গণতন্ত্র

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২২ জানুয়ারি, ২০১৫, ০৮:২৫:৫৫ রাত

গণতন্ত্র এখন পথ শিশু।
খেতে পাচ্ছে না সে কিছু,
নষ্ট লোকের লাথি খাচ্ছে প্রতিদিনই ,
রাত হলে ঘুমানোর যায়গা নেই।
তার কান্নাও কেউ শুনেনা,
তাকে তার নিজের মত করেও চলতে দেওয়া হয় না।
তার পানে কেউ মায়ার চোখে দেখে না,
উল্টো নব্য বাকশাল গলা টিপে হত্যার করে চেষ্টা।
পথ শিশুর পথে কেন গণতন্ত্র?
জবাব দেবে কোন যন্ত্র?
ওরাতো পড়ে আছে বাকশাল মন্ত্র!
গণতন্ত্রকে পথ থেকে তুলে আনতে হবে,
বাকশাল কে পথে পাঠাতে হবে।
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ১৬ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
গণতন্ত্র এখন স্বার্থতন্ত্রের রুপ ধারণ করে জনতা কে নিষ্পেষিত করার মরণ যন্ত্র হয়েছে!
যথার্থই ছন্দাবদ্ধ করলেন!!
মন্তব্য করতে লগইন করুন