এই এতিম শিশুর মৃত্যুর জন্য কে দায়ি ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ মার্চ, ২০১৩, ০৬:১২:০৮ সন্ধ্যা
মানুষ অনেকটা পরিবেশ বান্ধব হয় ।যে পরিবেশে যার জন্ম সেই পরিবেশের সংস্কৃতি সে লালন করে তার সংস্কৃতিতে ।একটি শিশু জন্ম নেওয়ার পর কিছু দিন পরে সে কথা বলতে শিখে ,তখন তার মা তাকে যা শিখায় সে তা শিখে ,যেমন তাকে যদি শিখানো হয় মাম্মি ডেডী তাহলে সে ও তা শিখবে ।আবার ঐ শিশুকে যদি শিখানো হয় মা বাবা তাহলে সে তাই শিখবে ।শিশুদের বেলায় পরিবেশ অত্যন্ত কার্যকরী।
আমি যখন দেশে ছিলাম তখন আমার একটা অব্যাস ছিল শিশুদের দেখলেই মিষ্টী চড় মারার ,একদিকে আমি চড় মারতাম অন্য দিকে আমার দাদি আমাকে নিষেদ করতেন তিনি বলতেন শিশুদের যা শিখাবে সে তা শিখবে ।তিনি আর বলতেন তুমি যদি তাকে মার একটা সে তোমাকে মারবে একটা ।
মানুষের আরো একটি বিষয় গুরুত্তের সেটা হলো আবেগ ।আবেগের উপর নির্বির করে মানুষে অনেক কিছু করে বসে ।মানুষের আবেগ থাকা ভালো কিন্তু আবেগের পরিধী সীমা অতিক্রম করলে উম্মাদনা সৃষ্টি হয়ার সম্ভাবনা থাকে ।উম্মাদনা বিরাট ভূল ও নিরর্থক একটি কাজ ।একজন ব্যক্তি বা ঘুষ্টী যখন উম্মাদ হয়ে যায় তখন ঐ ব্যক্তি বা ঘুষ্টী ভুল পথ অনুশরন করে ।উম্মাদনার ফলে চিন্তা ভাবনা না করে যা ইচ্ছে তা করে ,পরবর্তিতে বিপদ ডেকে আনে ।শিশুর বেলায় উম্মাদনা মারাত্তক বিপদের সম্মুখিন হয়ার সম্ভাবনা থাকে ।
এরকম একটি বিপদ ডেকে এনেছে আমাদের দেশের কথিত ব্লগার নামধারী কিছু যুবক ও যুবতি তাদের লালনকারী ।তারা গত ৫ ফেব্রুয়ারি থেকে ঢাকার শাহবাগ চত্তরকে মূল মঞ্চ বানিয়ে গোটা দেশে ছরিয়ে দিয়েছে তাদের কথিত আন্দোলন ।তাদের এই উম্মাদনাকে আর বিপদ ডেকে এনেছে ।তারা ১৯৭১ সালের মানবতা বিরুধি অপরাধের দায়ে ট্রাইবুনাল জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জিবন জেল দেয় ।কিন্তু এই কথিত ব্লগাররা এই রায়ের বিরুদ্ধে আন্দোলন করতেছে ।তাদের কথা সেই রায় ফাসির রায় কেনো হলো না ।তাই তারা আন্দোলনের নামে সারা দেশে গান বাঝনা ,হিংসা বিদ্ধেস ছরিয়ে দিয়েছে ।তারা কাদের মোল্লার ফাসির দাবিতে ফাসির অভিনয় করে যাচ্ছে ,ফাসি ফাসি বলে মিছিল করতেছে ,অভিনয় সরুপ প্রতিকি ফাসির রস্মি নিজের গলায় জুলাচ্ছে ,আবেগ প্রবন দেশের মানুষের গলায় ও জুলাচ্ছে ।আর দেশের কিছু ডিজিটাল টেলিভিশন তাদের এই উম্মাদনার চিত্র সরাসরি সম্প্রচার করতেছে প্রতিমুহুর্ত ।আর তা দেখে দেশের শিশুরা সংক্রমিত হচ্ছে ।এমনকি শিশুরা সেই উম্মাদনায় মৃত্যু বরন করতেছে ।দৈনিক আমার দেশ পত্রিকায় গত ২৬ ফেব্রুয়ারি একটি খবর ছাপায় এই উম্মাদনার কারনে মৃত্যুর ,নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কাদের মোল্লার প্রতীকী ফাসির অভিনয় করতে গিয়ে গলায় ফাস লেগে এতিম শিশু মারা যায় ।শিশুটির নাম আব্দুর রহমান সাকিল (১৪)তার বাবার নাম মৃত আব্দুল বারি ।আমার দেশ পত্রিকায় লিখে মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার প্রতীকী ফাঁসির মঞ্চ সাজিয়ে রোববার রাতে শিশু-কিশোরদের ‘ফাঁসি ফাঁসি খেলা’ উপভোগ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ কিছু লোকজন ।একপর্যায়ে রাত ৮টায় ফাঁসির অভিনয় করতে গিয়ে আকস্মিক সাকিলের গলায় ফাঁস লাগে ।এ সময় মঞ্চে উপস্থিত লোকজন দ্রুত গলার ফাঁস খুললেও সাকিলকে বাঁচানো সম্ভব হয়নি ।সাকিলের বাবা-মা কেউ নেই ।সে নানার বাড়িতে থাকতো ।এদিকে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাকিলের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় ।তবে এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সাকিলের নিকটাত্মীয়রা টেলিভিশনে ফাঁসির মঞ্চের দৃশ্য দেখে সাকিল এ ধরনের অভিনয় করতে উত্সাহিত হয়েছে বলে বিলাপ করছেন ।
এই এতিম শিশুর মৃত্যুর জন্য কে দায়ি ?শাহবাগের কথিত জাগরন মঞ্ছ নাকি এই মঞ্ছের লালন কারী সরকার ?নাকি ডিজিটাল টেলিভিশনে যারা প্রতি মুহুর্তে ফাসি ফাসি খেলা দেখিয়ে বাচ্চাদের উম্মাদনা সৃষ্টি করতেছে ?
কে দেবে এর জবাব ?দেশের টেলিভিশনের টোকশোতে অনেক কিছু আলোচনা হয় কেনো আলোচনা হয় না এই এতিমদের মত হতবাঘাদের ?এই মঞ্চের অশ্লিলতা ও উম্মাদনার চিত্র দেশের শিশুদের দেখিয়ে যারা কুমল মতি শিশুদের আবেগ কে ভিন্নখাতে পরিচালোনা করার জন্য এই শাহবাগের মঞ্চ কে আইনের সম্মুখিন হতে হবে ?নাকি সম্মানি দেওয়া হবে তা সময়ের কাছে ছেড়ে দিলাম ।ছেড়ে দিলাম দেশের মানুষের বিবেকের কাছে ।
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন