স্কুল বন্ধু
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩১ মে, ২০১৫, ০৭:১৬:৫১ সন্ধ্যা
বন্ধু হচ্ছে আত্মার বন্ধন ।বন্ধু পাওয়া যেমনটা সহজ ধরে রাখা তেমনটা সহজ নয়। বন্ধুত্ব যেমনটা মধুর তেমনটা তিতা।কাধেঁ হাত রেখে চলা মানে শুধু বন্ধুত্ব নয় বরং বন্ধুর কাধেঁর উপর থাকা ভারী কষ্ট ভাগাভাগি করে বহন করার নাম বন্ধুত্ব। জীবনের চলার পথে অনেক রকমের বন্ধুর দেখা মিলে।সময়ের পার্থক্যে বন্ধু বধল হয়। শৈশব থেকে শুরু করে কর্মজীবনে অনেক বন্ধুর দেখা মিলে। কিন্তু বিশেষ করে ছাত্রত্বকালীন সময়ের বন্ধুদের কখনো ভুলার নয়। একজন মানুষরে জীবনে ছাত্রত্বকালীন সময় অনেক মধুর হয়। আর সেই সময়কে ভুলা যায় না , সেই সময়ের বন্ধুদের ভুলা যায় না।
একজন সত ও চরিত্রবান বন্ধু সব সময় ভালো কাজে সাহায্য করে মানসিক ভাবে ,নতুবা কর্মের মাধ্যমে আর সেটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে । ঠিক তেমনি একজন অসত ও চরিত্রহীন বন্ধু সব সময় অন্যায়ের পথে নিয়ে যায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে।
স্কুল বন্ধু মানে আমার কাছে মনে হয় আয়না।নিজ চেহারা দেখতে হলে বন্ধুর চরিত্র ও চলাফেরার দিকে থাকেলই হয়। সমাজে চলাফেরার জন্য একটা সুন্দর আদর্শের পথ হিসেবে দেখতে গেলে ও দেখা যায় একটি আদর্শ বন্ধু সমাজকে ।আমার বন্ধুদের মধ্যে ছিল ভালোবাসার বিরাট ভান্ডার । স্কুল জীবনের প্রতিটি মিনিট আমার চোখের সামনে আজ ও দেখা দেয়। ক্লাস বিরতিতে আড্ডা দেওয়ার দৃশ্য ভুলার মত নয় ,মিষ্টি ঝগড়া ভুলার মত নয় ,কাধেঁ হাত রেখে চলা ভুলার মত নয়।
জীবনের একটা অধ্যায় পার করতে হয় স্কুল বন্ধুদের সাথে। আমার স্কুল বন্ধুদের কেউই কাছে নেই দেশে চাকুরী ,পড়াশুনা আবার প্রথিবীর বিভন্ন দেশে উড়াল দিয়েছে জীবন যুদ্ধে অংশ নিতে।হয়তো অনেকের সাথে যোগাযোগ নেই কিন্তু তাদের প্রতি ভালবাসা একটু ও কমেনি।মেয়ে বন্ধুদের বোনের মত মনে হত তারাও আজ নিজ কর্মে কর্মজীবী যোগাযোগ এই একই রকম কারো সাথে আছে আবার কারো সাথে পরিবেশ প্রতিকূলের ফলে নেই।
সবার জন্য দোয়া করি আল্লহ যেন ভালো রাখেন সঠিক পথে চলার তৌফিক দান করেন আমীন।
বিষয়: বিবিধ
৫৩০৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল বন্ধু মানুষের জন্য জরুরি।
ভাল বন্ধু মানুষের জন্য জরুরি।সবার জন্য দোয়া করি আল্লহ যেন ভালো রাখেন সঠিক পথে চলার তৌফিক দান করেন আমীন।
আমীন
আমিও প্রায় আমার ছোট বেলার বান্ধবীদের কথা ভেবে নষ্টলজিক হই!
চমৎকার বন্ধু কাহন ভালো লাগলো!
বাড়ির আসে পাশে আজকাল অনেক আগাছা কারন বাড়ির লোকজন বাইরে চলে গেছে!! !
মন্তব্য করতে লগইন করুন