প্রবাসে লুঙ্গি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১২ অক্টোবর, ২০১৫, ০৭:৩৮:২১ সন্ধ্যা
ভাইরে লুঙ্গিতে আরাম মেলে সেটা জানি কিন্তু যেখানে নিজের বিপদ হতে পারে সেখানে লুঙ্গি না পারলে কি নয় ? সকল দেশের আলাদা সংস্কৃতি রয়েছে। আমাদের সংস্কৃতির ছোট ছেলে মানলাম লুঙ্গি (পোশাকের ক্ষেত্রে ) কিন্তু বিদেশী সংস্কৃতিতে লুঙ্গি শালা সেটা ভুললে চলবে না। ওরা লুঙ্গি পরিধানরত দেখলেই শালার সাথে মস্করা করে মানে ফাইন মারে । এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন শালারে দুলাভাইয়ের সামনে নিলে যদি মস্করার শিকার হতে হয় তাহলে সামনে না নিলে কি নয় ? নিজে রুমে ঘুমানোর সময় লুঙ্গি পরেই ঘুমান নো সমস্যা।
এছাড়া লুঙ্গি পরিধান করে পান চিবাইয়া ফিক ফেলে বাংলাদেশের মান না মেরে কি শান্তি মেলে না ? অনেকের যুক্তি থাকে যে ,২ মিনিটের জন্য বাসার নিচে যাচ্ছি বা আশপাশ যাচ্ছি বা দোকানে কিছু ক্রয় করতে যাচ্ছি এখানে পেন্ট না লাগালেই হয়। মিয়া ভাই শালাতো শালাই সকালেও শালা দুপুরেও শালা আবার বিকেলেই শালা। কখন আপনাকে ফাইন মেরে বসে কে জানে ? দয়া করে নিজে বিপদে পরবেন না বাংলাদেশী প্রবাসীদের ও বিপদে ফেলবেন না। লুঙ্গি আমাদের দেশীয় সংস্কৃতি কিন্তু প্রবাসের আইন কানুন মেনেই চলতে হবে আর এটাই বুদ্ধিমানের কাজ।
মধ্যপ্রাচ্য থেকে ইউরূপ ,আফ্রিকা ,আমেরিকা যে যেখানেই থাকেন লুঙ্গি পেচাল থেকে বাঁচার চেষ্টা করবেন।
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের সংষ্কৃতি বিসর্জন দিয়ে অন্যারটার প্রতি অধিক আসক্তিতে আমি নারাজ৷ ঘরের বাইরে গেলেই লুঙ্গী বাদ দিতে হবে কেন? শ্রীলংকানকে জাতি সঙ্ঘে লুঙ্গী পরে যেতে দেখেছি৷ বার্মীজকে টরোন্টর রাস্তায় লুঙ্গী পরা দেখেছি৷শুধু বাঙ্গালীর নাকই লম্বা মনে হয়।
সত্যি বলছেন তো!
যেখানে উলঙ্গ হয়ে চলাফেরা দোষের নয়, সেখানে লুঙ্গিতে আপত্তি! এই প্রথম শুনলাম।
ফিলিপাইনিরা তো পেন্টি আর ব্রা পরে ওপেন চলাফেরা করে, তাদের কোন পাইন নাই কেন ভাইয়া?
যত দোষ নন্দ ঘোষ। আসলে বাঙ্গালী বলে কথা। লুঙ্গির কোন দোষ নেই। আরবীরাও সবসময় লুঙ্গী পরিধান করে। অফিস আদালত বিবাহ সাদী সহ সব অনুষ্ঠানে তারা লুঙ্গি পরেই যায়।
উলঙ্গ হয়ে বাহিরে যেতে ওদের কাছে বাধা নেই সেটাও একটা তাদের আইন। সেই আইনের জন্য ইনশা আল্লাহ পরকালে জবাব দিতে হেব।
সেই দেশে তো মায়ানমার,ইন্তোনেশিয়া,মালয়শিয়ার রাষ্ট্রদূত থাকতে পারবে না!! মায়ানমার তো পুরাই লুঙ্গি পরে মালয়শিয়ান রাও একটা লুঙ্গির মত সারং পরে!!
এসব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর লাক্সারিয়াস জায়গা আছে । পশ্চিমা দেশের লোকেরা এখানে আসে সেটার মজা চাখতে ।
কোন আমেরিকান মহিলা যদি স্যান্ডো গেন্জি আর শর্টস্ পড়ে চলাফেরা করে তাহলে তাকে কি ফাইন করবে ?
উলঙ্গ হয়ে বাহিরে যেতে ওদের কাছে বাধা নেই সেটাও একটা তাদের আইন। সেই আইনের জন্য ইনশা আল্লাহ পরকালে জবাব দিতে হেব।
বর্বর , অসভ্য , বস্তির টাইপ লোকদের কাছে অঢেল টাকা থাকলে যা হয়
মন্তব্য করতে লগইন করুন