Rose Love Struck Tongue বাংলাদেশ ভারতের সম্পর্ক Rose Love Struck Tongue

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ এপ্রিল, ২০১৫, ০৭:৫৯:২৮ সন্ধ্যা



পত্র পত্রিকায় বাংলাদেশের নামের পাশে ভারত যুক্ত দেখলেই মনে করতে হয় আবার কিছু হয়েছে। এ টু জেড ইংরেজি অক্ষরের শুরু থেকে শেষ ,আর গুলি থেকে লাশ বাংলাদেশ -ভারতের সম্পর্কের শুরু থেকে শেষ। গুলি থেকে লাশের মধ্য খানে রয়েছে শুষণ ,কুটনৈতিক শত্রুতা ,বাংলাদেশের জাতীয় বিষয়ে ভারতের নগ্ন হস্থক্ষেপ , ট্রানজিট নামের মিছে ভালোবাসা প্রধান করা হচ্ছে ভারতকে, রয়েছে পানি না দেওয়ার শত্রুতা।

বাংলাদেশ নাম ভারতের কাছে একটা মহা শত্রু হিসেবে পরিচিত বলে মনে হচ্ছে ভারতের কর্মকান্ডে। ইংরেজি অক্ষরের এ টু জেডের ন্যায় ভারত বাংলাদেশকে পেছনের রাখার অপকৌশলের পন্থা হিসেবে কুটনৈতিক তত্পরতা চালায়। সীমান্ত থেকে শুরু করে ক্রিকেট মাঠ শুধু নয় দেশের ভেতর ঢুকে নগ্ন হস্থক্ষেপ করে যাচ্ছে ভারত। সীমান্তে পাখির মত খুন করা শত্রুতার প্রথম প্রমান। বিশ্বের এমন কোনো দেশ আজ পর্যন্ত বলে নাই তাদের সীমান্তে এরকম খুন হয়েছে ।কিন্তু আমাদের দেহ্সের সীমান্তে খুন হচ্ছে হরহামেসা।

আজ রোববার যশোরের মানবাধিকার সংগঠন রাইটস এক সাংবাদিক সম্মেলনে বলেছে শুধু দক্ষিণ-পশ্চিম সীমান্তে চলতি বছরের প্রথম তিন মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১০ জন বাংলাদেশী নিহত হয়েছেন

আরো সগঠনটি আরো বলেছে বিএসএফ ১৩ জন বাংলাদেশীকে অপহরণ ও সাতজনকে নির্যাতন করে। সংগঠনটির নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক বক্তব্যের মাধ্যমে এই তত্ত্ব উপস্থাপন করেন।

ফারাক্কা মুখে বাধ এবং টিপাই মুখে বাধের কাজের মাধ্যমে ভারত তাদের শত্রুতার চূড়ান্ত রূপ দেখাতে সক্ষম হয়েছে।

ক্রিকেট মাঠে আম্প্যার কে অর্থের মাধ্যমে ক্রয় করে আইসিসিকে কুটনৈতিক ভাবে বেহাল করে বিশ্বকাপ ক্রিকেট থেকে বাংলাদেশের স্বপ্নকে গুলি করে হত্যা করেছে ততাকথিত বন্ধু দেশ ভারত।

প্রবাসে ভারত তাদের ফায়দা হাসিলের জন্য প্রতিনিহত বাংলাদেশীদের বিরুদ্ধে কুটনৈতিক অত্যাচার করে যাচ্ছে। সুযোগ পেলেই বাংলাদেশী প্রবাসীদের বিরুদ্ধে তাদের মানুষ দ্বারা পরিচালিত গণমাধ্যমের মাধ্যমে অপপ্রচার চালায়। বিদেশী রাষ্টগুলোর কাছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে নির্লজ্জের মত।

বাংলাদেশের জাতীয় বিষয়ের প্রতিও নগ্ন হস্থক্ষেপ করে যাচ্ছে ভারত। বিশ্ব দেখেছে কি ভাবে একটি পাতানো নির্বাচনের পক্ষে সরাসরি অবস্থানের মাধ্যমে ভারত তাদের প্রিয় দলকে ভোট বিহীন বিজয়ে সহায়তা করেছে। বাংলাদেশের গণমাধ্যমে দেখা গেছে নির্বাচন নামের খেলার পূর্বে এবং পরে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রশাসনের সাথে ভারতীয় নাগরিক দ্বারা হত্যা ,নির্যাতন,ধ্বংশ লীলার তান্ডব পরিচালিত হতে ।

