বিচার চাই
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ মার্চ, ২০১৫, ০৬:৫৮:২৭ সন্ধ্যা
খুনিদের হাতে বন্দী সিলেট শহর ,
নগরেতে বইছে রক্তের নহর।
শিশু সাইদের রক্তে ,
সিলেটের ল্যাম লাইট জ্বলছে।
খালেদের লাশ আজ ও চোখের সামনে ভাসছে।
শিশু সাইদের মা ছেলের জন্য আর অপেক্ষা করে না।
খালেদের বাবা পথ চেয়ে বসে থাকে না।
সাইদের চেচামেচিতে আর কেউ বিরক্ত হয় না।
খালেদের মিষ্টি হাসি দেখে আর কেউ হা করে থাকিয়ে থাকেনা।
একের পর এক হচ্ছে খুন ,
বাগান থেকে হারিয়ে যাচ্ছে ফুল মুন।
খুনিদের গ্রেপ্তার শুধু সমাধান নয় ,
বিচার যেন হয়।
( ২০১৪ সালের জুলাই মাসে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের খুন হওয়া ছাত্র খালেদ আহমদ এবং চলতি মাসে শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সাইদ হত্যার চূড়ান্ত বিচার চাই )
ছবিতে শিশু সাইদ
ছবিতে খালেদ
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন