২০১৪ সাল ছিল সৈরাচারী সরকারের রক্তের হলি খেলা ( ২০১৪ সমাচার )
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ জানুয়ারি, ২০১৫, ০৬:৫৪:১০ সন্ধ্যা
২০১৪ সালে কয়েকটি আলোচিত হত্যাকান্ড গঠেছে। আলোচিত কয়েকটি হত্যাকান্ডের মধ্যে হলো নারায়ণগঞ্জে ৭ খুন ,একরাম হত্যা ,বিহারী পল্লীর হত্যাকান্ড,মাওলানা ফারুকী হত্যাকান্ড ,মগবাজারে তিন খুন ,কেরানীগঞ্জে চার খুন,সুন্দরবনে কথিত ক্রসফায়ার,রাজশাহীতে শিক্ষক হত্যা। এছাড়া দেশের আনাচে কানাচে হত্যাকান্ড হয়েছে এবং প্রশাসনের হাতে খুন হয়েছেন অনেক নিরীহ জনগণ।
একটি হত্যাকান্ড একটি বিপদ সংকেত দেশের স্বাধীনতার জন্য। একটি হত্যাকান্ড একটি হলুদ কার্ড দেশের মানবাধিকাররের জন্য। একটি হত্যাকান্ড দেশের স্বাধীনতার জন্য হুমকি। যেখানে একটি হত্যাকান্ড দেশের জন্য অমঙ্গল সেখানে হরহামেশা হত্যাকান্ড হয়ে যাচ্ছে কিন্তু একটার ও সঠিক সুরাহা হচ্ছে না উল্টো রাজনৈতিক মাঠের খেলার বল বানানো হচ্ছে লাশকে।
যে দেশের মানুষ খুন হলে বিচার হয় না সে দেশে কিভাবে স্বাধীনতা সঠিক ভাবে ব্যবহৃত হচ্ছে বলা যায় ?সরকার দলীয় নেতা কর্মীর ফটোসহ এমনকি ভিডিও সহ অপরাধের প্রমান মিলতেছে সে ক্ষেত্রে ও শুধু সরকারদলীয় কেডার হওয়ায় তার বিচার হচ্ছে না। যদিও লোক দেখানো গ্রেপ্তার করা হয় মাজে মধ্যে কিন্তু পরবর্তিতে ছেড়ে দেওয়া হয়। খুনের বিচার না হওয়ার ফলে দিনদিন দেশে রক্তের হলি খেলা বৃদ্ধি করতেছে সন্ত্রাসীরা আর তাদের মদদ দিচ্ছে প্রশাসন।
দেশের জনগণ একটি গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক সরকার চায়। দেশের জনগণ নিরাপদে চলাফেরার গ্যারান্টি চায়। সন্ত্রাস ও সরকার এ যেন আপন ভাই।
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন