গণতন্ত্র বালুমন্ত্রে পিস্ট

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ জানুয়ারি, ২০১৫, ০৭:২৮:৩৮ সন্ধ্যা



গণতান্ত্রিক দেশে নতুন করে একটা সংস্কৃতি চালু হয়েছে বালুর ট্রাক। খুন ,গুম ,জেল ,জুলুম ,নির্যাতনের পর এবার নতুন রূপে হাজির হয়েছে বালুর ট্রাক। জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে অগনতান্ত্রিক ভাবে আওয়ামীলীগ ক্ষমতা দখল করে নেয় । অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা দখল করে অগণতান্ত্রিক আচরণ করেই যাচ্ছে আওয়ামীলীগ।

একতরফা নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। উক্ত সভা-সমাবেশের ওপর সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ। শুধু তাই নয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশের পথ ইট-বালু-সুড়কি ভর্তি ১৩টি ট্রাক দিয়ে বন্ধ করে দেয়া হয়। দেশের রাজনীতিতে আওয়ামীলীগ বালুর ট্রাক সংস্কৃতি চালু করেছে। ৫ জানুয়ারি একতরফা নির্বাচন ঠেকাতে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করেছিলেন খালেদা জিয়া। সেই কর্মসূচিতেও তিনটি বালুর ট্রাক দিয়ে তাকে গুলশানের বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল । এই যে বালুর ট্রাক সংস্কৃতি চালু করা হয়েছে এই সংস্কৃতির ফলাফল অনেক খারাপ হবে বলে মনে হচ্ছে।

আইন-শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে আওয়ামীলীগ যে সকল অগণতান্ত্রিক আচরণ করতেছে তার জবাব জনগণ মেনে নিচ্ছে না বলেই গণতান্ত্রিক পদ্ধতিতে আনদোলন করে যাচ্ছে বিএনপি -জাময়াত জোটের নেতৃত্বে।এক দিকে প্রশাসনের নির্যাতন অন্যদিকে জনগনের আন্দোলনে দেশের পরিস্থিতি এখন থমথমে।

আওয়ামীলীগ গণতন্ত্রকে বালুমন্ত্রে পৃষ্ট করতে চাচ্ছে কিন্তু তাদের এই অপচেষ্টা সফল হবে না। বাংলাদেশের ইতিহাস আন্দোলনের ইতিহাস। আন্দোলনের মাধ্যমেই সকল বিজয় এসেছে এবার ও জনগনের আনদোলনের ফলাফল বিজয়ের মাধ্যমেই হবে ইনশা আল্লাহ ।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299701
০৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৫
শেখের পোলা লিখেছেন : বেচারা গণতন্ত্র, পারলে বালির ট্রাক ফেড়ে বার হ৷ নয়ত ইটের ট্রাক পরে আছে৷ এগুলো স্বপ্নে পাওয়া মোজেজা৷৷
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
243444
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্বপ্নের পরিধি দিনদিন বাড়তাছে
299705
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বালুর পরে ইট আসবে তারপর সিমেন্ট!
গনতন্ত্র কে বেঁধে হলেও আনা হবে!!!
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
243445
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এসেই গেছে ভাইজান সব যোগাযোগ মাধ্যম বন্ধ
299715
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪২
সুশীল লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বালুর পরে ইট আসবে তারপর সিমেন্ট!
গনতন্ত্র কে বেঁধে হলেও আনা হবে!!!
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
243446
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এসেই গেছে ভাইজান সব যোগাযোগ মাধ্যম বন্ধ
299775
০৮ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২০
হতভাগা লিখেছেন : খালেদা উনার বাড়ি ও কার্যালয়ের সংষ্কার করার জন্য বালির ট্রাক , ইটের ট্রাক আনিয়েছেন । উনি উনার নিরাপত্তার জন্য জিডি করেছিলেন , ফলে পুলিশ উনার বাড়িতে এসেছে উনাকেই প্রটেকশন দিতে।

কালো মানিকের হুমকির পর বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে এখন চরম অস্থিরতা শুরু হয়ে গেছে।
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
243447
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : না আমার মনে হয় এবার বিএনপি কিছুটা নড়েচড়ে উঠেছে
২১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৩
243517
হতভাগা লিখেছেন : ৭ দিন , তারপর দেখবেন মজাই মজা ।
300111
১১ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:১৩
কোহেলি লিখেছেন : আসসালামুআলাকুম। ভাই কেমন আছেন? অনেক দিন পর ব্লগে আসলাম। আপনাদের বাড়ির সবাই ভালো আছেনতো? আমার জন্য দোয়া করবেন।
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
243448
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আলহামদুলিল্লহা ভালো আছি ,,আপনাকে অনেক দিন পর ব্লগে দেখে ভালো লাগলো
323073
২৮ মে ২০১৫ বিকাল ০৫:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০১
265042
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ জনাব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File