অভিনন্দন জাকারিয়া অভিনন্দন বাংলাদেশের কুরআনের প্রেমিকেরা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ জুলাই, ২০১৫, ১১:৪১:১০ রাত
আলহামদুলিল্লাহ
দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত ফলাফলে বাংলাদেশের হাফেজ কারী মোহাম্মদ জাকারিয়া তৃতীয় হয়েছে এবং সেরা কন্ঠে প্রথম হয়েছে। পুরস্কার হিসেবে এক লক্ষ্য পঞ্চাশ হাজার দেরহাম এবং সেরা কন্ঠের জন্য পাচ হাজার দেরহাম পাবে জাকারিয়া ।
দেশের আলেম উলামারা পারবেন হাফেজ জাকারিয়ার জন্য একটি বিশাল আনন্দ মিছিল বের করতে ? এই সেই জাকারিয়া যে বাংলাদেশের মান রেখেছে বিশ্ব দরবারে। সে একটিং করে কিংবা খেলার মাঠে রোজা ভঙ্গ করে নয় সে আল্লাহর দেওয়া শ্রেষ্ট মহা গ্রন্ত আল কুরআন তেলওয়াত করে দুবাইয়ের মাঠিতে বাংলাদেশী পতাকা উচু করেছে।
ক্রিকেট প্রেমীরা যদি আনন্দ মিছিল বের করতে পারে , রাজনৈতিক কর্মীরা যদি আনন্দ মিছিল বের করতে পারে , আপনারা কেন পারবেন না ?
অভিনন্দন জাকারিয়া অভিনন্দন বাংলাদেশের কুরআনের প্রেমিকেরা
বিষয়: বিবিধ
১৮৫৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি মুসলিম হয়ে অন্য ধর্মের অনুষ্ঠানে মুর্তির সামনে নতজানু হলেই যেন চেতনা ব্যবসা হয়।
আবার তা মিড়িয়ায়ও ফলো করে প্রচারিত হয়।
আমাদের জন্য এরচেয়ে লজ্জার বিষয় আর কি আছে?
ইহকালে মূল্য না থাকলেও পরকালে অনেক মূল্য আছে এই হাফেজকারী দের। কেননা তারা কোরআন তিলাওয়াত করবে আর জান্নাতের এক একটি স্তর পর হবে। তার তেলাওয়াত যেখানে শেষ হবে সেটাই তার স্থান।
আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমীন।
মন্তব্য করতে লগইন করুন