দুধ আসুক আর না আসুক বাঁট ধরে টানতে থাকুন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ মার্চ, ২০১৫, ০৬:৪৯:০২ সন্ধ্যা
ভারত বরাবরের মত আবার ও প্রমান করেছে তারা হীনমানা। বাংলাদেশি ক্রিকেট খেলোয়ারদের কটাক্ষ করে ইউটিউবে ভারতীয়দের বিজ্ঞাপন আমাদের মনে বিশাল আঘাত দিয়েছে । বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করা হয়েছে বিজ্ঞাপনে।
আমাদের দেশের যারা ভারতের রাজনৈতিক নেতাদের দাদা- দিদা ডেকে গলা ফাটান তাদের লজ্জা নেই। লজ্জা থাকলে জাতীয় ভাবে ব্যাবস্থা নেওয়ার স্বপ্ন দেখতে পেতাম কিন্তু তা হবে না।সব কিছুতেই দাদা দিদাদের কথা না বললেই যেন নয়। সমাজ সংস্কৃতি সব কিছুতেই ভাগ বসাতে হয় উনাদের দাদা দিদাদের।
সীমান্তে কাটাতারের বেড়া ,বিএসএফের হত্যা ,মুক্তিযুদ্ধকে তাচ্ছিল্য ,ক্রিকেট টাইগারদের অপমান যাদের পা চাটা থেকে সরিয়ে আনতে পারে না তাদের কিছুই বলার নেই।
শুধু এই কথা বলতে চাই " দাদাদের বাঁট থেকে দুধ আসুক আর না আসুক বাঁট ধরে টানতে থাকুন নির্লজ্জভাবে "।
বিষয়: বিবিধ
১৭২৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গলা ফাঁটায় এই বলে,
বাশেঁর চেয়ে বড় কিছু দিল
অনেক ছলে কলে।
ওদের বলে লাভ নেই ভাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের এই সোনার দেশে এসে হাজার রকমের কথা বলে গেলো অথচ সীমান্ত হত্যার ব্যপারে কোন কথা বা চুক্তি সই হওয়া নিয়ে কথা হলো না
আপনার সাথে একমত ভাইয়া
বাংলাদেশ যে কোয়ার্টার ফাইনালে উঠেছে সেটাই ঢেড় ।
ভারতের মত পরম বন্ধুকে হারানো কি ঠিক হবে যারা ৭১ এ আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল ?
তাইতো দাদাদের ধরে টানতে বলেছি
দাদা-দিদি বলে.....
আমরা ওদের তাড়িয়ে দেওয়ার মত ক্ষমতা রাখি বলে প্রমান করেছে আমাদের টাইগার বাহিনী
দাদাদের নিচে না ধরে কানে ধরব ?
আমরা জাতী হিসাবে আসলে দাদা প্রিয়..... তাইতো দাদাদের দিকে হা করে হুইয়ে থাকি। বিশেষ করে চেতনা ধারীরা....।
গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
সবাই তালে তালে
বোল্ড স্টাম্প করে ওদের
চপেট মার গালে।
মন্তব্য করতে লগইন করুন