বাংলাদেশী সন্ত্রাসী তালেবানের হাতে খুন হয়েছে আমাদের মালালা

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:২৮:১৮ রাত



বাংলাদেশে এখন প্রতিদিন মেধাবী যুবকরা জীবন দিচ্ছে সন্ত্রাসীদের হাতে। কখনো সরকারী দলের সন্ত্রাসী কখনো প্রশাসনের সন্ত্রাসী কর্মকান্ডের ফলে ও জীবন হারাচ্ছে মেধাবীরা। মেধাবীদের পাশাপাশি শিক্ষক ,আইনজীবী ,সাংবাদিক পেশাজীবী সহ সর্বস্থরের জনগণ জীবন দিচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী তালেবানদের হাতে ।এখন শুধু যুবক নয় রাজনৈতিক নেতা কর্মী নয় যুবতীরাও প্রাণ দিচ্ছে বাংলাদেশের তালেবানদের হাতে " ৬ ডিসেম্বর শুরুবার বিকেলে যাত্রাবাড়ী পশ্চিমে বসবাসরত সাদিয়া নামের এক ছাত্রীর বাসায় তার পিতাকে খুঁজতে এসে না পেয়ে ছাত্রলীগের একদল দূর্বৃত্ত ছাত্রী সাদিয়া ( ১৯) ও তার মাকে নির্মমভাবে কুপিয়েছে। প্রত্যক্ষদর্শিদের সূত্রে প্রকাশ, সাদিয়াকে পরে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন " । কি অপরাধ ছিল আমাদের মালালার। মেয়েটির বাবা রাজনীতি করে বলে মেয়েটিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতে হবে ? এ কেমন বর্বরতা ? বাংলাদেশের প্রশাসন কেন তালেবান হলো ? সরকার দলীয় ছাত্র সংঘঠন কেন তালেবানের মোট আচরণ করে ?

কোথায় আজ দেশের মানবাধিকার কর্মীরা যারা পাকিস্তানের মালালার জন্য মায়া কান্না কেদেছিল ? যারা মালার নাম বিক্রি করে নাম কামাচ্ছিলো ? কোথায় মাথা মোটা মানবাধিকার সংস্থার কর্মীরা ?

বিশ্বের কিছু মাথাল রয়েছে যারা সব সময় অন্যায়কে আপন করে নিয়ে হক ও সত্যকে গুপন রেখে নিজেদের বুদ্ধিমান ভাবে। বাংলাদেশে এই মাথা মোটা বুদ্ধিমানের সংখ্যা কম নয় তারা নিজেদের মানবাধিকার কর্মী হিসেবে প্রচার করে। এই সংখ্যার মধ্যে সিলেটের মাঠিতে দেহবিনিময়ে ধরা খেয়ে নাকে খত দিয়ে মাফ চাওয়া মহিলা , স্বাধীনতা যুদ্ধে মুরগি সাপ্লাইয়ার হিসেবে পরিচিত একজন পুরুষ এবং কানা অধিকার নাম পরিচিত আরেকজন অন্যতম।

এই তিনটি মানুষ রুপি শয়তানরা সবসময় মজলুমের বিপক্ষে অবস্থান নেয় তাদের টার্গেট বাংলাদেশকে একটি অকার্যকর দেশে হিসেবে দেখা। যখনই তাদের মত আরেক শয়তানদের কোনো সমস্যা দেখে তারা তাদের সর্বোচ্চ আবেগ বিলিয়ে দিয়ে টেলিভিশনের পর্দা ফাটিয়ে দেয়। কিন্তু তাদের চোখের সামনে যখন প্রশাসন কিংবা দেশের পরিচিত সন্ত্রাসীরা মেধাবী ছাত্র -ছাত্রী ,যুবক যুবতীকে নির্যাতন করে তাদের কিছু যায় আসেনা। তখন তাদেরকে টেলিভিশনে এসে বক-বক করতে ও দেখা যায় না। স্বার্থের জন্য তারা মুসলমান হয়েও মাথায় তিলক লাগিয়ে বাংলাদেশের ভুখন্ড বিলীন করতে চায় তারা উপজাতীর স্বপ্ন বাংলাদেশের পাহাড়ি অঞ্চলকে জুমল্যান্ড নামের নতুন দেশে রূপ দিতে চায় ।এই দেশদ্রোহী মানবাধিকার নামের হায়েনার পক্ষের শক্তিকে দেশ থেকে বিতারিত করা সময়ের দাবি।