মুসলিম রাষ্ট বাংলাদেশে গরু খাওয়া নিয়ে কথা বলে আন্তর্জাতিক আইন লঙ্গন করা শুরু করে দিয়েছে ভারতের বেহায়া মন্ত্রীরা ।

সময় এসেছে ভারতের বিরুদ্ধে চিনের মত হুঙ্কার দেওয়ার। চীন যখনই এক হুঙ্কার দেয় ভারত মাঠির নিচে গিয়ে মাথা লুকায়। ভারতকে প্রতিহত করার জন্য প্রয়োজনে চিনের সাথে ঐক্য গড়তে হবে।

বিষয়: বিবিধ

১৮৪৩ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313118
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৫
অভিমানী বালক লিখেছেন : আমাদের রক্ষক যখন ভক্ষক তখন এমনটাই হওয়া স্বাভাবিক।
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৮
254121
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এমনটা হতে হতে চরম আকার ধারণ করবে ভাইজান ,,তখন থামানোর পথ থাকবে না
313119
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৭
হতভাগা লিখেছেন : চীনের সাথে ভারতের খাপ খায় । আয়তন এবং জনসংখ্যায় এরা সমানে সমান । চীন যত হাম তাম করুক না কেন হিন্দি - চীনি কিন্তু ভাই ভাই ।

এত কাহিনী করার কিছু নেই । কয়দিন বাদেই যখন লাক্সের আমন্ত্রনে দীপিকা আসবে তখন তাকে নিয়ে পাগলামী শুরু হয়ে যাবে ।

তার My body , my mind , my choice নিয়ে সর্বত্র আলোচনা হবে ।
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৮
254122
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়ার কথা কটকটে হলেও সত্য। Good Luck
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৭
254154
অভিমানী বালক লিখেছেন : আমি ও একমত।
313129
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৭
আবু জান্নাত লিখেছেন : নির্লজ্জ দেশ ভারত, তাদের কথা বাঙ্গালীরা না মানলেও বাঙ্গালীর মাথার উপর যে শকুন বসে আছে সে বাঙ্গালীদের মানিয়েই ছাড়বে। তাই তাড়াতাড়ি শকুন তাড়াতে হবে।
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৪
254124
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রথম কাজ হবে শকুন তাড়ানোর শকুন না তরলে ভারত আমাদের আরো শুষণ করতে থাকবে
313137
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : নির্লজ্জ দেশ ভারত, তাদের কথা বাঙ্গালীরা না মানলেও বাঙ্গালীর মাথার উপর যে শকুন বসে আছে সে বাঙ্গালীদের মানিয়েই ছাড়বে। তাই তাড়াতাড়ি শকুন তাড়াতে হবে। সহমত! ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৩
254144
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রথম কাজ হবে শকুন তাড়ানোর শকুন না তরলে ভারত আমাদের আরো শুষণ করতে থাকবে
313138
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভারতের বড় সাফল্য হচ্ছে নিজের দেশের থেকে অপর দেশে ভারতপ্রেমি বেশি!!
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৩
254143
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খাটি কথা কইছেন ভাইজান
Good Luck Good Luck
313160
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:২১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জলে ভাসা পদ্দ আমি শুধুই পেলাম ছলনা.........
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৩
254141
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এমন প্রেম কেন করেন যে প্রেমের মুল্য দিতে জানে না ,,ভারত আমাদের দেশের সাথে প্রেম করেছে শুষণের জন্য
313167
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
ইংরেজি অক্ষরের এ টু জেডের ন্যায় ভারত বাংলাদেশকে পেছনের রাখার অপকৌশলের পন্থা হিসেবে কুটনৈতিক তত্পরতা চালায়।


উপমাটা মনে হয় সাদৃশ্যপূর্ণ হয়য় নি! অ্যা টু জেড কিভাবে কাকে পেছনে ফেলে?


