প্রবাসে লুঙ্গি Tongue Tongue Tongue

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১২ অক্টোবর, ২০১৫, ০৭:৩৮:২১ সন্ধ্যা



ভাইরে লুঙ্গিতে আরাম মেলে সেটা জানি কিন্তু যেখানে নিজের বিপদ হতে পারে সেখানে লুঙ্গি না পারলে কি নয় ? সকল দেশের আলাদা সংস্কৃতি রয়েছে। আমাদের সংস্কৃতির ছোট ছেলে মানলাম লুঙ্গি (পোশাকের ক্ষেত্রে ) কিন্তু বিদেশী সংস্কৃতিতে লুঙ্গি শালা সেটা ভুললে চলবে না। ওরা লুঙ্গি পরিধানরত দেখলেই শালার সাথে মস্করা করে মানে ফাইন মারে । এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন শালারে দুলাভাইয়ের সামনে নিলে যদি মস্করার শিকার হতে হয় তাহলে সামনে না নিলে কি নয় ? নিজে রুমে ঘুমানোর সময় লুঙ্গি পরেই ঘুমান নো সমস্যা।

এছাড়া লুঙ্গি পরিধান করে পান চিবাইয়া ফিক ফেলে বাংলাদেশের মান না মেরে কি শান্তি মেলে না ? অনেকের যুক্তি থাকে যে ,২ মিনিটের জন্য বাসার নিচে যাচ্ছি বা আশপাশ যাচ্ছি বা দোকানে কিছু ক্রয় করতে যাচ্ছি এখানে পেন্ট না লাগালেই হয়। মিয়া ভাই শালাতো শালাই সকালেও শালা দুপুরেও শালা আবার বিকেলেই শালা। কখন আপনাকে ফাইন মেরে বসে কে জানে ? দয়া করে নিজে বিপদে পরবেন না বাংলাদেশী প্রবাসীদের ও বিপদে ফেলবেন না। লুঙ্গি আমাদের দেশীয় সংস্কৃতি কিন্তু প্রবাসের আইন কানুন মেনেই চলতে হবে আর এটাই বুদ্ধিমানের কাজ।

মধ্যপ্রাচ্য থেকে ইউরূপ ,আফ্রিকা ,আমেরিকা যে যেখানেই থাকেন লুঙ্গি পেচাল থেকে বাঁচার চেষ্টা করবেন।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345424
১২ অক্টোবর ২০১৫ রাত ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : বিষয়টা ঠিক বুঝলাম না। লুঙ্গী পরলে কি জরিমানা হয়?
নিজের সংষ্কৃতি বিসর্জন দিয়ে অন্যারটার প্রতি অধিক আসক্তিতে আমি নারাজ৷ ঘরের বাইরে গেলেই লুঙ্গী বাদ দিতে হবে কেন? শ্রীলংকানকে জাতি সঙ্ঘে লুঙ্গী পরে যেতে দেখেছি৷ বার্মীজকে টরোন্টর রাস্তায় লুঙ্গী পরা দেখেছি৷শুধু বাঙ্গালীর নাকই লম্বা মনে হয়।
১৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
286672
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যে দেশে আছি সেই দেশের আইন কানুন মানার জন্য লুঙ্গি ত্যাগ করতে বলছি ভাইয়া। দুবাই লুঙ্গি পরে বের হলে ২০০ দেরহাম জরিমানা। একবার ইন্ডিয়ার এক লোক মেট্রোতে লুঙ্গি পরে যেতে চাইছিল থাকে গ্রেপ্তার করা হয়েছে।
345425
১২ অক্টোবর ২০১৫ রাত ০৮:৫০
নাবিক লিখেছেন : Happy
345427
১২ অক্টোবর ২০১৫ রাত ০৮:৫৪
আফরা লিখেছেন : ইউরোপে তো পোশাকের ব্যাপারে কোন আইন নেই যার ইচ্ছা মত পোশাক পরে বাহিরে যেতে পারে সেটা হোক লুঙ্গি বা পেটিকোট কোন সমস্যা নেই ।
১৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
286673
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দুবাই লুঙ্গি পরে বের হলে ২০০ দেরহাম জরিমানা। একবার ইন্ডিয়ার এক লোক মেট্রোতে লুঙ্গি পরে যেতে চাইছিল থাকে গ্রেপ্তার করা হয়েছে।
345437
১২ অক্টোবর ২০১৫ রাত ১০:২০
আবু জান্নাত লিখেছেন : আমিরাতে কি লুঙ্গি নিষিদ্ধ????????
সত্যি বলছেন তো!

যেখানে উলঙ্গ হয়ে চলাফেরা দোষের নয়, সেখানে লুঙ্গিতে আপত্তি! এই প্রথম শুনলাম।

ফিলিপাইনিরা তো পেন্টি আর ব্রা পরে ওপেন চলাফেরা করে, তাদের কোন পাইন নাই কেন ভাইয়া?

