দৌড়া বাপু
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৮:৩৫ রাত
দৌড়া বাপু তীব্র গতিতে
জানিনা কখন কোন দিক থেকে
গুলি এসে লাগে বুকে।
কান দুটি জালাপালা হয়ে গেছে
সন্ত্রাসীর বুলেটের শব্দে ।
দৌড়া বাপু তীব্র গতিতে
পায়ের জুতা হাতে নিয়ে
জুতা পায়ে চলার পরিবেশ আর নাইরে
পরিবেশ নষ্ট হয়েছে
হিংসা - লালসার দুর্গন্ধে ।
দৌড়া বাপু তীব্র গতিতে
জানিস বাপু এই দেশ নিয়ে
অনেক স্বপ্ন ছিল মনে ,
আজ সকল স্বপ্ন ভুলে গিয়ে
চিন্তায় আছি বেঁচে থাকা নিয়ে !!
বিষয়: বিবিধ
৯৩০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাবি ব্যাথে হুসট খেয়ে।
তুলবে না কেউ হাত বারিয়ে,
জান বাচাবি কোথায় গিয়ে।
এসে হয়তো আরেক গ্রুপ
মারবে পিঠে দারুপ দুরুপ।
দেশটা এখন রসাতলে,
কিলাভ হবে এসব বলে ?
(লিখাটা ভাল লেগেছে)
তবু ও যে বাচতে চাই
It's pay back time
﴿قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ﴾
৮) তাদের বলো, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছো তা তোমাদের কাছে আসবেই তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন৷ তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করছিলে৷
চিন্তায় আছি বেঁচে থাকা নিয়ে
দারুন কবিতা।
মন্তব্য করতে লগইন করুন