আমাদের মালালার হত্যাকারীদের বিচার চাই। আমাদের মালালার মজলুম পরিবারের পাশে বাংলাদেশকে দাড়াতেই হবে। মরহুম সাদিয়া কে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন সেই দোয়া মহান রবের দরবারে। শহীদ মালালার বাংলাদেশে বাংলার তালেবানের বিচার একদিন হবেই হবে ইনশা আল্লাহ।

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303291
০৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৫৪
সজল আহমেদ লিখেছেন : কোথায় গেল হাসিনাপার নারীর অধিকার নিয়ে ফ্যাঁস ফ্যাঁস আর বক বক?
কোথায় গেল হাসিনাপার নারী নির্যাতনের বিরুদ্ধে বুলি কপচানো ?
ছাত্রলীগ ছাড়া যদি অন্যকেউ আমাদের এই বোনকে কুপিয়ে হত্যা করত তাইলে হাসিনাপার বয়ানে টেলিভিশনের সামনে বসা যেতনা ।
ছাত্রলীগের এই সন্ত্রাসীদের বিচার চাই ,ফাঁসি চাই তাদের ।
হাসিনাপার কাছে অনুরোধ ,প্লিজ সাগর রুনির মামলার মত এই মামলাও খাইয়া দিয়েননা ।
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:২১
245333

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : এই ছাগল, এসব বাঁশেরকেল্লা মার্কা কথায় কেউ কান দেয় নাকি?
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
245382
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মালালার কথা এজন্য বললাম যে মালালার জন্য যারা কেদেছিল আজ তারা অন্ধ তাই।
ধন্যবাদ ভাই যৌক্তিক মন্তব্যের জন্য
303301
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:১৯

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : তালেবান প্রেমিকের মালালা বিলাস! ভাবতেই পারি না।
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
245383
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশের তালেবান হলো আওয়ামীলীগ ও তার সমর্থকরা
০৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৯
245403
মনসুর আহামেদ লিখেছেন : @মুক্তিযুদ্ধের কন্যা,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
303309
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মালালার সাথে তুলনা করবেন না। সাদিয়া কোন মিথ্যাবাদি সুবিধাভোগি নয়।
মিডিয়া থেকে শুরু করে নারিবাদি কেউই এই নিয়ে একটা কথাও বলবে না!
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
245384
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মালালার কথা এজন্য বললাম যে মালালার জন্য যারা কেদেছিল আজ তারা অন্ধ তাই।
ধন্যবাদ ভাই যৌক্তিক মন্তব্যের জন্য
303335
০৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৪
দ্য স্লেভ লিখেছেন : কিভাবে একাজটি করতে পারল বুঝলাম না। জাহেলিয়াতেও অনেক কিছু ঘটেনি
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
245386
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Crying Crying
303365
০৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২২
আহমদ মুসা লিখেছেন : খ্রীস্টান ঘরে জন্ম নেয়া পশ্চিমাদের কৃড়ানক মালালার সাথে সত্যিকারের একজন দ্বীনি আন্দোলনে জড়িত বোনের সাথে তুলনা করা ঠিক হচ্ছে না।
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
245385
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মালালার কথা এজন্য বললাম যে মালালার জন্য যারা কেদেছিল আজ তারা অন্ধ তাই।
ধন্যবাদ ভাই যৌক্তিক মন্তব্যের জন্য
303443
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৩২
লজিকাল ভাইছা লিখেছেন : অভিশাপ দাও বোন সাদিয়া!! ক্ষমা করবে না কিন্তু এই জাতীর কাউকে !! কোথায় আজ ষাঁড় যাফ্রিকবাল, নকল বাজ বুদ্ধিপতিতা আনিসল হক, জানি আজ তোমাদের কলম প্রসব করবেনা কোন গ্লিসারিন যুক্ত মেকি মানবীয় কলাম।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
245660
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দালালদের মুখে এখন টেপ লাগানো আছে
303486
০৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩১
হতভাগা লিখেছেন : সব কিছুর হিসাব দিতে হবে । বিচার যত দেরীতে হবে শাস্তি তত ভয়াবহ ও কঠিন হবে ।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
245661
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তবে বিচার সময় মত হলে সমাজের জন্য ভালো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File