খুন গুম আর ধর্ষণে দেশ এগিয়ে যাচ্ছে

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ জুন, ২০১৫, ০১:৩২:০৪ রাত



আজ থেকে ২ বছর পূর্বে দেশের মধ্যে একটি খুন হলে পত্রিকার প্রধান শিরোনাম হয়ে যেত আর এখন এক দিনে ৫ টি হলেও প্রধান শিরোনাম হয় না। কারণ হচ্ছে প্রতিদিন যদি একটি পত্রিকা শুধু খুনের খবর শিরোনাম করে তাহলে অনেকে তা পড়বে না আর এভাবে পাঠক সংখা কমে যাবে পাঠক সংখা কমে গেলে সার্কুলেশন কমে যাবে। তখন পত্রিকাটি বন্ধ করে ফেলতে হবে।নয়তো সরকারের চাপে প্রধান শিরোনাম করতে পারেনা পত্রিকার সম্পাদক। দেশে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যা রক্তাক্ত ও প্রতিহিংসার পরিবেশ বলা যায়। প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে গুম খুন হচ্ছেই আর তা অধিকাংশ রাজনৈতিক। সাথে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে সরকারের ইন্দোনে প্রশাসনের মাধ্যমে।

মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে দেখা গেছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে ৯৫টি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ক্রসফায়ারে মারা গেছেন ৭৩জন। গত পাঁচ মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১৩৭ জন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মারা গেছেন ২০ জন বাংলাদেশের নাগরিক। আহত ২৯ জন, আর অপহরণ করা হয়েছে ১৬ জনকে।অধিকার’এর তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সারা দেশে ২৩৩টি ধর্ষণের ঘটনা ঘটে। তবে বছরের প্রথম চার মাসের তুলনায় মে মাস এর হার আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে ৩৩, ফেব্রুয়ারিতে ৪৪, মার্চে ৪০, ও এপ্রিল মাসে ৪১টি ধর্ষণের ঘটনা ঘটে। কিন্তু মে মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৭৫ টি।

ধর্ষণের মতো যৌতুকের কারণে সহিংসতার ঘটনাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে ১৩, ফেব্রুয়ারি ও মার্চে ১৫টি করে এবং এপ্রিল মাসে ১৩টি সহিংসতার ঘটনা ঘটে। তবে মে মাসে এ ধরনের সহিংসতা হয়েছে ১৭ টি। যৌন হয়রানির শিকার হয়েছেন ৬২জন।সংস্থাটি আরও জানায়, বছরের পাঁচ মাসে অ্যাসিড সহিংসতার ঘটনা ঘটেছে ২৪টি। মানবাধিকার সংস্থা অধিকার দেশের অনেক জায়গার খবর পায় নাই নয়তো তাদের হিসেবের খাতা অনেক দীর্ঘ হয়ে যেত।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এর মধ্যে ক্রসফায়ার অন্যতম। আসলে এই ক্রসফায়ার কি ? যে মানুষটিকে ক্রসফায়ারে মারা হলো তার সাথে কি কোনো অস্ত্র ছিল ? গত ৫ মাসে যতটা রাজনৈতিক ক্রসফায়ার হয়েছে প্রত্যেকটির একটি একটি করে তদন্ত করে দেখুন একটিতে খুন হওয়া ব্যক্তির সাথে অস্ত্র পাবেন না। তাহলে বন্দুক যুদ্ধ বা ক্রসফায়ার বলে নিরপরাধ মানুষদের খুন করা হচ্ছে কেন ?এটাকে কি রাজনৈতিক প্রতিহিংসার খুন বলা যাবে না ? রাজনৈতিক মতপার্থক্যের কারণে খুন গুম স্বাধীন দেশে কাম্য নয়। ক্রসফায়ার নাটক এভাবে ধারাবাহিক হয়ে গেলে দেশের আগামী দিনের অগ্রযাত্রায় বাধা হয়ে দাড়াবে।

দেশের এই যখন করুন হাল ঠিক তখন সরকার মহলে সুর দেশ এগিয়ে যাচ্ছে। ধর্ষণ ,খুন আর গুমে যখন দেশের মাঠি ও মানুষ আহাজারি করতেছে তখন সরকার মহলের এমন সুর আসলেই লজ্জা জনক। দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা রক্ষার জন্য সহিংসতা ও সংঘাতপূর্ণ রাজনীতি বন্ধ করে অবিলম্বে নিরপেক্ষ সরকার কিংবা জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় একটি নির্বাচন জরুরি।

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324257
০৩ জুন ২০১৫ রাত ০১:৪৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এই ঘটনা এখন ঘটনা নহে! মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে!
০৩ জুন ২০১৫ রাত ০৮:১০
266100
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সঠিক কথা বলেছেন ,ধন্যবাদ
324271
০৩ জুন ২০১৫ রাত ০৩:৩৪
০৩ জুন ২০১৫ রাত ০৮:১১
266102
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের জন্য কষ্ট হয়
324284
০৩ জুন ২০১৫ সকাল ০৬:১৮
এ,এস,ওসমান লিখেছেন : আরে ভাই চিল্লান ক্যা দ্যাশ এখন ডিজিটাল হচ্ছে না Chatterbox Chatterbox Chatterbox