ভারতকে প্রতিহত করার জন্য প্রয়োজনে চিনের সাথে ঐক্য গড়তে হবে।


চীন আপনার বন্ধু হয়ে গেলো???? চীনের উইগুর মুসলিম সম্প্রদায়ের ইতিহাস জানা আছেতো???? ভারত যদি মুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচারের স্ট্রীম রোলার চালায়, চীন কি উইগুর সম্প্রদায়ের উপর একই ভাবে ইতিহাসের জঘন্যতম অত্যাচার চালাচ্ছে না? তাহলে কেমন করে তাদের সহযোগিতা চাইবেন?
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:০৬
254161
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ টু জেড ,,বলতে সব ক্ষেত্রে বুঝিয়েছি ,,,,
আমি ভৌগলিক ভাবে সীমান্ত হত্যার বিষয়ে ঐক্য বলেছি।
পোস্টটি বুঝতে না পারলে আমার ব্যর্থতা।
313174
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৫
আফরা লিখেছেন : ভাইয়া যে কি বলেন না বাংলাদেশ আর চীন কি এক হল নাকি ।চীনে কি বাংলাদেশের মত ভারতের দালাল আছে নাকি !
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৮
254166
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিকই বলেছেন বাংলাদেশে ভারত প্রেমী তার দেশের চেয়ে বেশি
313186
০৬ এপ্রিল ২০১৫ রাত ০১:৪১
শেখের পোলা লিখেছেন : ছোটদের বইয়ে গল্প দেখেছিলাম৷ বাঘের গলায় হাড় ফুটে যায়৷ সারস কে পুরষ্কারের লোভ দিয়ে, তারে দিয়ে হাড় বার করায়৷ কাজ শেষে সারস তার পুরষ্কার দাবী করলে, বাঘ উত্তর দিল , আমার গলার ভিতর মাথা ঢুকিয়ে বার করে নিয়েছিস, আমিতা চিবিয়ে খাইনি, এটাকি তোর পুরষ্কার নয়?
মনে রাখবেন বাংদেশটাই ভারতের মুখের ভিতর ৭১ সালে পুরে দিয়েছেন, বিডিআর তুলে চৌকীদার রেখেছেন৷ চিবিয়ে খেতে সময় লাগবে না৷ এখনও খায়নি এটাই পুরষ্কার৷
০৬ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৬
254178
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,,এজন্য বুঝি এত হত্যার পরও প্রতিবাদ করেন না আমাদের মুরব্বিরা Crying
১০
313206
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৯:১০
shaidur rahman siddik লিখেছেন : প্রতিনিয়তেই সিমান্তে হত্যা করা হচ্ছে..এর থেকে পরিত্রাণ কি.।?? আবার ভারতেই নগ্নতায় আবদ্ধ করতেছে বাংলাদেশ কে
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৭
254334
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পরিত্রান হচ্ছে আমাদের দেশ থেকে ওদের প্রেমিকদের ক্ষমতা থেকে সরাতে হতে
১১
313364
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় শাহীন ভাইয়া। একেবারে শেকড়ে হাত দিয়েছেন!
খুব ভালো লাগলো আপনার সচেতনতামূলক লিখাটি পড়ে।
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৭
254335
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মূল্যবান কথার মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ
১২
313403
০৭ এপ্রিল ২০১৫ সকাল ০৭:১৫
কাহাফ লিখেছেন :
তিন দিক বেষ্টিত বাংলাদেশের সবচেয়ে বড় দুশমন হল এই রেন্ডিয়া! চেতনার ফেরীওয়ালা লীগ ছাড়া কেউ এ সত্য অস্বীকার করে না!!
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১০
254470
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভারতের হাত থেকে বাচার জন্য প্রথমে তাদের প্রেমিকদের ক্ষমতা থেকে সরাতে হবে ।
১৩
313469
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৫
সজল আহমেদ লিখেছেন : প্রিয়তে কুচকায়া দিলুম ।
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১০
254471
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck
১৪
313723
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৬
আবু জারীর লিখেছেন : অজাত শত্রু বেল এক্টাক কথা আছে। ওদের জন্য তাই প্রযোজ্য।
ধন্যবাদ।
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৩
254661
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck অনেক ধন্যবাদ
১৫
320163
১৫ মে ২০১৫ রাত ০২:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভারতকে প্রতিহত করার জন্য প্রয়োজনে চিনের সাথে ঐক্য গড়তে হবে। অনেক অনেক ধন্যবাদ ।
১৫ মে ২০১৫ রাত ১০:০৫
261305
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File