কলমকে যত ভয়
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ আগস্ট, ২০১৫, ০৭:৫৪:২৬ সন্ধ্যা
ছবি : সাংবাদিক নেতা শওকত মাহমুদের সাথে আমি কোনো এক প্রোগ্রামে
সাংবাদিক ও কলামিস্টদের বিষয়ে বর্তমান সরকারের একরকম চুলকানি রয়েছে। সুযোগ পেলেই গ্রেপ্তার আর নির্যাতন করা যেন সরকারের মূল দায়িত্ব। আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক কলম সৈনিক মাহমুদুর রহমান ,সিনিয়র সাংবাদিক নেতা দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ সহ অনেক সাংবাদিক নেতাদের বারবার গ্রেপ্তার করে নির্যাতন করেছে আওয়ামী সরকার। অপব্যবহার করে বারবার গ্রেপ্তার করা হচ্ছে দেশের শীর্ষ সাংবাদিক নেতাদের। স্বাধীন দেশের জন্য এমন হীন কর্ম কলঙ্কের। বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানকে বারবার অপমান করে যাচ্ছে আওয়ামী সরকার।
ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের কলম কেড়ে নেওয়ার লক্ষে আজ আবার জনপ্রিয় সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয় সম্পূর্ণ আইনের লঙ্গন করে। একেরপর এক জুলুমের শিকার হচ্ছেন সাংবাদিক নেতা কর্মী এবং সংবাদ মাধ্যম। প্রিন্ট কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া আজ বর্তমান সরকারের জুলুমের শিকার হয়ে জিম্মি হয়ে আছে ।
দিগন্ত টেলিভিশন , চ্যানেল ওয়ান অনেক পূর্বেই প্রচার বন্ধ করে দিয়েছে সরকার। দৈনিক আমার দেশ ,সহ শত শত জাতীয় ও স্থানীয় পত্রিকা অফিসে আজ তালা। দেশের হাজার হাজার সাংবাদিক চাকুরী হারিয়ে মানবেতর জীবনযাপন করেছেন। শত শত সংবাদ কর্মীদের নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হয়েছে।
কেন কলমের প্রতি এত ভয় ? সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে সাহসী সাংবাদিক নেতাদের গ্রেপ্তার কেন করা হচ্ছে ? নাস্তিক মুরতাদদের পরিচিতি জাতির কাছে তুলে ধরে কি এমন ভুল করেছেন সাহসী কলম সৈনিক প্রিয় নেতা মাহমুদুর রহমান ? যেসকল সাংবাদিক কালো কে সাদা আর সাদাকে কালো লিখে তাদের বেলায় কেন এমন হচ্ছে না ? আপনাদের যত ভয় সত্যবাদী লেখক সাংবাদিকদের নিয়ে। এজন্যই বারবার মামলা আর গ্রেপ্তার করা হচ্ছে। দলীয় সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিক নেতাদের পরিবারের উপর আক্রমন করানো হচ্ছে। প্রথম আলো নামের দেশদ্রোহী পত্রিকা যখন দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে সংবাদ করে তখন সরকার নিরব কেন ? স্বসস্ত্ৰ সন্ত্ৰাসী, উপজাতি জঙ্গী গোষ্ঠীকে আদিবাসী আখ্যা" দিয়ে সংবিধান অবমাননা ও বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্ব দরবারে নেতিবাচক ভুমিকায় তুলে ধরার সংবাদ প্রচার করে প্রথম আলো পত্রিকা ও তার সম্পাদক আপনাদের আচলে ভালই আছে। কিন্তু দেশপ্রেমিকদের বেলায় আপনাদের যত ভয় আর চুলকানি।
আমরা জালিমের কাছে নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি না আমরা মুক্ত করে দেওয়ার হুমকি দিচ্ছি অন্যতায় সময়ের পালা বদলে সঠিক জবাব দেবে দেশ প্রেমিক সাংবাদিক পরিবার ।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আছে সরকারে জোর করে বসে থাকা সন্ত্রাসীর দল। অবৈধ ভাবে যারা মন্ত্রীসভায়, সংসদে আছে তাদের বিচার হওয়া উচিৎ।
মন্তব্য করতে লগইন করুন