এখন আমার আপনার এসব দেখা ছাড়া আর কোন উপায় নায়।
০৩ জুন ২০১৫ রাত ০৮:১২
266103
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশ এগিয়ে যাচ্ছে ডিজিটালের স্লোগানে
324285
০৩ জুন ২০১৫ সকাল ০৬:১৯
শেখের পোলা লিখেছেন : ভাদ্র মাসে কুত্তা পাগল হয়৷ মে মাসে হয়ত দুপেয়ে কুত্তাদের পাগল হওয়ার পালা৷ এ দিক দিয়ে দেশ অবশ্যই এগিয়ে চলেছে৷ কর্তৃপক্ষ হয়ত এই বিষয়টাকেই হিসেবে নিয়েছেন৷
০৩ জুন ২০১৫ রাত ০৮:১৩
266104
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হক কথা বলেছেন জনাব Good Luck Good Luck
324313
০৩ জুন ২০১৫ সকাল ১১:০৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সময় তার বদলা ঠিকই নেয় যত নাচন কোদনই করুকনা কেন সত্য একদিন সামনে আসবেই সে সাংবাদিকরা এখন জ্বি মেডাম জ্বি মেডাম করতেছে তখন তাহারাই এখনের রেকর্ডকৃত অপ্রকাশিত নিউজ গুলো সুযোগ বুঝে ঠিকই হিউজ পুরমানে প্রকাশিবে জাতী এখন আন্তাজ করে তখন ক্লিয়ার হবে তখন বুঝবে ঠেলা..... অনেক ধন্যবাদ ভালো লাগলো পিলাচ
০৩ জুন ২০১৫ রাত ০৯:৫৩
266167
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দিন বদলাবে সকল অপকর্ম জনগণ জানবে সে দিন বিচার ও হবে ,,অনেক ধন্যবাদ ভাইয়া
324317
০৩ জুন ২০১৫ সকাল ১১:১৫
আবু জান্নাত লিখেছেন : শুনেছিলাম একজন নূর হোসেন হত্যার কারণে এরশাদের পতন হয়েছিল। কিন্তু আজ হাজার লক্ষ নূর হোসেনরা প্রাণ দিলেও দেশরত্নরা রত্নই থেকে যায়।
০৩ জুন ২০১৫ রাত ০৯:৫৩
266168
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেটা পরিবর্তন হবার নয় ,,ওদের ইজ্জত ও চেতনা বড়ই কঠিন
324325
০৩ জুন ২০১৫ সকাল ১১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা স্বভাব খুনি তাদের কাছে এটাই অগ্রগতির লক্ষন!!
০৩ জুন ২০১৫ রাত ০৯:৫৪
266170
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন Good Luck
324343
০৩ জুন ২০১৫ দুপুর ০১:১৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আল্লাহর উপর ছেড়ে দিলাম আমার জন্মভূমিকে.......।
০৩ জুন ২০১৫ রাত ০৯:৫৪
266171
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এছাড়া বর্তমানে কোনো উপায় নেই
324565
০৪ জুন ২০১৫ দুপুর ০২:০২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সরকারের লোকেরাই তো সব করতেছে, এগুলো সব মুজিব কাকুর চেতনা....
২০১৪ এর শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন ছাত্র-ছাত্রীকে একটা আবাসিক হোটেলে পর্ণ ভিডিও বানানোর সময় পুলিশ গ্রেপ্তার করলেও তাদেরকে ৫০ টাকা জরিমানা করেই ছেড়ে দেওয়া হল, তাদের ছাত্রত্ব ও বাতিল হল না! ঐ একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন পর্দানশীন ছাত্রী তাদের কাছে পর্দার উপর লিখা ২/৩টা বই রাখার অপরাধে ও গভীর রাতে হলে তাহাজ্জুদের নামায পড়ার অপরাধে ২ ছাত্রীকে ছাত্রলীগের নেতা-নেত্রীরা ইচ্ছেমত উত্তম-মধ্যম দিয়ে হল থেকে বহিষ্কার করে দিল। একদিকে লতিফ সিদ্দিকীর মত মুরতাদরা জামিন পেয়ে যায়, অন্যদিকে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামি চিন্তাবিদ ও হাদিসের আলোকে মানব জীবন বইয়ের সন্মানীত লেখক এ.কে.এম ইউসুফদের লাশ জেল থেকেই বের হয়!!! এই ঘটনাগুলো থেকে বাংলাদেশ সরকার ও সেকুলার মুসলিমদের অবস্থান স্পষ্ট হয়ে যায়।
আপনাকে ধন্যবাদ
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
266436
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যতদিন হায়েনার দল ক্ষমতায় থাকবে দেশের মধ্যে শান্তি কল্পনা করা যায় অন ,,অনেক মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File