আইচ্চু আর বিচ্ছু
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১০:১৪ রাত
ছোট ছোট গেঞ্জি ফিন্দিবা
কত রকম কালার।
কমরর নিচে পেন্ট রাকিবা ,
কি আসে যায় কোন হালার ?
লাগে যেন হনুমান ,
বিলাইর লাখান ছাইবা ,
থাখেনা আর মান সম্মান।
কলেজর সামনে দিয়া
হাজার বার যাইবা আর আইবা।
বড় লোকের পুয়াইন তারা ,
এর লাগি কেউ কইন্না কিচ্ছু
নাম রাখছে আইচ্চু আর বিচ্ছু।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে টীজিং চলিতেছে
] ] ] ] ]
বড় লোকের পুয়াইন তারা ,
এর লাগি কেউ কইন্না কিচ্ছু
নাম রাখছে আইচ্চু আর বিচ্ছু।
মন্তব্য করতে লগইন করুন