ফাজলামির ও একটা সীমা থাকা চাই
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৯ এপ্রিল, ২০১৫, ০৭:৪০:২২ সন্ধ্যা
সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মাহির ভোটের ঝাড়ু
বাংলাদেশে ভোটের রাজনীতি মূল রাজনীতি থেকে অনেক গুন এগিয়ে। ভোটের জন্য মিছিল , ভোটের জন্য ভাষণ ,ভোটের জন্য হাসি ,ভোটের জন্য কান্না ,ভোটের জন্য থামাসা সব করতে পারেন ভোটের রাজনৈতিক ব্যক্তিরা। জাতীয় কিংবা স্থানীয় এমনকি সমিতি ,বাজার কমিটি ,স্কুল কমিটি যে কোনো পর্যায়ের নির্বাচন আসুক না কেন তখন আমরা দেখতে পাই ভোটের রাজনীতির আসল রূপ।
আসন্ন তিন সিটি নির্বাহনকে সামনে রেখে যা করতেছেন প্রার্থীরা তা নিতান্তই হাস্যকর। যে মানুষ গাড়ির কালো গ্লাস কখন নিচে করে নাই সেই মানুষ ভোটের জন্য হেটে চলে। যে মনুষ গাড়ির গ্লাস দিয়ে মুখ বের করে রাজপথে থুথু ফেলে নাই মুখের মধ্যে ধুলা বালি লেগে যাবে বলে সে শুধু মাত্র ভোটের জন্য ঝাড়ু কোদাল কাস্তে হাতে নিয়ে রোড পরিষ্কার করতে নেমেছে।
সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আনিসের ভোটের ঝাড়ু
এই যে একটা ফাজলামি করা হচ্ছে দিনমজুর শ্রমিকের শ্রমের সাথে তা মূলত মারাত্মক মানবতা বিরুধী অপরাধ। ফতশেসনের জন্য ঝাড়ু হাতে নিতে পারলেও মানবতার জন্য একটিবার ও ময়লা আবর্জনায় পা রাখা যাবে না সেটা আমরা ভালো করেই জানি। গরিবের সাথে থামাসা করা যায় ভোটের আশায় কিন্তু ভোট পেতে হলে চাই জনগনের মনের ইচ্ছে।
ভোটের জন্য রাজনীতি বন্ধ করতে হবে মানুষের জন্য রাজনীতি করতে হবে। শুধু নির্বাচন আসলে নয় সব সময় জনসাধারণের পাশে থাকতে হবে তখন দেহস প্রেমিক রাজনীতিবিদ বলা যাবে। আমরা এখন যাদের এই ফাজলামি করতে দেখতেছি তাদের কে কখনো দেশের জন্য জনগনের জন্য রাজনীতি করতে দেখি নাই। তাই সরাসরি একটা কথা বলা ভালো ভোট চুরি না করলে এইসব ফাজলামির জবাব সিটির জনগণ দেবেই দেবে।
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নির্বাচন শেষে এই সব বিদেশী কুকুরকে আর রাস্তায় দেখা যাবে না।
দেখা যাবে কেন ওরা ভোটের জন্য এখন রাস্তায়
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আপনার লিখাটা খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন