Rose Good Luck Yawn অভিনন্দন জাকারিয়া অভিনন্দন বাংলাদেশের কুরআনের প্রেমিকেরা Rose Good Luck Yawn

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ জুলাই, ২০১৫, ১১:৪১:১০ রাত



আলহামদুলিল্লাহ

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত ফলাফলে বাংলাদেশের হাফেজ কারী মোহাম্মদ জাকারিয়া তৃতীয় হয়েছে এবং সেরা কন্ঠে প্রথম হয়েছে। পুরস্কার হিসেবে এক লক্ষ্য পঞ্চাশ হাজার দেরহাম এবং সেরা কন্ঠের জন্য পাচ হাজার দেরহাম পাবে জাকারিয়া ।

দেশের আলেম উলামারা পারবেন হাফেজ জাকারিয়ার জন্য একটি বিশাল আনন্দ মিছিল বের করতে ? এই সেই জাকারিয়া যে বাংলাদেশের মান রেখেছে বিশ্ব দরবারে। সে একটিং করে কিংবা খেলার মাঠে রোজা ভঙ্গ করে নয় সে আল্লাহর দেওয়া শ্রেষ্ট মহা গ্রন্ত আল কুরআন তেলওয়াত করে দুবাইয়ের মাঠিতে বাংলাদেশী পতাকা উচু করেছে।

ক্রিকেট প্রেমীরা যদি আনন্দ মিছিল বের করতে পারে , রাজনৈতিক কর্মীরা যদি আনন্দ মিছিল বের করতে পারে , আপনারা কেন পারবেন না ?

Roseঅভিনন্দন জাকারিয়া অভিনন্দন বাংলাদেশের কুরআনের প্রেমিকেরা Good Luck

বিষয়: বিবিধ

১৮৫৭ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329053
০৮ জুলাই ২০১৫ রাত ১২:৪২
তবুওআশাবা্দী লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন: হাফেজ কারী মোহাম্মদ জাকারিয়ার তেলাওয়াতের কোনো অডিও বা ভিডিও যোগার করতে পারলে ব্লগে দিয়ে দেবেন, প্লিজ |
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১১
271457
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার কাছে ভিডিও নেই যদি পাই ইনশা আল্লাহ দেব
329064
০৮ জুলাই ২০১৫ রাত ০৩:১৭
শেখের পোলা লিখেছেন : সুবহানাল্লাহ! এরাই প্রকৃত ভাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে৷ আল্লাহ জাকারিয়াকে য়েদায়েতের পথে চলার তৌফিক িন৷
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১১
271458
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমিন ছুম্মা আমিন
329070
০৮ জুলাই ২০১৫ সকাল ০৫:১৯
রাইয়ান লিখেছেন : এরাই তো আমাদের সোনার সন্তান , কিন্তু এদের ব্যাপারে কারো কোনো আগ্রহ বা আকাংখা নেই। একটা জাতির কপাল কতটুকু পুড়লে তারা এতটা হীনমন্য হতে পারে !
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১২
271459
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের ভাগ্য এত করুন হবে ভাবতে ও লজ্জা হয়
329074
০৮ জুলাই ২০১৫ সকাল ০৫:৫৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আমরা প্রতিটি বিষয়ে আনন্দিত হলেও ইসলামীক বিষয় বা কোরআন ও সহী হাদীসের জয়ে আনন্দিত হতে পারিনা.....! এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা।

আপনি মুসলিম হয়ে অন্য ধর্মের অনুষ্ঠানে মুর্তির সামনে নতজানু হলেই যেন চেতনা ব্যবসা হয়।
আবার তা মিড়িয়ায়ও ফলো করে প্রচারিত হয়।


আমাদের জন্য এরচেয়ে লজ্জার বিষয় আর কি আছে?
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১২
271460
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে একমত
329106
০৮ জুলাই ২০১৫ সকাল ০৮:৩৯
জ্ঞানের কথা লিখেছেন : মাশাআল্লাহ! আল্লাহ এই ভাইকে আরো উন্নতি করার তাওফিক দিন। বিশ্ব জাহানে মুসলমানদেরকে আরোও উজ্জল করুন। আল্লাহ তার কন্ঠ্যে আরো মধুরতা দান করুন।

ইহকালে মূল্য না থাকলেও পরকালে অনেক মূল্য আছে এই হাফেজকারী দের। কেননা তারা কোরআন তিলাওয়াত করবে আর জান্নাতের এক একটি স্তর পর হবে। তার তেলাওয়াত যেখানে শেষ হবে সেটাই তার স্থান।

আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমীন।
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
271461
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমিন ছুম্মা আমিন
329120
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২৩
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আলহামদুলিল্লাহ
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
271462
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck আলহামদুলিল্লাহ
329125
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৪৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুখবরটি সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
271463
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ Good Luck
329155
০৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে তো ভাই কুরআন এর কথা বলাই অপরাধ!
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
271464
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাই
329323
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:২৭
১০ জুলাই ২০১৫ রাত ১২:০৬
271709
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
১০
329333
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:৪২
হতভাগা লিখেছেন : বাংলাদেশ কি এরকম প্রতিযোগিতার আয়োজন করতে পারে না !
১০ জুলাই ২০১৫ রাত ১২:০৭
271711
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হয়তো বিশেষ কোনো ব্যক্তির বিশেষ স্বপ্ন ছিল না বলেই হচ্ছে না।
১১
330131
১৫ জুলাই ২০১৫ রাত ১১:২৫
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক অনেক অভিনন্দন ভাইটিকে। শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ
১৬ জুলাই ২০১৫ রাত ০১:১০
272365
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File