবেন। মরে গেলেন এবার আপনার লাশ এম্ভলেনস করে আনার জন্য চাঁদা দিতে হবে ( যারা হাসপাতাল থেকে লাশ এনেছেন কখনো উনারা ভালো বুঝবেন বিষয়টা ) ।

আপানর ডেত সার্টিফিকেটের জন্য সেই জন্মের পরের দিনের মত টাকা লাগবে সে দিন বাবা এনেছিল আজ সন্তান আনবে টাকা দিয়ে। আপানর জন্মের পূর্বে আপনার মাকে হয়ত সিজার করাতে বাধ্য করা হয়েছিল সেটা ও একটা ব্যবসা স্বাভাবিক জন্ম হওয়ার হয়ত সম্ভাবনা ছিল ( ডাক্তারদের মধ্যে মহান ও রয়েছেন )। আপনার বাবা ঘুষ দিয়েছেন আপনি দিলেন এবার শুরু হলো আপনার সন্তানের।

( প্রথিবীতে এখনো ভালো মানুষের সংখ্যা অনেক অনেক এবং অনেক তবে যারা খারাপ ওদের খারাপি অনেক অনেক এবং অনেক বেশি। প্রথমে আমি তারপর আসুন সবাই দুর্নীতিকে না বলি )

বিষয়: বিবিধ

১১৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350005
১৭ নভেম্বর ২০১৫ সকাল ০৫:০৭
শেখের পোলা লিখেছেন : একেবারে খাঁটি কথা৷ কি চমৎকার নিয়ম৷
১৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
290508
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই নিয়ম থেকে বেড়ানোর আপাতত কোনো পথ নেই
350011
১৭ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১৭
হতভাগা লিখেছেন : জন্ম থেকে মৃত্যু - সব সময়েই টাকা লাগে , সবখানেই । তবে বাংলাদেশের প্রশাসন ও সমাজ এ ব্যাপারে খুব সিরিয়াস ।
১৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
290509
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি হ্যা উনারা এত সিরিয়াস যে নিজের ইজ্জত হারিযে বসছেন টাকার জন্য
350031
১৭ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জন্ম থেকে মৃত্যু সব জায়গাতেই ঘুষের কবলে আমরা
১৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
290510
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঘুষ থেকে শুরু ঘুষ থেকে শেষ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File