যত দোষ নন্দ ঘোষ। আসলে বাঙ্গালী বলে কথা। লুঙ্গির কোন দোষ নেই। আরবীরাও সবসময় লুঙ্গী পরিধান করে। অফিস আদালত বিবাহ সাদী সহ সব অনুষ্ঠানে তারা লুঙ্গি পরেই যায়।

১৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
286674
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যে দেশে আছি সেই দেশের আইন কানুন মানার জন্য লুঙ্গি ত্যাগ করতে বলছি ভাইয়া। দুবাই লুঙ্গি পরে বের হলে ২০০ দেরহাম জরিমানা। একবার ইন্ডিয়ার এক লোক মেট্রোতে লুঙ্গি পরে যেতে চাইছিল থাকে গ্রেপ্তার করা হয়েছে।
উলঙ্গ হয়ে বাহিরে যেতে ওদের কাছে বাধা নেই সেটাও একটা তাদের আইন। সেই আইনের জন্য ইনশা আল্লাহ পরকালে জবাব দিতে হেব।
345445
১২ অক্টোবর ২০১৫ রাত ১০:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লুঙ্গিতে ফাইন করে কোন দেশ!!!
সেই দেশে তো মায়ানমার,ইন্তোনেশিয়া,মালয়শিয়ার রাষ্ট্রদূত থাকতে পারবে না!! মায়ানমার তো পুরাই লুঙ্গি পরে মালয়শিয়ান রাও একটা লুঙ্গির মত সারং পরে!!
১৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
286675
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দুবাই লুঙ্গি পরে বের হলে ২০০ দেরহাম জরিমানা। একবার ইন্ডিয়ার এক লোক মেট্রোতে লুঙ্গি পরে যেতে চাইছিল থাকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ অক্টোবর ২০১৫ রাত ০৮:২২
286689
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা কোন ধরনের আইন!!! আমাদের তো তাইলে দুবাইএর ড্রেস পড়লে ১০০০০০০ টাকা জ্রিমানার বিধান করা দরকার!!
১৩ অক্টোবর ২০১৫ রাত ১০:২১
286699
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিছু করার নাই ভাইয়া
345464
১৩ অক্টোবর ২০১৫ রাত ০৩:০০
আব্দুল গাফফার লিখেছেন : প্রথম শুনলাম, আমাদের এখানে সমস্যা হয়না। ধন্যবাদ
১৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
286676
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দুবাই লুঙ্গি পরে বের হলে ২০০ দেরহাম জরিমানা। একবার ইন্ডিয়ার এক লোক মেট্রোতে লুঙ্গি পরে যেতে চাইছিল থাকে গ্রেপ্তার করা হয়েছে।
345468
১৩ অক্টোবর ২০১৫ রাত ০৪:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : সব বাংলাদেশী প্রবাসীরাই লুংগী পরে।
১৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
286677
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দুবাই লুঙ্গি পরে বের হলে ২০০ দেরহাম জরিমানা। একবার ইন্ডিয়ার এক লোক মেট্রোতে লুঙ্গি পরে যেতে চাইছিল থাকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ অক্টোবর ২০১৫ রাত ০৮:৩৩
286693
প্যারিস থেকে আমি লিখেছেন : এখানে অবশ্য জরিমানা করবেনা। তবে লুংগী পরে কেও বের হয় না।
345476
১৩ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২৩
হতভাগা লিখেছেন : ওরা বাংলাদেশীদের ট্রিট করে বাংলাদেশের গার্ডথস্‌ অনুসারে ।

এসব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর লাক্সারিয়াস জায়গা আছে । পশ্চিমা দেশের লোকেরা এখানে আসে সেটার মজা চাখতে ।

কোন আমেরিকান মহিলা যদি স্যান্ডো গেন্জি আর শর্টস্‌ পড়ে চলাফেরা করে তাহলে তাকে কি ফাইন করবে ?
১৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
286678
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যে দেশে আছি সেই দেশের আইন কানুন মানার জন্য লুঙ্গি ত্যাগ করতে বলছি ভাইয়া। দুবাই লুঙ্গি পরে বের হলে ২০০ দেরহাম জরিমানা। একবার ইন্ডিয়ার এক লোক মেট্রোতে লুঙ্গি পরে যেতে চাইছিল থাকে গ্রেপ্তার করা হয়েছে।
উলঙ্গ হয়ে বাহিরে যেতে ওদের কাছে বাধা নেই সেটাও একটা তাদের আইন। সেই আইনের জন্য ইনশা আল্লাহ পরকালে জবাব দিতে হেব।
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২৫
286782
হতভাগা লিখেছেন : ওদের সব কাব যাব অপেক্ষাকৃত গরীব দেশের ক্ষেত্রে ।

বর্বর , অসভ্য , বস্তির টাইপ লোকদের কাছে অঢেল টাকা থাকলে যা হয়
345515
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:১১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আবুধাবিতে সি,আই,ডি দেখার সাথে সাথে ২০০ দিরহাম ফাইন দেয়, তবুও আমাদের জাতী ভাইয়েরা লুংগি পরার অভ্যাস টা ছাড়তে পারেনা, কখনো কাউকে উপদেশ দিলে উলটা কিছু ভাল কথা শুনতে হয়.....
১৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
286679
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাই কিছু বললে উল্টো মুখ কালো করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File