কেউ নেই
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৩ নভেম্বর, ২০১৫, ০১:৩৩:৩০ রাত
ঝকঝক শব্দে রেল চলে
কাপল ঘুরে রেল লাইনের উপর দিয়ে
হাতে হাতে রেখে।
চুমু খায় আইস্ক্রিমে, কখনো গালে।
কাপড় বিহীন পথের দ্বারে ,
পথ শিশু বসে আছে।
বন্ধু নেই, বান্ধব নেই কে ডাকবে কাছে
মাটি হাতে নিয়ে নিজেই নিজে খেলে।
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌছালে এরা দলবল সহ ট্রেনের বগিতে ঝুলে , বগিতে ঢুকে পড়ে প্লাস্টিকের বোতল সার্চ করতে শুরু করে দেয় ।
নিরালায় বসে থাকা এই ছবিটি দেখে এদেরকে খুব মাসুম ভাবলে ভুল হবে
এদের জন্য ভাববার লোক আমরা সিলেক্ট করে দিয়েছি । এককভাবে এদের জন্য কিছু করতে গেলে বিপদেই পড়তে হবে ।এরশাদ থাকার সময় এদের জন্য কাজ করেছিল ।
মন্তব্য করতে লগইন করুন