At Wits' End At Wits' End টয়লেটে বন্দী করে রাখবেন ফালতু আবেগ At Wits' End At Wits' End

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ জুলাই, ২০১৫, ০১:৩১:৪১ রাত



সামান্য ক্রিকেট খেলার জন্য বর্ণবৈষম্যের কলঙ্ক লেপন হলো বাংলাদেশের পবিত্র পতাকায় । শুধু কি তাই আফ্রিকান প্রবাসীদের ও সমস্যার কারন হতে পারে।

আমরা কেন এত আবেগী ? কেন এত মাতাল ? আমাদের অতি অবাগের কারণে হাজার হাজার মানুষের ক্ষতি করার অধিকার কেউ আমাদের দেয় নাই। অতিরিক্ত আবেগিদের বলতে চাই টয়লেটে বন্দী করে রাখবেন ফালতু আবেগ।

বর্ণবৈষম্যের ইস্যুটিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তামিমের সাথে আফিকার খেলোয়ারের সমস্যা হওয়ার কারণে চট্টগ্রাম গ্যালারিতে বসে আফ্রিকান এক খেলোয়ারকে লক্ষ্য করে ব্ল্যাক ব্ল্যাক বলে চিল্লাচিল্লি করেছে কিছু অতি আবেগী দর্শকরা। খেলোয়াড়দের দিকে ঢিল ছুড়েছে বোতল মেরেছে।

তামিমের সাথে যদি কোনো খারাপ আচরণ করে আফ্রিকান প্লেয়ার সে জন্য মাঠে আম্পায়ার আছে ,আইসিসি আছে। তুমি পাগলা কুকুরের মত বেক বেক কর কেন ?

একটি বিষয়ে আমাদের মত আবেগী ভক্তদের জানা নেই যে আই সি সি বর্ণবাদের ব্যাপারে কতটা কঠোর। বাংলাদেশের ইতিহাসে বর্ণবৈষম্যের কোনো কলঙ্ক ছিল এবার হয়ত লেগে যাবে। আর সে জন্য দায়ী দেশের আবেগী জনগণ।

যারা এই কাজ করেছে তারা জানেনা আফ্রিকার দেশে আমাদের কত প্রবাসী রয়েছে। আফ্রিয়াক্র জনগণ এমনিতেই অনেক ভয়াবহ এখন আরো ভয়াবহ করছে বাংলাদেশী এই অতি আবেগিরা। আবেগ থাকা ভালো কিন্তু অতি আবেগে বিপদের কারণ যেন না হয়।

বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের কোনো বিষয় ভাবনার কারণ না হলেও বুধবার এই ইস্যুতেই চট্টগ্রাম টেস্ট বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন ম্যাচ রেফারি বিসি বোর্ড! আর যদি তা করে কলঙ্কের বুঝা নিয়ে সারা জীবন বাংলাদেশীদের চলতে হবে।

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331200
২৩ জুলাই ২০১৫ রাত ০১:৩৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
সুন্দর বলেছেন দর্শকদের আরো সচেতন হওয়া দরকার! বর্ণবাদ কোন ভাবে সমর্থন যোগ্য নয় মানুষ রং দিয়ে কিছুই হয়না মনেই আসল পরিচয়। ধন্যবাদ।
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
273978
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য
331211
২৩ জুলাই ২০১৫ রাত ০৩:০২
রক্তলাল লিখেছেন : এইসব লোকরাই চেতে ওঠে সখন কোথাও বাইরে কোথাও আমরাও বর্ণবাদের শিকর হই।

যা করা হয়েছে তা শুধু বর্ণবাদ নয়, হিংসা বা 'hatred' ও বটে।

স্বঘোষিত সরকার যেখানে হিংসা হানাহানি স্বৈরাচার লালন ও প্রসারের ভূমিকায় সেখানে দেশের মানুষ এমনটা নকল করাই স্বাভাবিক।

২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
273984
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য
331232
২৩ জুলাই ২০১৫ সকাল ০৮:৫৯
হতভাগা লিখেছেন : এর আগে তামিমের সাথে রুশোর ধাক্কা লাগে । কালকে লাগলো ককের ।

বুঝি না তামিমের সাথে সবার এরকম সমস্যা হয় কেন ?

রুশো ও ককের তুলনায় তামিম সিনিয়র খেলোয়াড় । নাকি ঘরের মাঠে খেলা হচ্ছে বলে ভাবটা একটু Up এ আছে তামিমের ?

http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-07-23/14

বাংলাদেশের এসব দর্শকদের কি তার ছিড়া থাকে সব সময় ?

ক্রিকেট দুনিয়াতে বাংলাদেশের শত্রুর কোন অভাব নেই । আর বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স অনেক বনেদী নাঁক উঁচাদেরকে হিংসার আগুনে জালিয়ে দিচ্ছে । ম্যাচ রেফারীরাও এর বাইরে নন । এরা কোন ছুঁতা পেলেই বাংলাদেশ দলকে ঝামেলায় ফেলবে ।

২০১১ এর বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাসে ঠিল মেরে বিরাট দেশপ্রেমের নজির দেখিয়েছিল এসব Sicko রা ।

এসব চলতে থাকলে এসময় পাকিস্তানের মত এক ঘরে করে ফেলবে এরা । পাকিস্তান তো তাও শারজাতে খেলতে পারে । বাংলাদেশে এখন যাও আসে এরপর থেকে তাও আসবে না । এমনিতে তো এরা ডাকেও না তাদের দেশে । তার উপর FTP ও এখন আর নাই । দু'দেশের মধ্যে ভাল সম্পর্ক না থাকলে না খেলে বসে থাকতে হবে ।

মাতলামী করার সময় Sicko গুলো মনে হয় এসব মনে রাখে না ।
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
273983
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য Good Luck
331255
২৩ জুলাই ২০১৫ দুপুর ১২:১৭
আবু জান্নাত লিখেছেন : সচেতনতা জরুরী, সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
273982
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck Good Luck
331267
২৩ জুলাই ২০১৫ দুপুর ০১:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাঙ্গালি নিজেই তো কালা!!
ঘটনাটিতে তামিম এর দোষ কম বলেই মনে হয়। স্লেজিং করতে গিয়েই এই ঘটনার উদ্ভব। কিন্তু কারা মাঠে বোতর ছুড়ার মত অপকর্ম করেছে তাদের বিচার হওয়া উচিত।
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
273981
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একমত Good Luck Good Luck
331317
২৩ জুলাই ২০১৫ রাত ০৮:৪৮
শেখের পোলা লিখেছেন : এটি আমাদের চারত্রীক দোষ৷ সচেতনতা প্রয়োজন৷
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
273980
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য
331677
২৬ জুলাই ২০১৫ দুপুর ০২:১৫
ইবনে আহমাদ লিখেছেন : এই সস্তা আবেগ যারা তৈরী করেছে তাদেরকে আগে ঠিক হতে বলূন। দেখবেন বাকিরা ঠিক হয়ে যাবে।
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
273979
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য
332373
২৯ জুলাই ২০১৫ সকাল ০৭:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই ধরনের অতি আবেগী বেয়াদব দর্শকদের গ্যালারী তে ডুকতে না দেওয়াই ভাল। ধন্যবাদ আপনাকে।
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
274790
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে একমত
332728
৩০ জুলাই ২০১৫ রাত ০৮:১৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : তামিমের সাথে আফিকার খেলোয়ারের সমস্যা হওয়ার কারণে চট্টগ্রাম গ্যালারিতে বসে আফ্রিকান এক খেলোয়ারকে লক্ষ্য করে ব্ল্যাক ব্ল্যাক বলে চিল্লাচিল্লি করেছে কিছু অতি আবেগী দর্শকরা। খেলোয়াড়দের দিকে ঢিল ছুড়েছে বোতল মেরেছে...!!! ঐ গুলি ক্রিকেটের ভক্তনা দুশমন ফালতু ছোট লোক হয়তবা ছোটলোকের বাচ্চা। অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
৩০ জুলাই ২০১৫ রাত ১০:২১
274978
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার যৌক্তিক মন্তব্যের সাথে একমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File