ব্লগ ব্লগার নিয়ে প্রশ্নের উত্তর নিজের করে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ জুলাই, ২০১৫, ১২:০৩:৫৮ রাত
প্রথমেই বলে দিচ্ছি আমার সম্মানিত সিনিয়র ব্লগার কিংবা সহযোদ্ধা ব্লগারদের জন্য এই লিখা নয়। আমার এই লিখা সাধারণের জন্য বিশেষ করে যাদের মধ্যে ব্লগ , ব্লগার এবং সত্য কথা শুনার বেলায় একটু ভুল ধারণা রয়েছে ।
ব্লগ -- ব্লগ শব্দটি ইংরেজ Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন জার্নাল । ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ। উইকিপিডিয়ায় ব্লগ বলতে ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকাকে বুঝানো হচ্ছে।এখানে পত্রিকা বলতে ডায়েরি বুঝানো হয়েছে। এক কথায় ডায়েরীর অনলাইন ভার্সনকেই ব্লগ বলা যেতে পারে। নিজের একান্ত ব্যক্তিগত ডায়েরিতে লিখলে কেউ পড়তে পারবে না , কারণ লুকানো থাকে কিন্তু অনলাইনের ডায়েরিতে (ব্লগে ) লিখলে যে কেউ পড়তে পারবে। শুধু পড়া নয় মন্তব্য করতে পারবে , সহমত পোষণ করতে পারবে অবজেকশনও করতে পারবে।
ব্লগার -- অনলাইনের এই ডায়েরীতে যে লিখবে সেই ব্লগার। কিন্তু ব্লগার হতে হলে পূর্ব সুত্র অনলাইনে ব্লগ খোলতে হবে নয়তো দেশের যে কোনো একটি ব্লগ সাইটে আইডি থাকতে হবে।
লিখলেই কি ব্লগার হওয়া যায় -- জি লিখলেই ব্লগার হওয়া যায়। কিন্তু কথা হচ্ছে পরিবারের সদস্য হলেই গণনা করা হয়। তবে পরিবারে কারো মূল্যায়ন বেশি থাকে আবার কারো কম থাকে। যুক্তি , তত্ত্ব এবং সত্যতা কে যেসকল ব্লগার অগ্রাধিকার দেন তারাই মূলত আসল ব্লগার।
ব্লগার মানেই কি লেখক -- না ব্লগার মানেই লেখক নয়। ব্লগার থেকে যদি লেখক হওয়া যায় সেটা ভিন্ন কিন্তু সব ব্লগার লেখক নয়। আবার অনেক লেখক ব্লগার নয় কারণ সকল লেখকরা কিন্তু ব্লগে লিখেন না। এভাবে বলা যায় অনেক লেখক ব্লগার কিন্তু সকল ব্লগার লেখক নয়।
ব্লগার কি নাস্তিক -- নাস্তিক হলো তারা যারা আল্লাহকে কিংবা সৃষ্টিকারীকে বিশ্বাস করে না। যারা বলে অদেখাকে মানিনা তারা হলো নাস্তিক। দেশের সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা হচ্ছে ব্লগার মানেই নাস্তিক। কিন্তু না আসলে তা নয় কয়েকটি কুলাঙ্গারের জন্য হাজার হাজার ধর্মীয় বিশ্বাসী ব্লগারকে নাস্তিক কেন বলবেন ? আজ দেশে হাজার হাজার ব্লগার রয়েছে যারা নিজ ধর্মীর প্রতি বিশ্বাসী এমনকি অনেক আলেম উলামারা আজ ব্লগিং করতেছেন। নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে লিখা লিখি করতেছেন। কিন্তু দু চারটা নাস্তিক কুলাঙ্গারের জন্য ব্লগার মানেই অনেকে নাস্তিক মনে করে। এক কথায় সব লেখক যেমন নাস্তিক নয় তেমনি সব ব্লগার নাস্তিক নয়। বাংলাদেশে ৯৮ ভাগ ব্লগার আস্তিক মাত্র ২ ভাগ ব্লগার নাস্তিক বলে আমি মনে করি।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগ বিষয়ে মানুষের মধ্যে ভুল ধারনা সৃষ্টির জন্য মিডিয়াই দায়ি।
তবে আড্ডার চেয়ে ব্লগে যেটা সুবিধা সেটা হল , এখানে সবাই কথা রাখতে পারে যেটা আড্ডাতে সম্ভব না । আড্ডাতে হাতাহাতির সুযোগ আছে , ব্লগ সেটা হতে মুক্ত ।
এবং এটাকেই কাছে লাগায় ছুপা ইসলাম বিদ্বেষীরা । আড্ডার ফিজিক্যাল জগতে এরকম কিছু করলে মাইর হত তাদের যোগ্য পুরষ্কার।
এদেরকে ইগনোর করলে এরা দম বন্ধ হয়ে শেষ হয়ে যাবে । দাম দিলেই এরা নিজেদের বিরাট কিছু ভেবে বসে।
মন্তব্য করতে লগইন করুন