Love Struck Good Luck Rose স্কুল বন্ধু Love Struck Good Luck Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩১ মে, ২০১৫, ০৭:১৬:৫১ সন্ধ্যা



বন্ধু হচ্ছে আত্মার বন্ধন ।বন্ধু পাওয়া যেমনটা সহজ ধরে রাখা তেমনটা সহজ নয়। বন্ধুত্ব যেমনটা মধুর তেমনটা তিতা।কাধেঁ হাত রেখে চলা মানে শুধু বন্ধুত্ব নয় বরং বন্ধুর কাধেঁর উপর থাকা ভারী কষ্ট ভাগাভাগি করে বহন করার নাম বন্ধুত্ব। জীবনের চলার পথে অনেক রকমের বন্ধুর দেখা মিলে।সময়ের পার্থক্যে বন্ধু বধল হয়। শৈশব থেকে শুরু করে কর্মজীবনে অনেক বন্ধুর দেখা মিলে। কিন্তু বিশেষ করে ছাত্রত্বকালীন সময়ের বন্ধুদের কখনো ভুলার নয়। একজন মানুষরে জীবনে ছাত্রত্বকালীন সময় অনেক মধুর হয়। আর সেই সময়কে ভুলা যায় না , সেই সময়ের বন্ধুদের ভুলা যায় না।

একজন সত ও চরিত্রবান বন্ধু সব সময় ভালো কাজে সাহায্য করে মানসিক ভাবে ,নতুবা কর্মের মাধ্যমে আর সেটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে । ঠিক তেমনি একজন অসত ও চরিত্রহীন বন্ধু সব সময় অন্যায়ের পথে নিয়ে যায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে।

স্কুল বন্ধু মানে আমার কাছে মনে হয় আয়না।নিজ চেহারা দেখতে হলে বন্ধুর চরিত্র ও চলাফেরার দিকে থাকেলই হয়। সমাজে চলাফেরার জন্য একটা সুন্দর আদর্শের পথ হিসেবে দেখতে গেলে ও দেখা যায় একটি আদর্শ বন্ধু সমাজকে ।আমার বন্ধুদের মধ্যে ছিল ভালোবাসার বিরাট ভান্ডার । স্কুল জীবনের প্রতিটি মিনিট আমার চোখের সামনে আজ ও দেখা দেয়। ক্লাস বিরতিতে আড্ডা দেওয়ার দৃশ্য ভুলার মত নয় ,মিষ্টি ঝগড়া ভুলার মত নয় ,কাধেঁ হাত রেখে চলা ভুলার মত নয়।

জীবনের একটা অধ্যায় পার করতে হয় স্কুল বন্ধুদের সাথে। আমার স্কুল বন্ধুদের কেউই কাছে নেই দেশে চাকুরী ,পড়াশুনা আবার প্রথিবীর বিভন্ন দেশে উড়াল দিয়েছে জীবন যুদ্ধে অংশ নিতে।হয়তো অনেকের সাথে যোগাযোগ নেই কিন্তু তাদের প্রতি ভালবাসা একটু ও কমেনি।মেয়ে বন্ধুদের বোনের মত মনে হত তারাও আজ নিজ কর্মে কর্মজীবী যোগাযোগ এই একই রকম কারো সাথে আছে আবার কারো সাথে পরিবেশ প্রতিকূলের ফলে নেই।

