কুরবানী
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৩:২২ রাত
কুরবানির আসল লক্ষ্য ত্যাগের নমুনা
মাবুদ সেলফিতে পরেছে তা আটকা।
দুই পায়া পশু শুধু নয়
মনের পশুর ও কুরবানী দিতে হয়।
সেই কথা অচেনা রয়।
দাতলা হাসির সাথে পশু ,
সেলফি দিয়েছে ফেসবুকে বসু।
কি বুঝে সে ঈদের মানে ?
শান্তি খোঁজে পায় গরু - ছাগলফিতে।
সেলফি থাকুক একাধিক সাথে ,
তবে ঈমানী প্রেরণাতে নিজেকে
জাগাতে হবে মনে প্রাণে।
আল্লাহ ক্ষমা করুন আমাদের
সন্ধান দাও সঠিক পথের !
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন