বাংলাদেশে শিব সেনা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ নভেম্বর, ২০১৫, ০১:২৬:৫৯ রাত
শিব সেনা সীমান্ত পেড়িয়ে এসেছে ,
কালো বিড়ালের বেশ ধরে।
সেই শিব সেনা , বাবরি মসজিদ যারা ভেঙ্গেছে ,
গরু খাওয়ার অপরাধে খুন যারা করেছে।
আমাদের সাম্প্রদায়িক সম্পৃতি দেখে ওরা জ্বলছে।
তাই সীমান্ত পেড়িয়ে আমাদের গায়ে লেগে ঝগড়া চাচ্ছে ,
মুসলিম দেশের মসজিদ মাদ্রাসা বন্ধ করার আবদার রাখছে।
বাংলাদেশের জমিন পবিত্র ,
হতে দেব না আমরা কলঙ্কিত।
মুসলিম বলেন আর হিন্দু বলেন একসাথেই বসবাসরত।
হাতে হাত রেখে আমরা আছি শক্ত।
ঐক্যের হুঙ্কারে পালাবে গন্ড মুর্খ ,
ইনসাফ জানে মুসলিম ,
নয় শিব সেনাদের মত জালিম !
বিষয়: বিবিধ
২৩১৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলমানিত্ব বিসর্জন দেয়ার ফলাফল আজকের করুণ এই পরিণতি!
সংখ্যাগরিষ্ট নামধারী মুসলিমদের সামগ্রিক উদাসীনতায় 'চোরা বিলাই'খ্যাত এই কুলাংগারের সাহস আছে বৈকি!
মন্তব্য করতে লগইন করুন