সবার জন্য দোয়া করি আল্লহ যেন ভালো রাখেন সঠিক পথে চলার তৌফিক দান করেন আমীন।

বিষয়: বিবিধ

৫৩০৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323672
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
ভাল বন্ধু মানুষের জন্য জরুরি।
০১ জুন ২০১৫ রাত ০৯:৩০
265426
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ
323685
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ জুন ২০১৫ রাত ০৯:৩০
265427
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ
323692
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সবই এখন স্মৃতি। সবার জীবনেই এরকম ঘটনা আছে।
০১ জুন ২০১৫ রাত ০৯:৩১
265428
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সঠিক কথা বলেছেন ,,ধন্যবাদ
323693
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। জীবন খুব ফাস্ট খুব গতিশীল কিন্তু হটাৎই একদিন মনের মাঝে অনেক কথা উকি দেয়। হটাৎ করেই অতীত এসে সামনে দাড়ায়, মনে হতে থাকে আরে আমি তো মানুষ, মেশিন না। পেছনের অনেক কথা মনে পরে, পরিচিত মানুষগুলোর মুখ স্মৃতির পাতায় ভেসে উঠে। আপনার লেখা পড়ে মনে হচ্ছে আপনিও এমন থমকে দাড়িয়ে হটাৎই মনের সেই স্মৃতিগুলো ব্লগে লিখে ফেলেছেন।
০১ জুন ২০১৫ রাত ০৯:৩৩
265431
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া আমার সকল বন্ধুর সাথে যোগাযোগ আছে তবে হয়ত যোগাযোগের মাত্রা কম বেশ। আপনার মূল্যবান মন্তব্যের জন্য শুকরিয়া
323700
৩১ মে ২০১৫ রাত ০৮:২০
আবু জান্নাত লিখেছেন : জীবন চলার পথে ভালো বন্ধু খবই প্রয়োজন। আমি যেমন একজন ভালো বন্ধু খুজছি, ঠিক যাকে বন্ধু বানানোর চেষ্টায় আছি, হয়তো সেও একজন ভালো বন্ধুর খোজে ঘুরে বেড়াচ্ছেন। এতকিছুর মাঝেও যদি খারাপ বন্ধু জুটে তবে ছাত্রজীবন কলঙ্কময় হয়ে উঠে। ভালো বন্ধু পেলে ছাত্রজীবন আদর্শ হিসেবে গড়ে উঠে। ধন্যবাদ
০১ জুন ২০১৫ রাত ০৯:৩৪
265432
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গুরুত্বসহকারে লিখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
323724
৩১ মে ২০১৫ রাত ১০:১২
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।ভালো লাগলো অনেক ধন্যবাদ
ভাল বন্ধু মানুষের জন্য জরুরি।সবার জন্য দোয়া করি আল্লহ যেন ভালো রাখেন সঠিক পথে চলার তৌফিক দান করেন আমীন।
০১ জুন ২০১৫ রাত ০৯:৩৮
265437
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মূল্যবান কথা বলে ধন্যবাদ ভাইয়া ।

আমীন
323751
০১ জুন ২০১৫ রাত ১২:৪৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম !

আমিও প্রায় আমার ছোট বেলার বান্ধবীদের কথা ভেবে নষ্টলজিক হই!

চমৎকার বন্ধু কাহন ভালো লাগলো!
০১ জুন ২০১৫ রাত ০৯:৩৯
265439
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মূল্যবান মন্তব্য পেয়ে ভালো লাগলো ,,আপনার বান্ধবীদের জন্য দোয়া রইলো
323779
০১ জুন ২০১৫ রাত ০২:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহুি আম যা তা লেখক সইতে পারবেনা তাই আমার কথা গুলো বুকের ভেতর লুকিয়ে রেখে দিচ্ছি।

বাড়ির আসে পাশে আজকাল অনেক আগাছা কারন বাড়ির লোকজন বাইরে চলে গেছে!! !
০১ জুন ২০১৫ রাত ০৯:৩৯
265440
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই বুঝতে পেরেছি আপনার মনের কথা। ধন্যবাদ
০১ জুন ২০১৫ রাত ০৯:৫২
265448
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বুঝতে পারলেই মুক্তি পেলুম!
323885
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
শেখের পোলা লিখেছেন : এই বুড়ো বয়সে তাদের কথা বেশী করে মনেপড়ে৷ কয়েকজন আজও সেই ছোটকালের বন্ধুর মতই আছে৷ বাকীরা কে কোথায় কেমন আছে জানতে ইচ্ছে করে৷ ধন্যবাদ আপনাকে৷
০১ জুন ২০১৫ রাত ০৯:৪০
265442
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ জনাব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File